নবীর উপর কাফেরদের নির্যাতনের যে কাহিনী স্বাড়ম্বরে প্রচার করা হয় তা কোরান-হাদীসে কোথাও লেখা নেই।

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ২৩ আগস্ট, ২০১৩, ০২:২৫:০৭ রাত



মুসলমানরা একটি জিনস খুব উচু গলায় প্রচার করে যে ইসলাম ধর্ম প্রচার করতে যেয়ে তাদের নবী মোহাম্মদ নানা রকম অত্যাচার নির্যাতনের সম্মুক্ষিন হয়েছেন, বহুবার তাকে হত্যা করার চেষ্টাও করেছে কুরাইশরা । এমনও প্রচার করা হয়- তাদের নবীকে নাকি অত্যাচার করে শারারীক ভাবে রক্তাক্ত করা হয়েছে! বহুল প্রচলিত এই কাহিনী গুলো আমরা শুধু শুনেই থাকি, কিন্তু এসব কথার বস্তুত কোন নির্ভরযোগ্য সূত্র নেই, অন্তত: কোরান হাদিসে এ ধরনের কোন কাহিনী নেই। গোটা হাদিস গুলো তন্ন তন্ন করে খুজেও মোহাম্মদকে নির্যাতনের কোন কাহিনী পাওয়া যায় না, পাওয়া যায় না কোরানেও। তবে এতো লক্ষ হাদিসের মাঝে একটা মাত্র কাহিনী আছে যাতে বলা হয়েছে- একবার মোহাম্মদ কাবা ঘরে বসে সিজদা করছিলেন তখন তার ঘাড়ের ওপর এক লোক উটের নাড়ি ভুড়ি ফেলেছিল, এটুকুই। মোহাম্মদকে অত্যাচার নির্যাতনের যে প্রামানিক তথ্য আছে তা এ পর্যন্তই।

সুতরাং গত ১৪০০ বছর ধরে তাদের নবীর উপর নির্যাতনের যে কথাগুলো স্বাড়ম্বরে প্রচার করছে তার কোন প্রামানিক তথ্য মুসলমানদের কাছে নেই।

বিষয়: বিবিধ

২৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File