আত্মবিস্মৃত মুসলিম জাতি

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ০৯ নভেম্বর, ২০১৩, ১০:৫০:১৫ রাত

ক্রুসেড যুদ্ধে ১০টি দেশের ক্ষমতাধর ব্যক্তিদের সম্মিলিত শক্তি যখন সালাহুদ্দীন আইয়ুবীর কাছে হেরে গেল,মদ,নারী আর সম্পদের ফাদে ফেলে অনেক গাদ্দার বানানোর পরেও যখন তারা পরাজিত হলো ; তখন তারা দৃঢ় প্রতিজ্ঞা করলো - যেভাবেই হোক মুসলমানদেরকে ধ্বংস করতেই হবে।

এর প্রেক্ষিতেই তারা দুটি পরিকল্পনা গ্রহণ করলো।

১. ব্যাপক হারে অপসংস্কৃতির প্রসার ঘটিয়ে মুসলমানদের নিজেদের সংস্কৃতিকে ভুলিয়ে দিতে হবে এবং তাদের চিন্তাচেতনা থেকে দূরে সরিয়ে দিতে হবে।

২. মুসলমানদের দূর্বলতার সুযোগ নিয়ে মিথ্যা অজুহাতে মুসলিম দেশে হামলা চালাতে হবে।

উপরোক্ত দুইটি পরিকল্পনাতেই তারা ব্যাপক ভাবে সফল। তবে বলাবাহূল্য,দুই নাম্বার পরিকল্পনা সফল হওয়াটা পুরোপুরি নির্ভরশীল ছিলো প্রথম পরিকল্পনার উপর।

আজকে আমাদের দেশের দিকে তাকালেই এর প্রমান মিলে স্পষ্টরুপে। অপসংস্কৃতির সয়লাব ঘটিয়ে তারা আমাদের মূলচিন্তা থেকে অনেকদুরে সরিয়ে দিয়েছে। যার ফলে আজকে আমাদের যুবসমাজ পাঞ্জাবীর বদলে ব্র্যান্ডের জিনস,টিশার্ট পরে চুলে নানান রকমের ভাজ দিয়ে,কানে ইয়ারফোন লাগিয়ে মুসলিম বিশ্বের দুরাবস্থাকে ভুলে আছে। নিজস্ব সংস্কৃতি শিষ্টাচারকে ভুলে ভালেন্টাইনস ডে,হ্যাপি নিঊইয়ার এর মতো বিজাতীয় সংস্কৃতি নিয়ে মেতে আছে। আমাদের মা বোনেরা ডিশঅ্যান্টেনার আশীর্বাদে অহরহ অপসংস্কৃতির শিক্ষা নিচ্ছে। মুসলমানিত্ব শুধু আমাদের বংশীয় সম্পদ হয়ে আছে।

আমরা আসল চিন্তাচেতনা থেকে অনেকদূরে সরে গেছি। দুনিয়া জুরে তার ফলাফলকে কাজে লাগিয়ে বিধর্মীরা মুসলমানদেরকে মেরেই চলেছে।

আমাদেরকে নৈতিক দিক দিয়ে আগে খুন করেছে তারপর এখন করছে সার্বিক দিক দিয়ে।

তবে এখনো আমাদের সময় আছে, সমস্ত পাঁয়তারার জাল ভেঙ্গে আবার ঘুরে দাড়ানোর। নিজেদের স্বকীয়তাকে মূল্যায়ন করে মনের ভিতর ঈমানীচেতনার ঝিমিয়ে যাওয়া প্রদীপের গোড়ায় তেল ঢালার এখনো সময় আছে। যেভাবে সালাহুদ্দীন আইয়ূবী তৎকালীন সকল অশুভ শক্তিকে মাথা নত করিয়েছিলেন,আজো আমরা তা করে দেখাতে পারি ইনশাআল্লাহ.....

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File