এদেরকে কিভাবে ইসলামের পক্ষের লোক বলবেন???

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ১৯ মার্চ, ২০১৩, ০১:২২:২৯ দুপুর

শাহবাগিরা ইসলামবিদ্বেষী নয় বলে দাবি করলেও রাজধানীর শাহবাগে তারা প্রায় প্রতিদিনই এমন সব নাটক মঞ্চায়ন করছে যা ইসলাম বিরোধী। এছাড়া শাহবাগিরা ধর্মভিত্তিক সব রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে দাবি করছে। তবে নাটকের মাধ্যমে তারা ধর্মভিত্তিক সব রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেতাকর্মীদের এদেশে নিষিদ্ধ করার কথাও নাটকগুলোর মধ্য দিয়ে বলা হচ্ছে। নাটকগুলো শাহবাগে নির্মিত মঞ্চের পাশে মঞ্চায়ন করছে তীরন্দাজ নামে নাস্তিক বামদের একটি নাট্য সংগঠন। দেশের প্রতিষ্ঠিত কাদিয়ানি এক ব্যবসায়ীর সহযোগিতায় নাটকগুলো মঞ্চস্থ করা হচ্ছে বলে জানা যায়। এছাড়া ওই ব্যবসায়ী শাহবাগে চলমান কথিত আন্দোলনে প্রথম দিন থেকে খাবার, পোশাক ইত্যাদি দিয়ে সহযোগিতা করছেন

‘এখানে ৪২ বছর ধরে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের সংস্কার কাজ চলছে’ নামের নাটকে গত ৪২ বছর ধরে বাংলাদেশে ইসলাম প্রচারের ওয়াজ মাহফিলকে চরমভাবে ব্যঙ্গ করা হচ্ছে। ‘প্রজন্ম ১৩’ নামের নাটকের একটি দৃশ্যে দেশের আলেমদের বলা হচ্ছে, ‘শয়তানের সহচর’। ‘কাদেরনামা’ নাটকের দৃশ্যে এদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের বলা হচ্ছে ‘নির্বোধ’। ধর্মপ্রাণ মুসলমানদের নির্বুদ্ধিতার সুযোগ নিয়েই এদেশে আলেমরা টিকে আছেন বলেও নাটকটিতে বলা হচ্ছে। নাটকটিতে আলেমমুক্ত দেশ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। ‘প্রজন্ম ১৩’ নাটকে ধর্মহীন বা নাস্তিকদের রাষ্ট্র কামনা করা হচ্ছে। নাস্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শাহবাগিদের আন্দোলন চলছে বলেও নাটকটিতে ইঙ্গিত করা হচ্ছে। ‘বীরাঙ্গনা হালিমা’ নাটকে আলেমদের এমন বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন নারীদের ধর্ষণ করাই আলেমদের মূল কাজ।



বিষয়: বিবিধ

১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File