মা, মাগো, ও মা

লিখেছেন লিখেছেন মিরন ১০ মে, ২০১৫, ০৪:২০:৫৬ বিকাল

মা, পৃথিবির সবচাইতে মধুরতম একটি শব্দ, যত ডাকি ততোই ডাকতে ইচ্ছা করে, নাড়ির টান বলে কথা, সন্তান ধারনের দিন থেকেই শুরু হওয়া কস্টকর জীবন, সে যে কি জ্বালা একমাত্র মাই বলতে পারবে, প্লাসেন্টা এর মাধ্যমে মায়ের খাওয়া খাবার শেয়ার করে, মায়ের গর্ভে সন্তান বেড়ে উঠার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মায়ের অসস্থিকর অবস্থা, খাওয়া, শুয়া, বসা, হাটাচলা, সব কিছুতেই রাশি রাশি বেদনা লুকায়িত,প্রতিটা দিনকে বছরের সমান মনে হয়, মাঝে মধ্যে প্রসব যন্তনার ভয়াবহতার কথা মনে করে শিউরিত হন মা, পৃথিবির সকল যন্তনাকে ও হার মানয় প্রসব যন্তনা, নবাগত শিশুর মূখদর্শনে মা ভুলে যায় পিছনে ফেলে আসা ১০ মাস আর প্রসবের কস্ট। রাতের ঘুম, দিনের আরাম এর তোয়াক্কা না করে সন্তান লালনের যুদ্বে লিপ্ত হতে হয়, সে কি আদর মাখা পরশ, মনে হয় যেন হাজার বছরের ধরে এই ভালবাসা লালন করে আসছে। নিজের ভাললগা খাবার নিজে না খেয়ে সন্তানে মুখে পুরে দেয়, ভিজা বিসানায় নিজে শুয়ে তার সন্তানকে আগলে রাখে বুকের মাঝে এ ভাবেই বেড়ে উঠতে থাকে তার আদোরে সন্তান, মা ডাকের মধ্যে দিয়েই শুরু হয় কথা বলা, মা, মাগো, ও মা,

''মা ই যেন আমাদের জীবনের সকল সত্তার সাথে মিশে থাকে''

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File