Puppy Dog Eyes Puppy Dog Eyes কাশবণে কালো সাপ Puppy Dog Eyes Puppy Dog Eyes

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৮:১৯ সন্ধ্যা



দু’বছর আগের কথা বাংলাদেশে বেড়াতে গিয়ে আমার শাশুড়িকে সাবেক পি জি হাসপাতালে ভর্তি করাতে হয়েছিলো। সেখানে গিয়ে জানতে পারি পর্দা করার অপরাধে অনেক দ্বীনি সেবিকা বোনদেরকে অসহ্য অকথ্য বাক্যবাণে প্রতিনিয়ত তাদের কর্মজীবন বিষময় করে তুলছিল ভিসিসহ তার অনেক সাঙ্গপাংরা। অনেককে পরিবার পরিজন, ছেলেমেয়ের লেখাপড়াকে শতছিন্ন করে মেনে নিতে হচ্ছে শাস্তিমূলক বদলী। বাধ্য হয়ে ভোগ করতে হচ্ছে বেতন ভাতাদি বন্ধসহ নানাবিধ অসহনীয় প্রশাসনিক উপদ্রব। এর মূল কারণ বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রধান অমুসলিম। তাদের উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা বাস্তবায়নের কারণে মুসলমান ভাই বোনদের এখন ঈমান আকিদা নিয়ে পেশাগত দায়িত্বপালন অসম্ভবপর হয়ে উঠেছে।

নার্সিং একটি মহৎ পেশা। এই মহান পেশায় নিয়োজিত ভাই বোনেরা দেশে বিদেশে কৃতিত্বের সাথে উচ্চ শিক্ষা (এম এস সি, পি এইচ ডি) ডিগ্রী অর্জন শেষে বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কার্যক্রমে তাঁদের মেধা, মনন ও সৃজনশীল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরন্তর ভূমিকা পালন করছে। শুধু তাই নয় পেশার মান বজায় রাখতে স্বৈরশাসক ও দুশ্চরিত্র এরশাদ আমলে ১৪৪ ধারা ভেঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল সেবক সেবিকারা। গড়ে তুলেছিল অপ্রতিরোধ্য অন্দোলন সংগ্রাম। আন্দোলনের মাধ্যমে তাঁদের ন্যায্য দাবী আদায় করে বিজয়ীর বেশে সেদিন ঘরে ফিরেছিল তাঁরা। তাইতো কুচক্রী সরকারের মদদে আজ তৈরি করা হয়েছে তাদের মনোঃপুত দালাল নেতৃত্ব। যাদেরকে দিয়ে চাকুরিতে নিয়োগ, বদলী, উচ্চতর প্রশিক্ষণ, বিদেশে প্রেরণ, পদোন্নতিসহ বিভিন্ন উপায়ে মন্ত্রাণালয়ের যোগসাজসে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা।

উপরন্তু এই মহান পেশার অর্জিত মান সন্মান ও গৌরবদীপ্ত মর্যাদা ধুলোয় মিশাতে মাতাল মন্ত্রীরা উঠে পরে লেগেছে। ইউরোপসহ বিভিন্ন অমুসলিম দেশে ড্রেস কোড অনুযায়ী স্কার্ফ পরিহিত অবস্থায় কাজ করার অধিকার ও প্রচলন অব্যাহত থাকলেও বাংলাদেশের সরকার ও মদ্যপ মন্ত্রীদের এ বিষয়ে গাত্রদাহ কেন তা বাংলাদেশের জনগণ জানতে চায়? আমার মমতাময়ী মা এবং বোন দ্বীনি কার্যক্রমে নিয়মিতভাবে সময় ব্যয় করে বিধায় প্রায় সময়ে শুনতে পাই তাঁদেরকে নানা কৌশলে হেনস্থা ও ভয়ভীতি দেখানো হয়!! যদিও তাঁদের ঈমান আকিদা অনেক মজবুত এবং শক্তিশালী।

