আমার কম্পিউটার জ্ঞান ও লজ্জার পরিধি

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০১ জানুয়ারি, ২০১৬, ০৯:৪৯:২০ সকাল

বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই জানে আমি একজন কম্পিউটার বিশেষজ্ঞ!! তাই কম্পিউটার জনিত কোন সমস্যা হলে আমায় তলব। কিন্তু আমি তো জানি আমি ঠিক কি??

---

গতো তিনটি বছর ধরে জেলা শহর মাইজদীতে থাকি। এরই ফাঁকে টুজি থ্রিজি এলো। ফোর জি আসি আসি করছে। দেশ দ্রুত গতিতে ডিজিটাল হচ্ছে। ডিজিটালের সাথে সাথে আমার কম্পিউটার তথা ইন্টারনেট জ্ঞানের কারিশমা কমছে। মান ইজ্জত হ্যাম্পার হচ্ছে দিনকে দিন।

==

ইদানিং কালে বিভিন্ন চাকুরী, পরীক্ষার রেজাল্ট জানার জন্য দেশ বিদেশ থেকে ডাক পড়ে আমার। আমিও স্বগর্বে রাজি হই নেট থেকে রেজাল্ট নিয়ে দিতে। বলা যেতে পারে আমার নেট তথা কম্পিউটার জ্ঞানের বহর ফলাবার জন্য। প্রচারের জন্য! কেননা আমি টেলিটক মডেম ইউজ করি। রেজাল্ট বের করা কোন ব্যাপারই না।

---

প্রতিবারই আমি আশাহত হই। মান সম্মান হারাই। সেদিন অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট বের করে দিতে পারিনি। ডিগ্রীর রেজাল্টও পারিনি!! সর্বশেষ আজ বেশ কয়েকজন ফোন করেছে পিএসসি ও জেএসসি রেজাল্ট বের করে দিতে। পুরো দিন চেষ্টা করেও পারিনি।ব্যর্থ।।আমার আপন ছোট ভাইয়ের পিএসসি রেজাল্ট অবশেষে বাধ্য হয়ে মোবাইল এসএমএস এর মাধ্যমে নিয়েছি।ফলশ্রুতিতে সবাই আমার কম্পিউটার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে। আমি লজ্জিত হই।

---

কিভাবে কারে বোঝায়! আমাদের দেশের রেজাল্ট নির্ভব সাইট গুলো এখনো আদিম যুগের। হ্যাং হয়ে যায় বেশ কয়েকজন ভিজিটর হলেই। ঘন্টার পর ঘন্টা লোডিং দেখায়। কচ্ছপ গতির নেট স্পীড ও সার্ভার।কথিত আছে, সাইটওয়ালা নাকি কমিশন বানিজ্যের জন্য রেজাল্ট সাইট গুলো নিজেরাই হ্যাং করে রাখে যাতে মানুষ উচ্চ দামে ফোনে এসএমএস-এ রেজাল্ট নিতে বাধ্য হয়।

---

দেশ এগিয়ে যাচ্ছে। ফোর জি আসবে.... আমার প্রযুক্তি জ্ঞানের বিশালতা কমবে। ব্যর্থ হবো স্বজনদের কাছে। লজ্জায় হেট হবো।দোষটা তবে দেই কারে??? ওহে পৃথিবী তুমি দ্বিধা হও। না হয় ওসব সাইট গুলো পরিচলনাকারীদের হেদায়াত দান করো।

--

৩১ ১২ ২০১৫ইং

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355921
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৪১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুবই দুঃখজনক ব্যাপার। :(
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৫
295565
ঝরাপাতা লিখেছেন : জ্বি ভাই খুবই দু:খজনক ও লজ্জাকর ব্যাপার।
355923
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৩
গোলাম মাওলা লিখেছেন : হুম দু:খজনক
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৫
295566
ঝরাপাতা লিখেছেন : জ্বি ভাই খুবই দু:খজনক ও লজ্জাকর ব্যাপার।
355924
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৫২
295615
ঝরাপাতা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
355925
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:০২
আবু জারীর লিখেছেন : কিন্তু আমিতো সৌদি'আরব থেকে গতকাল এক খোঁচায়ই রেজাল্ট বেড় করে ফেলেছি।
০২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৫৩
295616
ঝরাপাতা লিখেছেন : সেটা সৌদিআরব। আর আমাদের টা বাংলাদেশ। প্রার্থক্যটাতো এখানেই ভাইয়া।
355926
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:১৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গতকাল পরিচিত এক বাবুর রেজাল্ট বের করতে গিয়ে আমিও লজ্জায় পড়লাম। সকালে বলেছিল, রাত আটটায় উদ্ধার করতে পেরেছি। ফোন করে যখন রেজাল্ট জানালাম তখন তারা অলরেডি রেজাল্ট স্কুল হতে জেনে এসেছে। হাহাহা।
০২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৫৪
295617
ঝরাপাতা লিখেছেন : অাপনার জন্যও সমবেদনা ছাড়া অন্য কিছু করার নেই আপতত।
355942
০১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার দোষ কি????
এই সাইট গুলি এমনভাবেই ডিজাইন করা। নিদৃষ্ট কিছু আ্ইপি থেকে অবশ্য তাৎক্ষনিক যায়!!
০২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৫৪
295618
ঝরাপাতা লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File