Rose সুরে সুরে…… সূরা আর-রাহমান…ভাবানুবাদ Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ জুন, ২০১৬, ০২:২৬:৫০ দুপুর



(আয়াতঃ ২৯-৬১ )

শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্‌র নামে,

অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।

Rose

আকাশমণ্ডলী ও যমীনে যা আছে সবই তাঁর প্রার্থী,

আর মহান রব গুরুত্বপূর্ণ কাজে সদা থাকেন ব্রতী।

Rose

রবের কোন অনুগ্রহ হতে তোমরা রবে বিরত?

তিনি যখন সৃষ্টিকে অনুগ্রহ দান করেন অবিরত!

Rose

হে মানুষ ও জ্বিন! আমি শীঘ্রই তোমাদের নেব হিসাব,

কোন অনুগ্রহের করবে অস্বীকার যা দিয়েছেন তোমার রব?

Rose

হে জ্বিন ও মানব সম্প্রদায়!

আকাশমণ্ডলী ও জমিনের সীমা অতিক্রম করা দুঃসাধ্য তোমার,

অথচ রবের অনুগ্রহকে তোমরা কেমনে করো অস্বীকার!

Rose

উভয়ের প্রতি সেদিন প্রেরিত হবে ধুম্রপুঞ্জ ও শিখা আগুনের,

সেদিন কোন মানুষ ও জ্বিন জিজ্ঞাসিত হবে না তাদের পাপকর্মের।

Rose

আকাশ বিদীর্ণ হবে রূপ হবে রক্তিম গোলাপ লাল চামড়ার,

তাহলে রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

অপরাধীদের পরিচয় মিলবে লক্ষণ দেখে চেহারার

পাকড়াও করা হবে পা ও কেশাগ্র ধরে মাথার,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

এটিই সেই জাহান্নাম যা অপরাধীরা করতো মিথ্যারোপ

ওরা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানিতে খাবে ঘুরপাক,

সেদিন রবের অনুগ্রহকে মিথ্যারোপ করে হবে না কি হতবাক?

Rose

আর যে ব্যক্তি রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে

তার জন্য রয়েছে দু’টি উদ্যান,

সেদিন তারা রবের অনুগ্রহে পাবে উত্তম সম্মান।

Rose

উভয় উদ্যান দু’টি ঘন শাখা পল্লব বিশিষ্ট পূর্ণ বৃক্ষের,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

উভয় উদ্যানে থাকবে প্রবাহমান দুই প্রস্রবণ,

এটি হল দয়াময় প্রভূর অনুগ্রহের দান।

Rose

উদ্যানের প্রত্যেক ফল হবে দু’প্রকার,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

হেলান দিয়ে বসবে সেথা অভ্যন্তরভাগ হবে পুরু রেশমের

কাছাকাছি ফল ঝুলবে দুই উদ্যানের,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

আরও থাকবে আয়তনয়না তরুণীর মেলা

যারা মানুষ বা জ্বিনের ছিল ছোঁয়ার বাহির,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

তারা হবে প্রবাল ও পদ্মরাগ সদৃশ্যের,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Rose

উত্তম কর্মের জন্য এটিই হল উত্তম পুরুস্কার,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?



বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372583
২০ জুন ২০১৬ দুপুর ০৩:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম।
সূরা আর রহমান হচ্ছে-কুরআনের অলংকার! আর আপনি কাব্যালংকার দিয়ে সাজিয়েছেন সূরাটি।
সত্যিই অনন্য, অনবদ্য।..জাযাকাল্লাহ।
২০ জুন ২০১৬ দুপুর ০৩:৩১
309335
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

দোয়া করবেন মহান রাব্বুল আলামীন যেন লিখার ভাবনাগুলোকে সহজ, সাবলীল ও সুন্দর করে দেন।
372587
২০ জুন ২০১৬ বিকাল ০৪:০৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা-শা আল্লাহ, এত সুন্দর অনুভুতি Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up

অপরাধীদের পরিচয় মিলবে লক্ষণ দেখে চেহারার
পাকড়াও করা হবে পা ও কেশাগ্র ধরে মাথার,


এ সমস্ত আয়াত সামনে আসলে আমার ভয় করে, আমি গুনাহগার যদি এমন দূর্ভাগ্যে পড়ি, আল্লাহ তায়ালা ছাড়া বাচানোর কেউ থাকবে না।

দুনিয়ার বাহাদুরি, বাহবা সবই দুলিস্যাৎ হয়ে যাবে গো!

সুন্দর পোষ্টটির জন্য অনেক অনেক আন্তরিক শুকরিয়া। জাযাকিল্লাহ খাইর

২০ জুন ২০১৬ বিকাল ০৪:২১
309343
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

ঠিকই বলেছেন এসব আয়াত পাঠ করলে অন্তরাত্মা ভয়ে কেঁপে কেঁপে উঠে।

মহান রাব্বুল আলামীন আমাদের সকলকেই তাঁর কল্যাণের পথে অবিচলিত রাখুন। আমীন।

আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

দোয়া করবেন মহান রাব্বুল আলামীন যেন লিখার ভাবনাগুলোকে সহজ, সাবলীল ও সুন্দর করে দেন।
372615
২০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! অসাধারন....।
২০ জুন ২০১৬ রাত ০৯:২১
309355
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয়া ছোট আপি।

চমৎকার মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
372654
২১ জুন ২০১৬ রাত ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জুন ২০১৬ সকাল ০৮:৫৫
309408
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372759
২১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
সামছুল লিখেছেন : অনেক ধন্যবাদ
২২ জুন ২০১৬ রাত ১২:১১
309515
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File