ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া মুসলিমদের নিয়ে এসেছে এক নতুন সুযোগ/ =====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১৩ জুলাই, ২০১৪, ০২:৪৮:০৬ রাত



----- এই প্রথম সিএনএন, এনবিসি, বিবিসি, এবিসি টেলিভিশন রিপোর্টিং কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তরুণ মুসলিম অনলাইন এক্টিভিস্টরা। ফলাফল নিউ মিডিয়াতে বিশাল ব্যবধানে হেরে আছে জায়নিস্টরা।

-------- এই প্রথম খোদ আমেরিকাতেই জায়নিস্ট মিডিয়া গুলি প্রশ্নের সম্মুখীন হয়েছে।

---------- আমাদের মনে রাখা উচিৎ আমেরিকা, ইউরোপে প্রায় ৫০% মানুষ মানবতাবাদী। ধর্ম তাদের কাছে গৌন। আর মানবিকতার জয়গান মানেই মুসলিমদের বিজয়। সুতরাং ঢালাও কাফের, মুনাফিক ফতোয়া দেয়ার টেন্ডেসি বন্ধ করা উচিৎ।

----------- প্রায় ১৮০ কোটি মানুষের বিশাল বাজার হল মুসলিম। তাই মুসলিমদের ভিতর জায়নিজমকে পেট্রন করে এমন কোম্পানীর পন্য বর্জনের যে প্রচারনা চলছে তা কন্টিনিউ রাখলে এক ধরনের স্বঘোষিত অবরোধের মুখে পরতে পারে তারা। কিন্তু এটা বিশ্বব্যাপী মুসলিম তরুনদের একটা কমন প্লাটফর্ম থেকে আসতে হবে।

------ অনলাইনে মার্কিন, ইউরোপ, ইজিপ্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্থান, তার্কি, মালয়েশিয়া, ইন্দোনিশিয়ান কোটি মুসলিম তরুনকে একটা যায়গায় আনতে হবে। এবং পন্য বর্জনকে কন্টিনিউ করতে হবে।

------ বর্জন আসলে সাময়িক সমাধান সে ক্ষেত্রে মুসলিম এবং মানবতাবাদীদের দিয়ে অল্টারনেটিভ এবং কোয়ালিটিফুল প্রডাক্ট তৈরী করতে হবে। যেটা হতে পারে যায়নিস্টদের মুখে বিশাল চপেটাঘাত।

---- সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা সবই ইসলামিক মূল্যবোধ যা পশ্চিমারা প্রাকটিস করে। মুসলিম তরুনদের এই মূল্যবোধগুলির চর্চা বাড়িয়ে জঙ্গীবাদকে প্রত্যাখ্যান করতে হবে।

----- জঙ্গীবাদ মুসলিম সভ্যতা, মানবতার শত্রু। সুতরাং এই বিশাল অনলাইন নেটওয়ার্ক এ জ্ঞান-বিজ্ঞানের চর্চ্চা এই রোগকে প্রশমিত করতে পারে।

----- কুরআন-হাদীসের চর্চা, ওহীর জ্ঞান এবং সাথে বিজ্ঞান প্রযুক্তি আমাদের নিয়ে যেতে পারে এক নতুন রেনেসাঁর প্রান্তরে।

---- আমরাই গড়ে তুলতে পারি কমন মার্কেট, নতুন পন্য এবং নতুন প্রযুক্তির নয়া সম্ভার।

---- আমরাই গড়তে পারি নতুন কর্ডোভা, বাগদাদ, দিল্লী, আলেকজান্দ্রিয়া, ঢাকা, ইস্তাম্বুলের নয়া মুসলিম সভ্যতা। যে সভ্যতার আলোয় আলোকিত হবে সমগ্র বিশ্ব।

সুতরাং,

বিভেদ নয়, নয়া সভ্যতার ডাক দিন।

একত্রিত হন সমগ্র বিশ্বে।

উম্মাহর কনসেপ্ট বিকশিত হোক।

ইসরাইল, আমেরিকা, বৃটেন, ভারত আপনাকে এমনিতেই সমীহ করবে।

এই রমাদানে মহান রাব্বুল আলামীনের কাছে এটাই হোক প্রার্থনা।

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244263
১৩ জুলাই ২০১৪ রাত ০৩:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:২৯
189761
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ বড় ভাই
244265
১৩ জুলাই ২০১৪ রাত ০৪:১১
গ্রামের পথে পথে লিখেছেন : ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া মুসলিমদের নিয়ে এসেছে এক নতুন সুযোগ!!!

আগে সালমান রুজদী, তসলিমা নাসরিন, ডেনিস কার্টুনিষ্টদের ব্যাপারে মুসলামদের ধর্মানুভুতি ছিল ফিনফিনে পাতলা। কিন্তু ইন্টারনেট, স্যোশাল মিডিয়ার কারনে তা এখন গন্ডারের চামড়া হয়ে গেছে।

কোরানের ভুলভাল গঞ্জিকা কাহিনী, মোহাম্মদের মৌজফূর্তি নারী বিলাস, আল্লার ভুয়া হুংকার এখন মানুষের ঘরেঘরে বিনোদনমুলক বিষয়।

শাব্বাস ইহুদী-নাসারার স্যোশাল মিডিয়া।
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:৩০
189762
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : আপনার ইমোশনকে শ্রদ্ধা রেখে বলছি তাহলে আপনিও কি তাই ব্যবহার করছেন না?
244270
১৩ জুলাই ২০১৪ সকাল ০৫:৪০
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।জাজাক অাল্লাহ খায়ের।
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:৩১
189763
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ ভাই আপনাকেও
244287
১৩ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৯
আল সাঈদ লিখেছেন : ভালো লাগলো। শুরু করা দরকার খুবই শিগ্রী
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:৩১
189764
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ ভাই শুরু করা দরকার
244314
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:২৭
কাজী মামুন আল ফাতেহ লিখেছেন : মন্তব্য না করে পারলামানা, ভালো লিখেছেন
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:৩২
189765
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ ভাই আপনাকে
244315
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:৩০
দ্য স্লেভ লিখেছেন : - অনলাইনে মার্কিন, ইউরোপ, ইজিপ্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্থান, তার্কি, মালয়েশিয়া, ইন্দোনিশিয়ান কোটি মুসলিম তরুনকে একটা যায়গায় আনতে হবে। এবং পন্য বর্জনকে কন্টিনিউ করতে হবে।

------ বর্জন আসলে সাময়িক সমাধান সে ক্ষেত্রে মুসলিম এবং মানবতাবাদীদের দিয়ে অল্টারনেটিভ এবং কোয়ালিটিফুল প্রডাক্ট তৈরী করতে হবে। যেটা হতে পারে যায়নিস্টদের মুখে বিশাল চপেটাঘাত
১৩ জুলাই ২০১৪ দুপুর ১২:০৫
189770
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File