জিয়া মরে গিয়ে বেচে গেছে, নইলে ওরেও জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের আসামী করতাম।-প্রধানমন্ত্রী।

লিখেছেন লিখেছেন গুমড়া ০৩ জুন, ২০১৪, ০১:১৫:১৩ দুপুর

মাননীয় প্রধানমন্ত্রীরে একখান কথা।

প্রকৃত খুনের আসামী তো তখনকার সাড়ে সাত কোটি বাংগালী। তারা যদি অত্যাচার নির্যাতনে আর্তনাদ না করতো, ক্ষুধায় যন্ত্রণায় হাহাকার না করতো তবে খুনীরা তো উত্সাহিত হতো না। অতএব সেই সময়কার সাড়ে সাতকোটি বাংগালীকে আসামী করে এখন মামলা করা দরকার।

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229936
০৩ জুন ২০১৪ দুপুর ০১:২২
সজল আহমেদ লিখেছেন : রাজনৈতিক তলছেড়া ছেড়ি আর ভাল্লাগেনা।
মৃতঃলোক গুলারেও রাজনীতি টাইনা কবর থেইকা তুইলা আনে!
229958
০৩ জুন ২০১৪ দুপুর ০২:০৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনে তো দেহি চোখ খোলা রেখেই ঘুমান মনে অয়? তখন আসামি আছিল সাড়ে সাত কোটি।
অহন তো ষোল কোটি মানুষরেই আসামী বানাইয়া দেশডারে মগের মুল্লুকে পরিনত করেছে। দেশের কোন মানুষ কি নিরাপদে আছে বর্তমানে?
230019
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৯
ছিঁচকে চোর লিখেছেন : আহারে বেচারাগুলা মরেও শান্তি পাচ্ছে না। পারলে কবর থেকে তুলে এনে বিচার করতো।
230025
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৪
নানা ভাই লিখেছেন : ধন্যবাদ।
প্রতিহিংসার রোগে ভুগছেন, শেখ হাসিনা। এই কথা অনেক আগেই মতিউর রহমান রেন্টুর "আমার ফাঁসি চাই" লিখছেন!
চুদুরবুদুর ব্লগ Click this link
230029
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
হতভাগা লিখেছেন : মরনোত্তর পুরষ্কার দেওয়ার চল যেমন আছে , তেমনি জিয়াকে মরনোত্তর ফাঁসি দেওয়া হোক ।
230176
০৩ জুন ২০১৪ রাত ০৮:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা কি? আসামি করলেই হইত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File