আমাদের ব্যাপারে আল্লাহ ও ফেরেশতাদের কথোপকথন :

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩১:২০ রাত



-------------------------------------------------------------

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহর কতক ফেরেশতা রয়েছে তারা যিকিরকারীদের তালাশে রাস্তায় রাস্তায় ঘুরে। যখন কোন কওমকে আল্লাহর যিকিরে মশগুল দেখে তারা একে অপরকে আহ্বান করে: তোমাদের লক্ষ্যের দিকে আস”। তিনি বলেন: “অতঃপর তাদেরকে তারা নিজেদের ডানা দ্বারা দুনিয়ার আসমান পর্যন্ত ঢেকে নেয়। তিনি বলেন:

অতঃপর তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করেন, -অথচ তিনি তাদের চেয়ে বিষয়টি অধিক জানেন, (আল্লাহ বলেন): আমার বান্দাগণ কি বলে?

ফেরেশতারা বলে: তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার বড়ত্ব ঘোষণা করছে, আপনার প্রশংসা করছে ও আপনার মর্যাদা ঘোষণা করছে।

তিনি(সাঃ) বলেন: অতঃপর আল্লাহ বলেন: তারা কি আমাকে দেখেছে?

তিনি(সাঃ) বলেছেন: এরপর ফেরেশতারা বলে: না, আল্লাহর কসম, তারা আপনাকে দেখেনি।

তিনি(সাঃ) বলেছেন: অতঃপর আল্লাহ বলেন: যদি তারা আমাকে দেখত তবে কেমন হত?

তিনি(সাঃ) বলেন: ফেরেশতারা বলে: যদি তারা আপনাকে দেখত তাহলে আরও কঠিন ইবাদত করত, অধিক মর্যাদা ও প্রশংসার ঘোষণা করত, অধিক তসবিহ পাঠ করত।

তিনি(সাঃ) বলেছেন আল্লাহ বলেন: তারা আমার নিকট কি চায় ?

তিনি(সাঃ) বলেন: ফেরেশতারা বলে: তারা আপনার নিকট জান্নাত চায়?

তিনি(সাঃ) বলেন: আল্লাহ বলেন: তারা কি জান্নাত দেখেছে ?

তিনি বলেন(সাঃ): ফেরেশতারা বলে: না, হে রব, তারা জান্নাত দেখে নি।

তিনি(সাঃ) বলেন: আল্লাহ বলেন: যদি তারা জান্নাত দেখত কেমন হত ?

তিনি(সাঃ) বলেন: ফেরেশতারা বলে: যদি তারা জান্নাত দেখত তাহলে তার জন্য তারা আরো অধিক আগ্রহী হত, অধিক তলবকারী হত ও তার অধিক আশা পোষণ করত।

তিনি(সাঃ) বলেন: তারা কার থেকে পানাহ চায় ?

তিনি(সাঃ) বলেন: ফেরেশতারা বলে: জাহান্নাম থেকে।

তিনি(সাঃ) বলেন: আল্লাহ বলেন: তারা কি জাহান্নাম দেখেছে?

তিনি(সাঃ) বলেন: ফেরেশতারা বলে: না, আল্লাহর কসম, হে রব তারা জাহান্নাম দেখেনি।

তিনি(সাঃ) বলেন: আল্লাহ বলেন: যদি তারা জাহান্নাম দেখত কেমন হত?

তিনি(সাঃ) বলেন: ফেরেশতারা বলে: যদি তারা জাহান্নাম দেখত তাহলে তার থেকে অধিক পলায়ন করত, তাকে অধিক ভয় করত।

তিনি(সাঃ) বলেন: আল্লাহ বলেন: তোমাদের সাক্ষী রেখে ঘোষণা করছি- আমি তাদেরকে ক্ষমা করে দিলাম।

তিনি(সাঃ) বলেন: তাদের এক ফেরেশতা বলে: তাদের মধ্যে অমুক রয়েছে যে তাদের দলের নয়, সে অন্য কাজে এসেছে। তিনি বলেন: তারা এমন জমাত যাদের কারণে তাদের সাথীরা মাহরুম হয় না”।

[বুখারী, হাদীসে কুদসী]

বিষয়: বিবিধ

৫৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386486
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:২৯
আনসারী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File