টুপি ব্যবহারে অন্যতম উপকারীতা

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৮:৫৮ দুপুর



ইনি একজন মহান রাজনৈতিক নেতা, সকল সন্ত্রাসীরা তাকে গুরুজন হিসেবে ভক্তি শ্রদ্ধা করেন! তাকে খালি মাথায় তার স্ত্রী ছাড়া এই দুনিয়ার কেউ কোনদিন দেখেনি। তার মাথার চান্দির পরিমাণ কতটুকু, চাষাবাদ যোগ্য চুলের পরিমান কতটুকু কেউ জানেনা। কোন জনসভায় যদি তিনি প্রধান অথিতী হিসেবে বক্তব্য দেন, বক্তব্য শেষ হবার পরে পুলিশী হামলা হলে কালো কোট আর মাথার টুপি ঘটনাস্থলে ফেলে জন সাধারণের মাঝখানে ঢুকে পড়লে; পুলিশ, জনতা, দর্শক কারো বাপের সাধ্যি নাই তারে চিনতে পারে। কারণ, এইটা হল টুপির অন্যতম উপকারীতা!

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183847
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
136026
বেআক্কেল লিখেছেন : ইনি বহুত বড় ধার্মীক,
তিনি একজন পীরের মুরীদ,
ওনি যুব তাবলীক কমিটির প্রধান আহবায়ক!
183850
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
আমি মুসাফির লিখেছেন : একদিন এই ব্যক্তি বলেছিলেন টুপি যতক্ষন তার মাথায় আছে তখন সে নাকি ভাল মানুষ হিসাবে থাকেন আর যখন সে টুপি খোলে তখন নাকি সে সন্ত্রাসী হয়ে যায় তার মুখের ভাষায় সে বর্ণচোরা লোক। দ্বিতীয়বার তাকে পরিচয় করিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
136027
বেআক্কেল লিখেছেন : আপনিও ধন্যবাদ লন
183852
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
বিন হারুন লিখেছেন : Rolling on the Floor
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
136028
বেআক্কেল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
183869
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
সিটিজি৪বিডি লিখেছেন : এই বয়সেই রাজনীতি করে যাচ্ছে....ক্ষমতার স্বাদ বড়ই মজা..
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২২
136039
বেআক্কেল লিখেছেন : মজা আর মজা বড়ই মজা, রাজনীতির জন্য এই ব্যাটা নিজের প্রথম বউকে বোমা ফাটাইয়া মাইরা ফালাইল...... মজা না হইলে কি এমন কাম করতে পারে।
183877
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : তাজ্জুব ব্যাপার!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
136062
বেআক্কেল লিখেছেন : পুরো জাতিই তাজ্জব! শুধু ওনার নেত্রী এতটুকু কার্যে খুশী নন, আরো দক্ষতা বাড়াতে হবে বললেন।
183887
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অবাক কান্ড তো!!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
136066
বেআক্কেল লিখেছেন : অবাক অবাক আসলেই অবাক, যার কারনে জাতি আজ হতবাক।
183896
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
দূর্বল ঈমানদার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
136069
বেআক্কেল লিখেছেন : এত বড় উপকারের কথা শুইনা শুধু কি ধন্যবাদ দিলে কি চলইব। এই বড় হুজুরকে দেখে কি শিখতে পারলেন সে ব্যাপারে কুন কথা কি নাই। যাক আমনেরেও ধন্যবাদ।
183911
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তিনি টুপি পড়া ধরেছেন ১৯৯১ সাল থেকে। সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তার এক পাঁড় সমর্থক প্রতিদন্বি প্রার্থির সমর্থক কে বলে যে তরা ধর্মের কথা বলেন কিন্তু তাদের প্রার্থির পোষ্টার এর ছবিতে টুপি নাই কিন্তু এর ছবিতে আছে। সে ব্যাক্তি মোক্ষম উত্ত দেন চাটগইয়া ভাষায় "তঁয়ার ক্যান্ডিডেট এর টুফির নিসে ষ্টেডিয়াম আসে,ইত্যাল্লাই দিয়ঁ"। মানে তার টুপির নিচে আছে টাক সেটা ঢাকার জন্যই এই টুপি।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
136101
বেআক্কেল লিখেছেন : আমি ১৯৮৪ সাল থেইকা হেরে টুপি পড়া দেখতাছি, তার বহুত জনসভায় গিয়া বহু কিসিমের গালাগালি শিইখা আইছি। হের ওস্তাদ জহুর মিয়াও গালাগালির আলেম ছিল। একজনকে জিগাইলাম তিনি কেন টুপি পড়েন, তিনি বইললেন আমি যখন থেকে দেখতাছি তখন থেকেই তার মাথায় টুপি দেখছি তয় হুনছি বিয়া করার সময় বউ পায়নাই, তাই চান্দি ঢাকতে টুপি ধরছে।
183917
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ইনি সারাদিন মাজারে মাথা নিছু করে থাকে। উনি চেতনায় মাজার। শিরিক নিয়ে ব্যস্ত.।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
136102
বেআক্কেল লিখেছেন : ওনি মাজারে বাজারে সর্বদাই নিজের দুই মাথাই নিচু কইরা দেয়। ফাজিলের কাছে শিরিক কি আর কবিরা কি, তার কাছে সব সমান শুধু টাকা-পয়সাই অসমান।
১০
183942
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
ইমরান ভাই লিখেছেন :



২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
136103
বেআক্কেল লিখেছেন : আবুল মাল কে দেইখতে তো শ্রী চৈতন্যের মত লাগছে। গালে নাই দাড়ি,
মাথায় নাই চুল,
উষ্ঠে নাই মোচ,
নাকে নাই কেশ,
চোখে নাই পলক,
চোখের পাতাও খালি........... হেই বেডা আস্ত একটা বোয়াল মাছের পেট। সেতো পইড়া দেখে নাই কোথায় হাত তুলছে, আর কোথায় পা তুলছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
136226
ইমরান ভাই লিখেছেন :



১১
184028
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
সজল আহমেদ লিখেছেন : হু
১২
184065
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহহাআহাহাহাহহাহাহাহাহা
১৩
190968
১২ মার্চ ২০১৪ রাত ০২:৪৪
প্রবাসী মজুমদার লিখেছেন : ওভাই। আপনার জ্ঞান গর্ব পোষ্ট পড়ে আমার মন ভরে গেছে। দারুন পোস্ট। শব্দ বুনন মিয়া ফিল মিয়া।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File