হতাশা আর টেনশন কে গুডবাই ! (মিজানুর রহমান মিজু)।

লিখেছেন লিখেছেন কিং মেকার ১৯ জানুয়ারি, ২০১৪, ০২:০১:৫৯ রাত



হতাশা আর টেনশন দুটিই একে অপরের পরিপূরক।এই দুটি সমস্যা নেই এমন লোক খুঁজে পাওয়া যাবেনা এই পূথীবীতে !কেউ এই দুটি কে জয় করতে পারে আর কেউ ধুঁকে ধুঁকে নিজের জীবনকে মূত্যুর কোলে

সেচ্ছায় ঠেলে দেয়।আমিও যে এ দুটি থেকে মুক্ত তা কিন্তু নয় ।!তবে আমি যখন হতাশা আর টেনশন এর কোন একটা দ্বারা আক্রান্ত হই তখন আমি যে বিষয় নিয়ে টেনশন করি তার সম্ভবনার কোন পথ খোলা আছে কিনা তা খুঁজি।যদি কোনই পথ না থাকে তাহলে এর দ্বারা আমি কতটকু ক্ষতিগ্রস্হ হবো তার হিসাব -নিকাশ করি।এবং যতটুকু ক্ষতি হোকনা কেন এটা আল্লাহর ফয়সালা আমার প্রতি বলে মেনে নেই।এর থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা করি।আমি স্বপ্ন দেখতে এবং দেখাতে ভালোবাসি।আমার স্বপ্ন অনেকের কাছে অলীক মনে হয় ,আবার অনেকের কাছে পারলেও পারতে পারি বলে মনে হয় !যে যাই মনে করুক আমি আমার স্বপ্নের উপর ১০০% আশাবাদী।অনেকের নিকট নিজের স্বপ্নের কথা বললে স্বপ্নেরও পথে না যাওয়ার জন্য নিষেধ করেন শুভাকাক্ষীর মতই ।মনে করে আমি হয়ত পারবোনা ।কিন্তু আমি আমার স্বপ্নের পথেই চলি।এবং আমি অনেক ক্ষেএেই আমি সফল হয়েছি আললাহর রহমতে ।যাই হোক নিজের কথা অনেকই বললাম ,এবার আমার পরিচিত কিছু বন্ধুর কথা বলি যারা অল্পতেই টেনশন আর হতাশার চাদরে নিজেকে আবৃত করে ফেলেন।বেশির ভাগই ইনকাম ,বিবাহ ,আর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় বাধার মুখে নিজকে ঘুটিয়ে পেলেন।সবাইকে আমি আল্লাহর উপর ভরসা করতে বলি আর সমস্যার আলোকে সমাধানের পথ খোঁজার জন্য বলি ।মানুষ সহ সব প্রাণীর যেদিন রুহ সৃষ্টি করা হয়েছে সেদিনই আল্লাহ তার জন্য রিযিক ,হায়াত -মাউত ,বিপদ -আপদ সহ সব কিছুই ঠিক করে দিয়েছেন।যার কোন পরিবতন নেই।তবে দোয়ার বিনিময়ে যদি কিছু করা যায়।সুতরাং আল্লাহতে বিশ্বাসী কাউকে হতাশা এবং টেনশনের কারনে মন মরা হওয়া এবং নিজেকে গুটিয়ে নেয়া আল্লাহর প্রতি অনস্হারই নমান্তর।আসুন সবসময় আল্লাহর সাহায্য ভিক্ষা করি।টেনশন এবং হতাশার কারণে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই।

বিঃদ্রঃ-এই লেখা আমার নিজস্ব চিন্তার সমন্বয়,নিজের পান্ডিত্য জাহির কার জন্য নয়।

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File