বাংলাদেশের মাটি আর মানুষের মন কাশফুলের মত শুভ্র, সরল, পবিত্র ও সুন্দর। এই শ্বাশত সুন্দরের সৌন্দর্য কবরস্থ করার জন্য যৌন বিকৃত গোলামী মানসিকতার বিক্রীত মাসোয়ারা প্রাপ্ত মন্ত্রীরা ইসলাম ধর্মের আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ ও নিবেদিত মানুষের ভিতরে যৌনতার বাহনে কালো সাপের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাঁদের অন্তর্মূলে আজ প্রকাশ্যে মরণ বিষ ঢোকানো হচ্ছে!! জনগণের কষ্টার্জিত টাকা মহা ধুমধামে ব্যয় করে তাঁদেরই মহা সর্বনাশ করা হচ্ছে। সন্মানিত দ্বীনি আলেমদেরকে অসন্মানজনকভাবে বিশ্বময় মিথ্যাচার করে সাজানো বিচারের নামে জঘন্য কায়দায় করা হচ্ছে হত্যা! হায় আফসোস; এসব মহা মানবদের একটি কথা ও আচরণে একজন পাষণ্ড জল্লাদের দেল গললেও নরপশুদের পাপাচারে পূর্ণ অন্ধকার অন্তর এতটুকু বিগলিত হয় না!! বরং এসব হায়েনার দল মানুষের উপর জুলুম করে প্রতিরোধ গড়ে বলপূর্বক বিষাক্ত পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে। এরা সাপের চেয়েও ভয়ংকর। সর্প ছোবল দিলে শুধু প্রাণ বিসর্জন দিতে হয় কিন্ত এরা আমাদের এহকাল পরকাল দু’টিই ধ্বংস করছে। গত কয়েকদিন থেকে নেট সমস্যার কারণে ব্লগে ঢোকা দুরূহ ছিল। তাই গতকাল ব্লগে ঢুকেই দুটি লিখা পড়ে যন্ত্রণা উপশমের নিমিত্তে আজকের এই লিখা। শ্রদ্ধেয় শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলেমেয়ের হৃদয়স্পর্শী লিখা যে কোন কঠিন মনের মানুষকেও নাড়িয়ে দিয়েছে, করেছে অশ্রুসিক্ত। জাতিকে আজ বিধর্মী ও বেশরম বানানোর জন্য সেবিকাদেরকে পর্দাহীন করার নীল নকশার বাস্তবায়ন হচ্ছে। আমরা নামাযী ও তাহাজ্জুদ আদায়কারী সরকারের অন্তরালে লুকিয়ে থাকা কুৎসিত মানুষগুলোর ঘৃণ্য চিন্তা, পরিকল্পনা ও মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং সেইসাথে মানুষের ধর্মীয় অধিকারবোধ সমুন্নত রাখার জোর দাবী জানাই।

আমাদের প্রত্যাশা আলেম ওলামাদের পবিত্র রক্তে ভেজা দেশের পুণ্য মাটিতে শত শত শহীদের আত্মত্যাগ ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল কাদের মোল্লার জীবনাদর্শে গড়া হাজার হাজার আলোর দিশারীগণ নিশ্চয়ই একদিন মীরজাফরীয় এসব কালো সর্পের বীজ সমূলে উৎপাটন করে বাংলার যমীনে আবারো সত্য ও ন্যায়ের শুভ্র কাশফুলে ভরিয়ে দেবেই দেবে ইনশাল্লাহ।



বিষয়: বিবিধ

১৫৪৮ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294293
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৫
আফরা লিখেছেন : লেখা অনেক ভাল হয়েছে আপু । আমি ও আশা রাখি একদিন মীরজাফরীয় এসব কালো সর্পের বীজ সমূলে উৎপাটন করে বাংলার যমীনে আবারো সত্য ও ন্যায়ের শুভ্র কাশফুলে ভরিয়ে দেবেই দেবে ইনশাল্লাহ।

