চোখের জল

লিখেছেন লিখেছেন নিশা৩ ০৬ অক্টোবর, ২০১৬, ০৬:৪০:৪১ সকাল

এক ফোঁটা চোখের জলের মূল্য কি?

কতটি কষ্ট সমুদ্র মন্থন করে এক ফোঁটা জল হয়?

অশ্রুর একটি কনা তৈরি হতে প্রয়জন হৃদয়ের কতখানি রক্তক্ষরন?

কষ্টের কতটি আঁচড় গলে জন্ম তার?

কতখানি ভারে কষ্ট ভেঙ্গে উন্মেষ তোমার?

বিষাক্ত কথার কতটি তীর বিধে তুমি হও?

যন্ত্রনাক্লিষ্ট অন্তর নিংড়ানো অশ্রুধারা আঁধারেই ভরপুর

আলো খুঁজে অন্য কোথাও, আর কারো ভালবাসায় খুঁজে সুর।

হৃদয়ের ক্ষত-বিক্ষত বেদনা ঝরাতে ঝরাও অশ্রুধারা

মোহাবিষ্ট অন্তর ভাবে, ঝরে গিয়ে এভাবেই শুন্য হবে বেদনারা।

ক্ষণকাল থেমে ডুবে যাও অন্তর মাঝে

শুন্য হৃদয়ে এবেলায় কিসের সুর বাজে?

হৃদয়ের রক্তক্ষরনে সমুদ্রসীমার তীর কোথায়?

যে সুখের কিনারায় আছড়ে পড়তে চাও ও নিজেই যে পথিক,খুঁজছে আশ্রয়।

অমূল্য মুক্তোধারা নিক্তিতে নূড়ির সমতুল্য

একমাত্র তার সুতিকাগার এ রয়েছে এর মূল্য।

কষ্টের ছারপোকারা জুড়ে আছে স্বচ্ছ বাতাস

মুক্ত বাতাসের অভাবে রুদ্ধ শ্বাস।

পাড়ি দিতে এ সীমাহীন সাগর

রাতের আঁধারের গাঁয়ে ছড়াও তোমার বেদনার কালো চাদর।

নির্ঘুম দু'চোখ যখন জলভারে নত

তুমিও তার সাথে সিজদায় হও সমর্পিত

তোমারই জন্য উন্মুক্ত

এক অপার্থিব নূরের সাগর

যার দরজায় দাড়ি্য়েই তুমি হবে আলোক মুগ্ধ

শুদ্ধতার আহবানে তোমাকেই ডাকছে, মুক্ত করবে

আজ তোমার দু:খ গীত।

প্রতিটি আঁসুকনা হৃদয়ে জ্বালবে হেরার আলো।

তোমার চেয়েও তোমার কল্যান যিনি চান

শুধুমাত্র তাকেই তো বাসবে ভালো।

তাঁরই কাছে তো প্রত্যাবর্তন, একমাত্র তারই কাছে সমর্পন

অবাধ্য অন্তর হবে একমাত্র তারই অনুগত

তবেই তোমার প্রয়জনের চেয়েও বেশি হবে প্রাপ্তি, শতদলে প্রস্ফ ুটিত।

আঁধারের কালো দাগ সরিয়ে হৃদিমাঝে

আজ কৃতজ্ঞতার আলো

অবাধ্য অশ্রুরা নিয়ামতের শুকরিয়া আদায়ে দু'চোখে টলোমলো।

প্রত্যাবর্তনের আকাঙ্খায়, কৃতজ্ঞতার ধারায় নিতান্তই মূল্যহীন অশ্রুফোঁটা অমূল্য।

তোমার রবও তাকে রাখবেন সযতনে, আঁধার আকাশে জ্বলে ওঠা তারাদের সাকুল্য।

অমূল্য একফোঁটা জল মূল্যবান দোয়ার মোড়কে হবে পেশ

সুখ-দু:খের নিয়ন্তা যিনি তাঁরই সমীপে, তাঁরই পদপ্রান্তে জেগে রবে অনিমেষ।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378364
০৬ অক্টোবর ২০১৬ দুপুর ০২:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৬ সকাল ০৬:৪৪
313530
নিশা৩ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।
378381
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ

০৭ অক্টোবর ২০১৬ সকাল ০৬:৪৭
313531
নিশা৩ লিখেছেন : অনেক ধন্যবাদ জানবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File