একটি সত্য গল্প

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৮:৪০ সকাল

বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করে ঘরে

নিয়ে আসলাম!

_

সবকিছুই তড়িঘড়ি করে হওয়ায় এখনো নতুন বউয়ের নামটি জানার সুযোগ হয়ে উঠেনি আমার। প্রতিটি পুরুষ এবং নারীর অনেক বেশী কৌতুহল ও স্বপ্ন থাকে "বাসর রাত" নামক রাত্রিটিকে নিয়ে।

_

আমার বেলায়ও এর বিপরীত কিছু হয়নি।

ঘরে প্রবেশ করেই প্রথমে আমি আমার নববধূকে। সে সালামের উত্তর নিয়ে খাট থেকে নেমে এসে আলতো করে আমার পায়ে সালাম করলো। আমি আমার নববধূটি কে তার নাম জিজ্ঞেস করলাম।

_

সে তার নাম বলল "নিলুফা "

অল্প সময়ই এই অপরিচিত মানুষটির প্রতি হৃদয়ের গহীনে "অকৃত্রিম ভালোবাসা অনুভব করতে লাগলাম!

নিলুফা খুব অল্প দিনেই আমার হৃদয় রাজ্যের রাজত্ব দখল করে নিলো।

তার অসীম ভালোবাসা দিয়ে আমার শুন্য হৃদয়কে পরিপূর্ণ করে দিলো।

তার স্বামীভক্তি আমার পরিবারের সবাইকে দারুনভাবে পুলকিত করে দিলো।

_

৭ মাস অতিক্রম হতে না হতেই নিলুফা আমাকে এমন সুসংবাদ দিলো যা শুনার জন্য প্রতিটি বিবাহিত পুরুষই অপেক্ষার প্রহর গুনতে থাকে।

আমি সেই সুসংবাদে এতোটাই আনন্দিত হলাম যা ভাষায় করার কোন পন্থা আমার জানা নেই!

_

আমার বন্ধু সোহাগ,অত্যন্ত ভালো ছেলে!

একসাথেই খেলা খেলে বড় হয়েছি আমরা।

মাঝে মাঝেই আমার বাসায় আসতো।

নিলুফা ছিলো বেশ আপ্যায়ন প্রিয় মানুষ।

বাসায় কোন মেহমান আসলেই তার যেন মাথা খারাপ হয়ে যেতো।

কোনটা রেখে কোনটা রাঁধবে এই চিন্তায় তার মাথা খারাপ হওয়ার উপক্রম হয়ে যেতো।

যেহেতু সোহাগ আমার ছেলেবেলার বন্ধু,

সেহেতু সোহাগের প্রতি ওর আপ্যায়নের মাত্রাটা একটু বেশীই ছিলো!

_

সোহাগ বাসায় আসলে নিলুফা সবসময়ই তাকে নিজ হাতে বেড়ে খাওয়াতো!

সোহাগ ছিলো কিছুটা দুষ্টামি প্রিয় ছেলে।

অনেক সময়ই নিলুফার সাথে ও অনেক দুষ্টামি করত। ছেলেবেলার বন্ধু বলে কখনো কিছুই মনে করতাম না,।

_

ইদানিং, নিলুফার কিছু আচরণে আমি বেশ কষ্ট পাচ্ছি! দিনরাত চেষ্টা করেও এটা বুঝতে পারলামনা "কেন এমন হচ্ছে "!?

রমজানের ঈদ আসন্ন। দোকানের জন্য ঈদের মালামাল কিনতে ঢাকায় যাবো।

বাসা থেকে বের হওয়ার সময় কয়েকবার ডেকেও নিলুফার কোন

সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখলাম নিলুফা মোবাইলে কথা বলছে।

_

ও আমাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল: বড় আপু ফোন দিয়েছিলো।

আমি তাড়াহুড়ার কারণে বিষয়টি তেমন একটা আমলে নিলাম না।

ওর কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলাম।

_

কেনাকাটা শেষ করতে করতে রাত হয়ে গেলো।

বিভিন্ন কিছু চিন্তা করে আজকের রাত ঢাকায় এক আত্মীয়র বাসায় কাটানোর সিদ্ধান্ত নিলাম।

রাতে শুয়ে শুয়ে নিলুফার কথা ভাবছি,

হঠাৎ মোবাইলে একটি মেসেজ আসলে মোবাইল হাতে নিয়ে দেখি আমার প্রানপাখী টি মেসেজ দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেসেজটি ওপেন করে যা লিখা দেখলাম সেটা দেখার আগে আমার মৃত্যু হওয়াটা অনেক ভালো ছিলো!

মেসেজের কথাগুলো :

_

নিজের অজান্তেই সোহাগকে আমি অনেক ভালোবেসে ফেলেছি!

তাকে ছাড়া জীবন যাপন করা আমার পক্ষে সম্ভব নয়! আমি সোহাগের সাথে চলে যাচ্ছি,

সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন!

