দাব্বাতুল আরদ কি? অদ্ভুত প্রানী কি? কোথায় এবং কখন প্রকাশিত হবে?

লিখেছেন লিখেছেন আবু নাইম ১৫ মে, ২০১৮, ০৩:৩৫:২১ দুপুর

অদ্ভুত প্রানী কি? কোথায় এবং কখন প্রকাশিত হবে? তা কি করবে?

কোরআনে সেই আদ্ভুত প্রাণীর আলোচনা:

আল্লাহ্‌ পাক বলেন- “যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূ-গর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারনে যে, মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না”…[সূরা নামল, আয়াত-৮২]

কেমন হবে এই অদ্ভুত প্রাণী? –কোন বিশুদ্ধ হাদিসে এর সুনির্দিষ্ট গুনাগুন উল্লেখ হয়নি।

এ ব্যাপারে প্রামান্য ও স্বতঃসিদ্ধ কথা হল যে, বাস্তবেই তা একটি প্রাণী। সে মানুষের সাথে কথা বলবে। ভূ-পৃষ্ঠ থেকে বের হবে।

ভূ-পৃষ্ঠের কোন স্থান হতে বের হবে?

কেউ বলেছেন, মক্কা নগরীর সাফা পর্বত থেকে। কেউ বলেছেন, কা’বার নিম্নদেশ থেকে। কেউ বলেছেন, নির্জন মরু-প্রান্তর থেকে। বিশুদ্ধ কোন হাদিসে এ ব্যাপারে কিছু নির্দিষ্ট করা হয়নি। সুতরাং আমরা বলব, আল্লাহ্‌র কালাম সত্য, অবশ্যই বের হবে। তবে কোথেকে বের হবে, তা অজানা।

তার মিশন:

“যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূ-গর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারনে যে, মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না”…[সূরা নামল, আয়াত-৮২]

নাকে চিহ্ন:

আবু উমামা (রাHappy থেকে বর্ণিত, নবী করীম (সাHappy বলেন- “অদ্ভুত প্রাণী বের হয়ে মানুষের নাকে এক প্রকার চিহ্ন দিয়ে যাবে। এমনকি মানুষ উট ক্রয় করলে জিজ্ঞাসা করা হবে, কার কাছ থেকে কিনেছ? বলবে- অমুক নাসিকা চিহ্নিত ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি”…[মুসনাদে আহমদ]

এভাবেই চলতে থাকবে, শেষ পর্যন্ত এমন সময় আসবে, যখন একে অন্যকে বলতে থাকবে, “হে মুমিন অথবা হে কাফের”…।

অবশেষে যখন আল্লাহ্‌ পাক কেয়ামত ঘটাতে ইচ্ছা করবেন, তখন মুমিনদের রূহ কব্জা করতে এক প্রকার সুবাতাস প্রেরন করবেন। ফলে সকল মুমিনের মৃত্যু হবে। অবশেষে কাফেরদের উপর আল্লাহ্‌ কেয়ামতের কঠিন আযাব নিপতিত করবেন।

ডা. মুহাম্মাদ আব্দুর রহমান আরিফী

অনুবাদ উমাইর লুৎফর রহমান

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385360
১৫ মে ২০১৮ রাত ১১:২৩
আমি আল বদর বলছি লিখেছেন : খুবই ভাল একটি জিনিস শেয়ার করেছেন বারাকআল্লাহ ফি হায়াতি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File