প্লিজ একটু ভাববেন

লিখেছেন লিখেছেন মিরন ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৩:৩৭ বিকাল

অবরোধ, হরতাল আর রাজনৈতিক বিভিন্ন কর্মসুচিতে অবরুদ্ব হয়ে পঢ়েছে দেশ বাসি, আমার জানামতে বিশ্বের সকল দেশেই রাজনৈতিক কর্মসুচি থাকে, কিন্তু পন্য পরিবহন (যেমন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত কাচামাল,শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্যের রপ্তানী বা লোকাল সরবারহ, উষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, এ্যাম্বুলেন্স) হরতাল বা অবরোধের আ্ওতা মুক্ত রাখে। কিন্তু একটু ভাবুন আমরা কতবড় অভাগা দেশে বাস করি য়েখানে ধান বোঝাই ট্রাক, রপ্তানীতব্য তৈরি পোশাক ভর্তি কর্ভার ভ্যান আগুন ধরিয়ে দেয়, চলন্ত বাসে পেল্ট্রল মোমা মেরে মানূষ হত্যা সহ জগন্নতম কার্য সম্পাদিত হচ্ছে, কারও কো্ন মাথা ব্যাথা নেই, দেশ যদি না বাচে মানুষ যদি না থাকে, অর্থনীতি যদি ধংষ্ব হয়, তাহলে তো আপনাদের প্রধান মন্ত্রীত্ব খাটানোর যায়গা থাকবে না। তাই আপনাদের মাধ্যমে সকল বিরোধি দলের প্রতি অনুরোধ করবো, আপনাদের হরতাল ও অবরোধ কর্মসুচিতে ইস্পস্ট ঘোষনা থাকা উচিত য়ে, পন্য পরিবহনের সকল প্রকার যানবাহন চলবে। এই অভ্যাসটা চালূ রাখা উচিত।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File