টাঙ্গাইলে অস্ত্রসহ জেলা শ্রমিক লীগ নেতা গ্রেফতার

লিখেছেন লিখেছেন কিংফারুক ২৫ আগস্ট, ২০১৩, ০৫:১৮:৪৩ বিকাল

টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সদর উপজেলার সিলিমপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড বুলেটসহ তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ জাহাঙ্গীর আলম সদর উপজেলার বরুহা পশ্চিমপাড়া গ্রামের মৃত বদর মেম্বারের ছেলে। তিনি শহরের বেবিস্ট্যান্ড এলাকার নিমতলী রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। টাঙ্গাইল মডেল থানা পুলিশ ও টাঙ্গাইল ডিবি পুলিশের একটি বিশেষ দল শনিবার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতারের পাশাপাশি তার ঘর থেকে ইতালীর তৈরি একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বহারা দলের সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন স্থান থেকে মোটা অংকের চাঁদা আদায় করে থাকেন। এটাই তার আয়ের একমাত্র উৎস। তার ভয়ে সাধারণ মানুষ সব সময় তটস্থ থাকে।



বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File