রুমির মায়ের বাপারে তিনি যা বলেন...

লিখেছেন লিখেছেন আবদুজ জাওয়াদ ১৮ জুলাই, ২০১৩, ০৩:২০:২৬ দুপুর

১৯৯২ সালের ১১ই ফেব্রুয়ারী শহীদ

জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের

চেতনা বাস্তবায়নে ও "৭১ এর ঘাতক দালাল

নির্মূল জাতীয় সমন্নয় কমিটি"

নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশসাসীদের

একটি নতুন সংগঠন গড়ে তোলেন

এবং আন্দোলন শুরু করেন।

তার নেত্রীত্তে গড়ে উঠা এই নতুন

সংগঠনের আন্দোলন কর্মসূচীতে জনগণ

ব্যাপক সাড়া দিল।। নতুন প্রজন্ম তার

কর্মসূচীতে দারূন উৎসাহ নিয়ে অংশগ্রহণ

করতে থাকলে শেখ হাসিনা ‪অস্থির‬ ও

উত্তেজিত হয়ে উঠেন।

**তিনি কেবলই বলতে থাকেন,

"জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে।

নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়,


জননেত্রী হতে চায়।। ব্যবসার

জায়গা পায়না, মুক্তিযুদ্ধের নাম

নিয়ে ব্যবসা শরু করেছে।।"

**শেখ

হাসিনা আরো বলেন, "জাহানারা ইমাম

কিসের শহীদ জননী! ওর

ছেলে রুমি ‪‎লুটপাট‬ করতে যেয়ে নিজেদের

গুলিতেই মারা গেছে।ওর সামী ৭১

সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই‬

করতো।।"

তাকে যখন বলা হয়, "একি বলছেন নেত্রী!

এসব কথা জনসমক্ষে বললে হিতে বিপরীত

হবে।"

শেখ হাসিনা বলেন, “এই জন্যইতো দম

বন্ধ করে আছি। কিন্তু তোমরা এই

কথাগুলো বাইরে ছড়াবে"।।

**শেখ

হাসিনা আরো বলেন, "জাহানার ইমামের

পরিবারকে পাকিস্তানী আর্মি ‪‎পাহারা‬ দিয়

মুক্তিযুদ্ধের সময় তিনি প্রচুর

‪‎টাকাপয়সা‬ কামিয়েছেন। আর এখন

এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন

করতে ।

আসলে এ এসেছে আমার নেত্রীত্ত দখল

করতে। আমি নির্বাচনে হেরে যাওয়ার

সুযোগে তলে তলে খালেদা জিয়ার

সাথে লাইন করে জননেত্রী হওয়ার

পরিকল্পনায় আছে।

আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধ

অপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের

চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার

আড়ালে নেত্রী হওয়ার খায়েসে আছে।"

“নেত্রী আপনি কি জাহানারা ইমামের

কর্মসূচিতে যাবেননা?" শেখ হাসিনাকে এ

কথা জিজ্ঞেস করলে,

**তিনি জবাব দেন, "সে আমি যাই

বা না যাই তোমরা যাবেনা।/

আমারতো ইচ্ছে না থাকলেও অনেক

জায়গায় যেতে হয়।

জাহানারা ইমামের

কর্মসূচীতে আমি কৌশলগত‬ কারণে যাব

কিন্তু তোমরা যাবেনা"।

বিষয়: রাজনীতি

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File