২৫শে মার্চ, সেই কালো অধ্যায়

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ২৫ মার্চ, ২০১৩, ১১:০৭:২৪ রাত

বাংলার ইতিহাসের সম্ভবত সবচেয়ে কলংকিত তারিখের নাম ২৫শে মার্চ।

তবে এই কলংক বাঙ্গালীদের না। কাদের কলংক এটা সবাই জানে এটা নিয়ে বেশি কিছু বলার ইচ্ছে নেই।

১৯৭১ এর সেই কালো রাতটা দেখার ভাগ্য আমার হয়নি। তবে বড়দের কাছে শুনেছি তখনও নাকি দেশের পরিস্থিতি বেশ খারাপ ছিল ঠিক এখনকার মত।

মুক্তিযুদ্ধের ৪২ বছর পরও আজ আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধকালীন সময় পার করছি। দেশজুড়ে আজও সেই ৪২ বছর আগেকার মত বিশৃঙ্খলা।

ঠিক এরকম একটা দুঃসময়েই সেই কালো রাতের থাবা আঘাত করেছিল বাঙ্গালীদের।

আজকের এই রাতটাও কি সেই কালো রাতের মতো দুঃস্বপ্নের রাত হবে?

না হবে না। কারন বাঙ্গালী আজ সতর্ক। কন পরাশক্তি আজ আর আমাদের রুখে রাখতে পারবে না।

জয় আমাদের হবেই।

জয় বাংলা।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File