দেশি-বিদেশি কারো কথায় সমঝোতা নয়: নাসিম

লিখেছেন লিখেছেন কিংফারুক ১৭ আগস্ট, ২০১৩, ১২:২৩:০১ রাত



নির্বাচনকালীন সরকার নিয়ে দেশি-বিদেশি কারও সঙ্গে কোন সমঝোতা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোন সমঝোতা নয়, সমঝোতা হবে বাংলার জনগনের সঙ্গে। আগামী নির্বাচন হবে অন্তবর্তীকালীন সরকারের অধীনে। কিন্তু এ নিয়ে কেন আমাকে আজ দেশি বিদেশিদের ওয়াজ নসিয়ত শুনতে হবে?

বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে কৃষকলীগ আয়োজিত মিলাদ মাহফিল ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান বিরোধী দল বিএনপিকে উদেশ্য করে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণ যাকেই ভোট দেয় আমরা মেনে নেব। জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন। আর যদি ভোট না দেয় বিরোধী দলে থাকবেন।

দেশের জনগন সরকারের উন্নয়ন দেখে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।

মিলাদ মাহফিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল হক রেজা, সহ-সভাপতি এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

বিষয়: বিবিধ

৮৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File