সেই মেসেজ দেখার পর থেকে আজ পর্যন্ত আমার এমন কোন রাত

অতিবাহিত হয়নি, যে রাতে আমর চোখের জলে বালিশ ভিজেনি!

-

"জাহাঙ্গীর ভাই অশ্রুশিক্ত চোখে এভাবেই তার জীবনের ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা বর্ননা করছিলেন।

আমি জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করলাম,

আপনার সাথে এমনটা ঘটার কারণ কি আজও খুঁজে পেয়েছেন?

জাহাঙ্গীর ভাই না সূচক উত্তর দিলেন।

তখন আমি তাকে বললাম :

আমি যদি আপনাকে এর কারণ সম্পর্কে অবহিত করি তাহলেআপনি কি বিশ্বাস করবেন?

সে হ্যাঁ সূচক উত্তর দিলে আমি তাকে বললাম;

_

জাহাঙ্গীর ভাই!

আপনার এই অবস্থার জন্য প্রথমতঃ আপনি দায়ী! তারপর আপনার স্ত্রী!

আপনি যদি আপনার স্ত্রীকে ইসলামের সাজে সজ্জিত করতেন।

আপনি যদি আপনার স্ত্রীকে মহান আল্লাহর হুকুম পর্দার বিধান পালন করাতেন,

তাহলে হয়তো আপনাকে আজ কেঁদে কেঁদে বালিশ ভিজাতে হতো না!

_

আচ্ছা!

আজ পর্যন্ত এমনটা কখনো শুনেছেন যে,

অমুক হুজুরের বউ অন্য একজনের সাথে পালিয়ে গেছে?

আজ পর্যন্ত এমনটা কখনো শুনেছেন যে,

অমুক পর্দানশীল মেয়ে কোন ছেলের সাথে

ভেগে গেছে?

জাহাঙ্গীর ভাই "না সূচক মাথা নেড়ে,

আস্তে করে বললেন যে, আসলেই সব দোষ আমারই!!!

_

এবার আপনারাই বলুনতো "নিলুফা নামক নববধূর "সাজানো

সংসার ভেঙ্গেছে কোন জিনিসের অভাবে???

সংগৃহীত

বিষয়: বিবিধ

৩৫৭৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339671
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৩
ইবনে হাসেম লিখেছেন : আগে আমিও উদাহরণ দিতাম বোরখাধারীরা পরপুরুষের সাথে প্রেম ট্রেম করেনা। তবে যুগের পরিবর্তন হয়েছে। তাই প্রায়ই শুনি অমুক মাদ্রাসার ছাত্রী গোপনে ভেগে গিয়ে প্রেমিকের সাথে বিয়ে করছে....
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫২
281031
দ্য স্লেভ লিখেছেন : আকিদা সুন্দর হওয়াটাই আসল। শুধু বোরখা নিয়ে তো তেমন লাভ হয়না
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
281062
আবু জান্নাত লিখেছেন : বোরখা ছাড়া চলাফেরা চামড়া চড়ানো কলা, এতে মাছি বসবে। Good Luck Good Luck Good Luck
339674
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৫৩
নাবিক লিখেছেন : ভালো লাগলো
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
281039
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
339677
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গল্পটি আমি আগে পড়লেও কোন অসুবিধা নেই। যারা পড়েনি তাদের পড়া উচিত। Good Luck
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
281040
দ্য স্লেভ লিখেছেন : জি এটা অহরহ ঘটছে
339678
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৮
হতভাগা লিখেছেন :
জাহাঙ্গীর ভাই!আপনার এই অবস্থার জন্য প্রথমতঃ আপনি দায়ী! তারপর আপনার স্ত্রী!