সময়ের দাবীকে লক্ষ রেখে গুরুত্ব পূর্ণ লেখার জন্য অনেক ধন্যবাদ আপু ।
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৫
237861
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . আফ্রাম্নি। তোমার বুদ্ধিদীপ্ত মন্তব্যটির প্রথম অনুভূতি ভীষণভাবে মুগ্ধ করলো আমাকে। অনুভূতি রেখে যাওয়ার জন্য অনিঃশেষ দোয়া। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck
294295
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : " আবারো সত্য ও ন্যায়ের শুভ্র কাশফুলে ভরিয়ে দেবেই দেবে ইনশাল্লাহ। "
আপনার এই কথাটুকু কে কিভাবে নেবে জানিনা৷ আপনার আক্ষেপ, আমাদের অনেকেরই আক্ষেপ৷ তবুও বলি এই 'আবারো' বলার মত পরিস্থতিরকি বড়ই প্রয়োজন ছিল?
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
237865
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় ভাইয়া। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। “আবারো” বলার উদ্দেশ্য হল এই মীরজাফররা ঘুরে ফিরে ভিন্ন ভিন্ন বেশে বর্ণে আমাদের সামনে আসে আর আমাদের ঈমাণী চেতনায় উদ্বুদ্ধ নির্ভীক বীরেরা বারে বারেই তাঁদেরকে রুখে দেয় অসীম সাহসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। সঙ্গত কারণেই তাই আবারো ঊল্লেখ করা হয়েছে।
বিজ্ঞ অনুভূতি রেখে যাওয়ার জন্য অনিঃশেষ দোয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা রইলো। বারাকাল্লাহু ফিক।
Good Luck Happy Happy Happy Good Luck
294300
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৪
আওণ রাহ'বার লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End At Wits' End Cook Cook Cook Cheer Cheer Bee Bee Cheer Cheer Cook Cook Cook Catch Catch Cheer Cheer Cheer Good Luck Good Luck Good Luck Good Luck Applause Applause Rose Rose Rose Bee Bee Bee Bee
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪০
237867
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Happy Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Happy Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
আসসালামু আলাইকুম..... . মাই লাভ্লী সান আওণ। মন্তব্য কোথায়?
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৩
237881
সন্ধাতারা লিখেছেন : আমি জানি মাই সান এখন তুমি ওণ্ণেক ব্যস্ত ......। Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪২
237911
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ফাঁকিবাজ আওণমণিপু Tongue Tongue Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
294311
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো আপু লেখাটা। আপনার সাথে কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই..নিশ্চয়ই একদিন মীরজাফরীয় এসব কালো সর্পের বীজ সমূলে উৎপাটন করে বাংলার যমীনে আবারো সত্য ও ন্যায়ের শুভ্র কাশফুলে ভরিয়ে দেবেই দেবে ইনশাআল্লাহ।
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫২
237871
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আপুমণি। আপনার মন্তব্যটি পড়ে অন্নেক আনন্দিত হলাম। এতো ব্যস্ততার ভীড়েও আপুর জন্য হৃদয়গ্রাহী প্রত্যয়দীপ্ত কণ্ঠ রেখে যাওয়ার জন্য আরও বেশী উদ্দীপ্ত ও উজ্জীবিত হলাম আপুমনি। ছোট ছোট সোনামণিরাসহ আপনার পরিবারের সকলের জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা রইলো। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
238100
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপুজ্বি! অন্নেক শুকরিয়া! আপনার জন্যও অনেক অনেক দোয়া। Praying Praying Praying Praying
294312
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
ভিশু লিখেছেন : দেশ নিয়ে ভাবেন, হৃদয় দিয়েই ভাবেন।
বুঝে খুব ভালো লাগ্লো...Happy Good Luck
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২১
237880
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম......... শ্রদ্ধেয় সুহৃদ ভীশুজ্বী। দেশের মাটি ও মানুষের সাথে আমার নাড়ীর সম্পর্ক। তাইতো মনটা সারাক্ষণ পড়ে থাকে সেখানে। দেশের ভালো মন্দ মনকে ভীষণভাবে আচ্ছণ্ণ করে রাখে, করে প্রভাবিত। ইচ্ছে করলেই তো বিবেকের সাথে আড়ি দিয়ে থাকা যায় না। তাই না ভাইয়া?
আপনার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা রইলো। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
294322
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক বিজয়ের মাধ্যমে দেশের কাশফুলে শুধুই সুগন্ধি পাওয়া যাবে।
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৮
237882
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম......... শ্রদ্ধেয় সুহৃদ শাহীন ভাইয়া। সেই শুভ ক্ষণের অপেক্ষায়। আপনার রেখে যাওয়া সুন্দর অনুভূতির জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা রইলো। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ। বারাকাল্লাহু ফিক।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
