সন্মেলনের ডাক (শহীদ আহমাদ যায়েদ স্মরণে)

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৭ আগস্ট, ২০১৪, ০৭:৪৯:১৫ সন্ধ্যা





এক.

এই ছেলেটা কেনো সেদিন

ছুটে গেলো মাঝপথে?

সবার সাথে সেদিন কেনো

ধরলো শ্লোগান রাজপথে !

ছোট বলে সবাই তাকে

করলো যেতে বারন।

তবুও সে ছুটলো সেদিন

শুনলোনা আর কারন।

আম্মু বলে আজকে নিষেধ

দায়িত্বশীলও বলে

তবুও সে সু কৌশলে

মিছিলে যায় চলে।

সবার বারন ভেঙ্গেেই সেদিন

ছুটলো কিসের টানে?

”এর পেছনে কারন টা কি”

জানে কি কেউ জানে?

কারন টা কি? কারন হলো

বিশেষ ভাবে তাকে

ঐ আরশের মালিক সেদিন

সন্মেলনে ডাকে।

সব শহীদের সন্মেলনে

সেওতো দিলো সাড়া

হাসলো শুধু যায়েদ সেদিন

কাঁদলো ভূবন পাড়া।

না না তোমরা কেউ কেঁদোনা

যায়েদ অাছে সাথে

অভ্যর্থনায় দাড়িয়ে আছে

রক্ত গোলাপ হাতে।

দুই.

আজ আমিও পণ করেছি

জুলুমশাহী নাশবো

এই ধরনীর রক্তস্রোতে

তোমার মতই ভাসবো।

সব শহীদের সন্মেলনে

আসবো অামি অাসবো

সেই গোলাপের সুবাস নিয়ে

তোমার মতোই হাসবো..................

প্রিয় পাঠক! আজ শহীদ আহমাদ জায়েদ এর ১৫ তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে লক্ষীপুরের আওয়ামী সন্ত্রাসী,বিকৃত মানসিকতার এক জঘন্য খুনি আবু তাহেরের সন্ত্রাসী বাহিনীর নিষ্ঠুর নির্যাতনে শাহাদাত বরণ করেন,শহীদ আহমাদ জায়েদ।আল্লাহ আহমাদ জায়েদ সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ ভাইদের শাহদাত কবুল করে,জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমীন

ফেসবুকে...

https://www.facebook.com/photo.php?fbid=1534977896732247&set=a.1392279177668787.1073741827.100006601540227&type=1&theater

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255277
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
বাজলবী লিখেছেন : অামিন। জাযাকাল্লাহ খাইর।
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৪
199044
অজানা পথিক লিখেছেন : শুকরিয়া
255295
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল্লাহতায়লা তাকে কবুল করুন। দুঃখ এটাই তার খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৪৭
199332
অজানা পথিক লিখেছেন : খুনীদের একজন এখন উপজেলা চেয়ারম্যান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File