ঘৃন্য রাজনীতি মায়ের বুক খালি হওয়া বন্ধ করো।

লিখেছেন লিখেছেন মোবারক ০৯ জানুয়ারি, ২০১৬, ১১:২৭:০৭ রাত



২০১৫ তে শিরোনাম ২০১৬ প্রথম মাসের ১০ দিনের মাথায় আবারো পত্র পত্রিকায় জায়গা করে নিয়েছে।আমার জম্ম ভূমি চৌদ্দগ্রাম।

ঘটনাটি শুক্রবারে ঘটলেও এখনো ফেইসবুক রিপ্রেস দিলে এখনো দূর্বৃত্তরে'র হাতে নিহত যুবলীগ নেতা জামালের ছবি দেখা যায়।নিহত জামালের এলাকার কয়েক জনের স্ট্যাস্টাস জানতে পেরেছি,গত ৫/৭/ বছরে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে যুবলীগ নেতা জামাল ।

আসন্ন ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী ছিল বলে আলকরা ইউনিয়নের বাঘগ্রামের এক ভাই থেকে জানতে পেরেছি।তিনি আরও জানান, জামাল কে কুপিয়ে হত্যা করে পায়ের রগ কেটে দেওয়া হয়।

কিছুক্ষণ আগে ফেইসবুকে একজন ভাই,হত্যায় কে কে জড়িত ছিল নাম ও প্রকাশ করেছে।

রাজনীতি বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কয়েক বছর ধরে।কিন্তু যুবলীগ নেতা জামালের সদ্য পিতা হারা শিশু কন্যার ছবি দেখে খুবেই কষ্ট হচ্ছে যেমন হয়েছিল কিছুদিন আগেও।

প্রেসক্লাবে গুম হওয়া বাবা'র জন্য শিশুরা যে ভাবে কেঁদে কেঁদে বলতেছিল আমি আব্বু'র সাথে বেড়াতে যেতে চাই, আমার আব্বু কে পিরিয়ে দাও।ওই শিশুদের কথা শুনে কেঁদেছে একটি দলের মহাসচিব ।

আলোচিত এই হত্যাকান্ডের পর ক্ষোভে ফেঁসে ওঠেছে দলীয় নেতাকমীরা ফেইসবুকে ও সরব। কিছুদিন মিটিং মিছিল ও মামলা দায়েরও হবে। এ মামলায় কেউ কেউ আটক হলেও আবার রাজনৈতিক পরিচয়ের জোরে অনেকে বেরিয়ে আসবে।আর মামলার হিমাগারে চলে যাবে। এ নিয়ে থাকে না কারো মাথাব্যথা।শুধুমাত্র যারা স্বজন হারিয়ে নিঃস্ব হয় তারাই চোখের জ্বলে ভাসায় বুক।জামালের স্ত্রীর ও তার শিশু কন্যার ও কেও আর খোজ নিবে না।

তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে সে হিসাব করার ফুসরত নেই আমাদের।এ লাশের দায় কার? কেউ নিতে চায় না লাশের দায়ভার। একে অপরের ওপর দোষ চাপিয়ে দায়সার সারবে সবাই।

এতে নোংরা রাজনীতি ও অস্থির সমাজে স্বজন হারানো মানুষগুলোর কাছে রাজনীতির সংজ্ঞা পাল্টে গেছে। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ধিক নোংরা রাজনীতি, ধিক নোংরা রাজনীতির নেপথ্য নায়কদের।

বিষয়: বিবিধ

২০২৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356587
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৪৮
Raya লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File