294329
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
নার্সিং এর আদর্শ হিসেবে যাকে ধরা হয় সেই ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর সব ছবিতেই স্কার্ফ পরিহিত দেখা যায়।
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪২
237886
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম......... শ্রদ্ধেয় সুহৃদ রিদওয়ান ভাইয়া। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে ইতিহাস দ্বারা প্রমাণিত যে ফ্লোরেনস নাইটেঙ্গেলের (বানান বিড়ম্বনা কী বোর্ডের কারণে) পূর্বে আসলে একজন মহিলা সাহাবী এই মহান কাজে ব্রতী হয়েছিলেন। যা উদ্দেশ্য প্রণোদিতভাবে এখনো ইতিহাসে পাতায় চাপা পড়ে আছে। পরে এক সময় এ বিষয়ে বিশদ আলোচণা হবে ইনশাল্লাহ। আপনার রেখে যাওয়া সুন্দর অনুভূতির জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা রইলো। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ। বারাকাল্লাহু ফিক।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
294361
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি এ লেখা এতক্ষণ দেখিনি কেনু? Crying Crying Crying Crying আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম সারা দিন। হোম পেজে যেটা সামনে পড়েছে সেইসব পোস্ট পড়িছি শুধু। আমান্ত্রণ লিস্টেও ঢুকিনি আজকে Sad Sad তাই সবার পরে কমেন্ট করতে হচ্ছে আমার প্রিয় খালামুণির পোস্টে। আমার খুবি খারাপ লাগতেছে এখন। Sad Sad Sad
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪১
237910
সন্ধাতারা লিখেছেন : It's ok harry. It can be. Jajakallahu khair.
294376
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৫
হককথা লিখেছেন : অসাধারণ। ধন্যবাদ ভালো লাগলো। এ দেশের মুসলমানরা শয়তানের অব্যর্থ মন্ত্র 'নিরপেক্ষতা'র দীক্ষা নিয়েছে। ভেবেছিলাম এদের ঘুম কেবল তখনই ভাংবে, যখন এদের পশ্চাতদেশে রামঠাকুরের লাথি পড়বে! আজ প্রতি পদে পদে রামঠাকুরের লাত্থি ঠিকই পড়ছে, কিন্তু তার পরেও ঘুম ভাংছে কই?
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৬
237940
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.........হককথা ভাই। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন এ ভগ্ন জাতির নিদ্রা কখন যে ভঙ্গ হবে একমাত্র বিধাতাই ভালো জানেন। জাজাকাল্লাহু খাইর।
১০
294392
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩১
যা বলতে চাই লিখেছেন : রাগ, ক্ষোভ, দুঃখ-বেদনা আর দুঃসহ যন্ত্রনা নিয়ে এখনো এ স্বপ্নটুকু নিয়ে বেচেঁ আছি যে, সত্য প্রতিষ্ঠায় নিজের জীবন বাজি রেখেও সামনে চলব,বিন্দুমাত্র পিছপা হবনা ইনশা আল্লাহ্। যে যমীনে কেবলমাত্র এক(শহিদ)আব্দুল কাদের মোল্লা নয় বরং লাখো তরুণ-তরুণী শাহাদাতের তামান্না নিয়ে দ্বীন কায়েমের অবিরত চেষ্টা করে যাচ্ছেন,হাজারো সংকট,নির্যাতন আর নিপিড়ন উপেক্ষা করে জোর কদম এগিয়ে চলেছেন। সে যমীনে আল্লঅহর রহমতে মিথ্যা ও অনাচার ধ্বংস এবং পরাভূত হবেই। দ্রোহের আগুন জ্বালিয়ে দিলেন প্রিয় আপু, আল্লাহ্ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। আমিন। Good Luck
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
238379
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.........যা বলতে চাই ভাইয়া। আপনার অর্থবহ মন্তব্যটি এতো ভালো লেগেছে যে ইংরেজীতে আমার অনুভূতি জানাতে ভালো লাগেনি তাই দেরী হয়ে গেল। আপনারদের মত মানুষেরা আছেন বলেই তো পৃথিবীটা এখনো বাসযোগ্য আনন্দময়। অবশ্যই একদিন বাংলাদেশের মাটিতে দ্বীন কায়েম হবে ইনশাল্লাহ ভাইয়া। এতো ত্যাগ আর এতো শহীদি রক্তের স্রোত কখনই বৃথা যেতে পারে না। আপনার দ্রোহের আগুনে সমস্ত অন্যায় অনাচার আর গ্লানি দুরীভুত হোক এই প্রার্থনা রইলো। জাজাকাল্লাহু খাইর।Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৮
238543
যা বলতে চাই লিখেছেন : সম্মানিত প্রিয় বোন, আপনার দোয়া আল্লাহ্ তাআলা কবুল করুণ। আমিন। Good Luck Good Luck
১১
294410
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৯
নাছির আলী লিখেছেন : আসসালামু আলাইকুম আপু....।অসাধারন পোস্ট , আপনার এই কথাটুকু "একদিন মীরজাফরীয় এসব কালো সর্পের বীজ সমূলে উৎপাটন করে বাংলার যমীনে আবারো সত্য ও ন্যায়ের শুভ্র কাশফুলে ভরিয়ে দেবেই দেবে ইনশাল্লাহ"। সফল হবেই হবে ইনশা আল্লাহ ।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৪
238383
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.........নাছির আলী ভাইয়া। আপনার রেখে যাওয়া সুন্দর অনুভূতি ও প্রেরনামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর দোয়ায় আমীন। মহান রাব্বূল আলামীন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও মেহনতকে কবুল করুণ এই কামনা রইলো।
১২
294435
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৩২
কাহাফ লিখেছেন :

