একটি স্বপ্নের বাস্তবায়নের অপেক্ষায় আমি।

লিখেছেন লিখেছেন কিং মেকার ০১ ডিসেম্বর, ২০১৩, ০৪:১২:৪৫ রাত



বিবাহ করার জন্য অনেক দিন থেকেই মনে মনে স্বপ্ন দেখতাম।স্বপ্নের আলোকে নতুন জীবনকে সুন্দর করে সাজানোর জন্য অনেক পরিকল্পনা করি সুনিপুন ভাবে।বিয়ের জন্য আগ্রহ জন্মানোর পিছনে কারণ হলো বিয়ে করার জন্য ইসলাম যেসব কন্ডিশন দিয়েছে সব যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি মনে করি।তাছাড়া বিয়ে করার উপযুক্ত সময় এখনই।কিন্তু ফ্যামিলির কারো আমাকে নিয়ে কোন মাথা ব্যাথা দেখলাম না !কারন আমার বড় আরেকজন বাকি আছে বিয়ের জন্য।সব কিছু মিলে হতাশার কলো চাদরে ডাকা পড়লাম আমি।কিন্ত হাল ছাড়ার মানুষ আমি না।বড় ভাই তার বিয়ের জন্য অনেক কন্ডিশন জুড়ে দিয়েছে ফ্যামিলির কাছে,যা অনেক দূরহ এবং অনেক সময়ের ব্যাপার।এজন্য আমি কিছু কৌশল অবলম্বন করি।আমি ভাইয়াকে ভয় দেখাতাম তোমার আগে আমিই বিয়ে করে ফেলব ,যদি তুমি বিয়ে করতে দেরি কর ! সাথে আশার আলো দেখাতাম ,তোমার বিয়ের জন্য যত খরচ হবে সব আমি দিব।পাশাপাশি আম্মাকে বিয়ের উপর ইষ্ট লন্ডন মসজিদের খতিবের একটা আলোচনা শুনাতাম।আম্মা কিছুই বলতেন না।যাই হোক সব বাধা-বিপত্তি মাড়িয়ে এবছরের রমজানের ঈদের পর বড় ভাই বিয়ের কাজটা সম্পন্ন করলেন।কিন্ত ভাবীকে এখনো আমাদের বাড়ীতে আনা হয়নি।এক্ষেএেও আমি বাধা হয়ে দাঁড়ালাম।কারন আমার বিয়ের পর একসাথে অনুষ্ঠান করে তারপর ইতি টানা হবে।আমার প্রস্তাবে আব্বা-আম্মা সহ সব ভাই বোন সম্মতি দিয়েছেন।এবার আমার পালা।সবাই আমার জন্য পাএি খোঁজা-খুজি করছেন খু আন্তরিকতার সাথে।কিন্তু পাএী নামক সোনার হরিণ ধরা দেয়নি এখন পযন্ত !তাছাড়া বিয়ে করার জন্য এই বছর দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।কিন্তু দেশের রাজনৈতিক পরিস্হিতির কারনে আমার পরিবারের কেউ চায়না আমি দেশে যাই।কিন্তু আমি আমার সিদ্বান্তে এখনো অনড় আছি।আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই এই মহৎ কাজের জন্য।

বিষয়: বিবিধ

২৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File