শান্তির সাম্পান *******

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৪:৫৪ দুপুর



হে অনুরাগী! উঠো জাগি, সামনে তোমার সোনালী ভোর

দুনিয়ার বুকে, মুসলমান রচিবে, মহতী কর্মের স্বর্ণ ডোর।

%

দেখ রক্তিম বিষাদিত নীলাকাশ লজ্জায় নিকাবে ঢেকেছে মুখ

সাগর-মরুময় প্রান্তর! কেড়েছে সকলের! আনন্দ স্বপ্ন সুখ!

%

মোহিত করা তোমার আগমনে, আবার গাহিবে পাখী বনে

সুরেলা রাগিণী! চমকিত ধরণী! মাধুর্যভরা উদ্দীপিত ক্ষণে।

%

মুখরিত তরুলতা সাজিবে আবার নয়নাভিরাম নবাভরণে

দুর্লভ গুণে, শিল্পিত ভূবণে, সতেজ শ্যামলিমার সঞ্চারণে।

%

জরাজীর্ণ ধরণী উদ্ভাসিত হবে লাবণ্যময় সৌন্দর্য আভায়

দুঃখী অন্তর খুঁজে পাবে শান্তির সাম্পান অসীমের মহিমায়।

বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File