সমস্ত অপকর্ম আর অনাচারে দ্ব্যর্থহীন সমর্থনকারী এই সব অমানুষদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া আমাদের উদাসিনতা আর বেদ্বীনীর জন্যে ধার্য্যকৃত অভিশাপ!
ধ্বংশের প্রলয়ংকরী ঝড়ে বাছ-বিচার চলে না!
জনতার এক ও নেক হওয়া ছাড়া বিদ্যমান অসহ্য মুহুর্ত থেকে পরিত্রাণ অসম্ভব!

সমসাময়িক প্রয়োজনীয় বিষয়ে নান্দনিক সাবলীল উপস্হাপনা অনুভূতির গভীরে নিয়েই যাবে! ভাল লাগা ও জাযাকিল্লাহু খাইরান নিরন্তর!!
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৭
238387
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.........শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার অসাধারণ অনুভূতির ছোঁয়ায় আঁকা ও হৃদয়ের তীব্র ক্ষত থেকে বেরিয়ে আসা অন্যায় অসত্যের প্রতিবাদ ও জ্বালাময়ী আবেদন চিরন্তনভাবে গুরুত্বপূর্ণ। আমাদের এক এবং নেক হওয়া ছাড়া আর কোনই বিকল্প নেই।
আপনার অনুপম সুন্দর ও হৃদয়স্পর্শী দোয়ায় আমীন। আপনার মূল্যবান সময়ের বেশ খানিকটা ব্যয়ে এভাবে সর্বদা পাশে থেকে আমাদেরকে উদ্বুদ্ধ ও উজ্জ্বীবিত করার জন্য অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো ।বারাকাল্লাহু ফিক।
১৩
294717
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : Roseমহৎ পেশার আড়ালে থাকা আলোর দিশারীগণ ক্ষমতালোভী শকুন, হায়েনাদের কবল মুক্ত হবে ইনশা আল্লাহ। ধন্যবাদ আপু। অনেক দরদ দিয়ে লিখেছেন Good Luck
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২১
238389
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.........আমার প্রাণপ্রিয় আপুজ্বি। আপনার অনুপ্রেরণা মূল্যবান মন্তব্য সবসময়ই আমাকে অভিভুত ও উদীপ্ত করে আপুনি। সর্বদা বোনের পাশে থেকে উদ্বুদ্ধ ও উজ্জ্বীবিত করার জন্য অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো। বারাকাল্লাহু ফিক।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৩
238390
সন্ধাতারা লিখেছেন : আপনি কিন্তু অন্নেকদিন থেকে লিখছেন না আপুনি। আপনার হৃদয়ছোঁয়া লিখার প্রত্যাশায় রইলাম...। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File