শেখ হাসিনা তো ভোটই দিবার দিলনা, এ কেমন গণতন্ত্র!

লিখেছেন লিখেছেন গুমড়া ১৭ ডিসেম্বর, ২০১৩, ০১:১১:৪৩ দুপুর

শেখ হাসিনার মুখে গণতন্ত্রের কথা কইতে কইতে গরুর মত ফেনা উঠে গেছে। তা গণতন্ত্র কই? আমি তো ভোটই দিতে পারলাম না। অথচ আমার এলাকার খুনীডা এমপি হইয়া গেল। তার মানে শেখ হাসিনা গণতন্ত্রকে চাপাতি দিয়া কোপাইয়া রক্তাক্ত কইরা মাইরা ফেলাইছে?

তাইলে এই গণতন্ত্র হত্যাকারীরে তো এখন জনতার আদালতে বিচার হওন উচিত।

১৯৭৫ সালের গণতন্ত্র হত্যাকারীদের বিচার খালেদা জিয়া যদি করতো তাইলে এই কলঙ্ক আজ থাকতো না। এই পরাজিত শক্তিকে গণতন্ত্র হত্যার দায়ে তখনই ফাঁসী দেওন দরকার ছিল।

এখন ১৯৭৫ আর ২০১৩ এই দুই গণতন্ত্র হত্যাকারীর বিচার অবশ্যই হওয়া উচিত। এই কলঙ্কমুক্ত না হইলে কপালে দু:খ আছে।

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File