০ যা কিছুই চুরি যায় গিন্নী বলে :কেষ্টা বেটাই চোর
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৬
281027
আওণ রাহ'বার লিখেছেন : বস জটিল কমেন্টস! পিসিতে নেট থাকলে চা দিতাম!
পিলাচ পিলাচ + + + + + +
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৫
281041
দ্য স্লেভ লিখেছেন : হুম উত্তম বলেছেন
339681
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫২
sarkar লিখেছেন : ধর্মীয় মূল্যবোধের অভাবেই অঘটন টা ঘটেছে।তাই আমার সবার উচিৎ ধর্মীয় অনুসাষণ মেনে চলা। ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৭
281043
দ্য স্লেভ লিখেছেন : ধর্মীয় মূল্যবোধের অভাবেই অঘটন টা ঘটেছে...সঠিক বলেছেন। ইসলামে না ফিরলে সমস্যা বাড়বে
339687
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
আওণ রাহ'বার লিখেছেন : চা পান করলুম!
ঘটনাটি পড়লুম!!
মনে হয় সোহাগ রান্নার প্রেমে পড়েছিলো! বেটা গর্দভ!!!!
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৪
281105
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেে..মেনে হচ্ছে তাই
339692
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না কাইন্দা উনাকে আরেকটা বিয়ে করার পরামর্শ দিলে ভাল হইত।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৪
281106
দ্য স্লেভ লিখেছেন : হ্যা সেটাই ভালোHappy
339695
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দ্বীনি শিক্ষার অভাবেই একটি সংসার অংকুরেই ভেংগে গেল । যেখানে স্বামির আপন ভাই আজরাইল সম সেখানে কলিজার টুকরা বন্ধুর স্থান কোথায় তা না বোঝা না জানাটাই এই ঘটনার সুত্রপাত।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
281107
দ্য স্লেভ লিখেছেন : সেটা না বুঝলে সময়ে মাসুলও দিতে হয় কঠিনভাবে
339699
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
281108
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
১০
339700
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
আফরা লিখেছেন : ইসলাম একটি পূর্নাঙ্গ জীবনবিধান ।জন্ম থেকে মৃত্যু ,সকাল থেকে রাত। ব্যক্তি,পরিবার,সমাজ,রাষ্টিয় জীবনে সর্বত্র পরিপূর্ন ভাবে ইসলামকে মানতে হবে যেখানে ছার দিবেন সেখানে বিপর্যয় আসবেই ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৬
281109
দ্য স্লেভ লিখেছেন : সঠিক বলেছেন। আমাদের দায়িত্ব জীবনকে ইসলামের আলোয় আলোকিত করা। নইলে এমন সব বিষয় সহ্য করতে হবে যার জন্যে আমরা কেউ প্রস্তুত না
১১
339703
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সর্বত্র পরিপূর্ন ভাবে ইসলামকে মানতে হবে যেখানে ছার দিবেন সেখানে বিপর্যয় আসবেই ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৭
281110
দ্য স্লেভ লিখেছেন : আপনি সত্য ও সঠিক বলেছেন ভাই সাহেব
১২
339704
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। দ্বীনি শিক্ষার অভাবেই একটি সংসার অংকুরেই ভেংগে গেল । যেখানে স্বামির আপন ভাই আজরাইল সম সেখানে কলিজার টুকরা বন্ধুর স্থান কোথায় তা না বোঝা না জানাটাই এই ঘটনার সুত্রপাত!! সহমত
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৭
281111
দ্য স্লেভ লিখেছেন : আমিও সহমত। জাজাকাল্লাহ
১৩
339719
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
আবু জান্নাত লিখেছেন : সোহাগ বাসায় আসলে নিলুফা সবসময়ই তাকে নিজ হাতে বেড়ে খাওয়াতো!
সোহাগ ছিলো কিছুটা দুষ্টামি প্রিয় ছেলে।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
281112
দ্য স্লেভ লিখেছেন : বউকে সেই তার বন্ধুর পেছনে লেলিয়ে দিয়েছে...তারপর যা হবার তাই হয়েছে....তবে একটি গবেষনা প্রমান করেছে-বন্ধুরা সাধারনত তাদের ভালো বন্ধুর স্ত্রীদের দিকে হাত বাড়ায় না। কিন্তু রাস্তা উম্মুক্ত থাকলে মানুষ বিপথগামী হয়
১৪
339753
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : অন্তরে আল্লাহর ভয়, পাশাপাশি তার হুকুম পর্দা মেনে চললে এই দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
281113
দ্য স্লেভ লিখেছেন : একেবারে সঠিক কথা
১৫
339761
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শিক্ষার অভাবেই এ গুলো হয়, আর এ চারার গোড়ায় পানি ঢালছে বর্তমান কিছু বুদ্ধিজীবি৷
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০০
281114
দ্য স্লেভ লিখেছেন : না, তারাই বিষবৃক্ষ রোপনের সহযোগী এবং তাকে বাচিয়ে রাখতে অগ্রগামি
১৬
339859
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪৬
এ,এস,ওসমান লিখেছেন : হয় ইসলাম মানবে নতুবা ইসলাম না মানার জন্য নিজে ভেঙ্গে পড়বে।

জাযাকাল্লাহু খায়েরান
১৭
339950
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
পুস্পগন্ধা লিখেছেন : হুমম, গল্পটা মনে হয় আগেও পড়েছি। যাহক এমন অনেক মেয়ে আছে যারা অন্যের গায়ের উপর পড়তে চায় আবার এমন অনেক ছেলে আছে যারা বন্ধুদের বা আত্মিয় ছেলেদের বেড়ে না খাওয়ালে বউ এর উপর রাগ করে। আসলে ইসলামের শিক্ষা এবং তার বাস্তবায়ন না থাকলে যা হয় আর কি....
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৬
281893
দ্য স্লেভ লিখেছেন : ছেলেটারই দোষ। সেই বাশটা একান্তই নিজের করে পেতে চেয়েছে...Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File