দিনটা যেমন গেল

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ জানুয়ারি, ২০১৫, ১২:০১:০৬ দুপুর



দেশের অবস্থা ভাল না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভারত শেষ সময় পর্যন্ত ক্ষমতাসীনদেরকে গদি আকড়ে থাকতে পরামর্শ দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোর সমস্যা হল, পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো এদেরকে স্বাধীনভাবে চলতে দেয়না। জানামতে ভারত ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের আশপাশে নেই। ইউরোপ-আমেরিকা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে বিরোধী দলের মাধ্যমে নিয়ন্ত্রণ নিতে। বিরোধী দল ক্ষমতা গ্রহন করলেও পরিনতি সেই একই। আমরা বিগত প্রায় ২৪ বছর ধরে একই কাহিনী প্রত্যক্ষ করছি। তবে পূর্বের চাইতে দেশী রাজনীতি এখন ব্যপক হিংস্র।ক্ষমতাসীনদের রাজনীতির সাথে সম্পৃক্ত এমন লোকও বেশ নাখোশ,আর সাধারণ জনগনের বেশীরভাগই সরকারী কর্মকান্ডের বিরোধী বলেই মনে হয়েছে। যারাই ক্ষমতায় যায়,তারাই সহজে তা ছাড়তে চায় না। আবার এমন কিছু করে যে,অপর পক্ষ টেনে হিচড়ে নামাতে চায়। জনগনের শান্তি এসবে আসবে ,এটা বিশ্বাস করার কোনো কারন নেই। ................

যাইহোক অশান্তির মধ্যেও আমি বেশ আছি আলহামদুলিল্লাহ,তবে দেশের মানুষের জন্যে সত্যিই খারাপ লাগছে। গতকাল ভারী বৃষ্টি হচ্ছিল। এরকমটা সচরাচর দেখা যায় না। রাস্তায় সামনের গাড়ির পেছনের চাকা থেকে সৃষ্ট পানি,বাষ্পে পেছনের গাড়িগুলোর উইন্ডশিল্ড ঝাপসা হয়ে যায়। হেডলাইট,ফগ লাইট জ্বালিয়ে চলতে হয়। এর পরও গতি থেকে নেই। এই বৃষ্টির মধ্যে কয়েকজনকে দেখলাম পুলিশ আটক করেছে। এক মাতালের গাড়িকে দেখলাম বড় ট্রাকের উপর তুলে নিয়ে যাচ্ছে। সম্ভবত বড় অংকের জরিমানা এবং লাইসেন্স স্থগিত হতে পারে।

১২০ কি:মি: চলে পোর্টল্যান্ডে পৌছনোর পর বৃষ্টি থামল। আজ উদ্দেশ্য ছিল রাস্তার খাবার খাব।মিশরীয় জিরো নামক খাবার আমার বেশ পছন্দের। একটি নানরুটির ভেতর ভেড়ার মাংস ফ্রাই এবং সালাদ দিয়ে মোড়া। কিন্তু আজ বৃষ্টির কারনে বেশ কয়েকটা দোকান বন্ধ দেখলাম। ভারতীয় দোকান থেকে ল্যাম্বর্যাপ নামক খাবার কিনলাম। খেতে গিয়ে দেখলাম একটি নান রুটির ভেতর মাত্র কয়েক পিছ ভেড়ার মাংস এবং ঝোল দিয়ে ভাত মাখিয়ে রেখেছে। ভাবলাম লাভ করার জন্যে এদের বুদ্ধি ভাল,কিন্তু জীবনেও আর কিনব না। খেয়ে দেয়ে গেলাম এশিয়ান শপে।

এই স্টোরটা আমার বেশ পছন্দ। খোজ পেয়েছি বেশিদিন হয়নি। এখানে চায়নিজ,কোরিয়ান ফুড,শাকসব্জী ব্যপক পাওয়া যায়। তুলনামুলক সস্তায় পেলাম। কিনলাম লাউ,এটা আমার পছন্দ। এই তরকারী রসূল(সাঃ)এরও খুব প্রিয় ছিল। প্রতি পাউন্ড লাউ মাত্র ৭৯ সেন্টে পেলাম,যেটা ভাবা যায় না। আমার এলাকায় লাউ পাওয়া যায় না। ২০ মাইল দূরের ভারতীয় স্টোরে কখনও পাওয়া গেলে দাম পড়ে ২.৫ ডলার প্রতি পাউন্ড। বেগুন,ঝিঙ্গা,মুলো,রুপচাঁদা মাছ,আরও ভিন্ন ধরনের মাছ কিনলাম। এখানে কিছু আপেল আছে যার দাম প্রতি কেজী বাংলা টাকায় ১০০টাকার নীচে। বড় সাইজের যে আনার কিনলাম তা আমার এলাকার স্টোরের চাইতে ৩ গুন কম। এই স্টোরটা মনে ধরেছে।

রাতে দুইটা লাউ রান্না করে অর্ধেকের বেশী ভাতের সাথে খেয়ে ফেললাম্ । খাওয়ার পর নিজের মনেই বললাম-আমি আসলেই একটা লাউখোর !

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300784
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০৯
আফরা লিখেছেন : যাইহোক অশান্তির মধ্যেও আমি বেশ আছি আলহামদুলিল্লাহ,তবে দেশের মানুষের জন্যে সত্যিই খারাপ লাগছে। আমার ও ।

খাওয়া- দাওয়া নিয়ে বেশ ভালই আছেন ! আলহামদুল্লিলাহ !
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৫
243399
দ্য স্লেভ লিখেছেন : হ্যা,তা বলতে পারেন। আসলে খারাপ যে রাগেনা তা নয় কিন্তু আমি সুকী থাকার চেষ্টা করি,তাই সুখী সর্বদা। খাচ্ছি বেশ। অনেকদিন পর আজ প্রাকটিস করলাম....মনে হচ্ছে শরীরে জং ধরেছে...
300788
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৫
243400
দ্য স্লেভ লিখেছেন : অনেক ধন্যবাদ
300798
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা ফুলকপি কিনলাম আজকে ৪৫ টাকা!
দেশের অবস্থা হইল এই।
দুয়া করেন যেন এই অবস্থা থেকে মুক্ত হয় দেশ।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৬
243401
দ্য স্লেভ লিখেছেন : দাম দেশের তুলনায় বেশী। এখন সব্জীর সময়,সস্তা হওয়ার কথা ছিল। দুয়া রইলো
300805
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : পানিওয়ালা আজকে বলে গেল এখন থেকে প্রতি পিল্টার পানি ১২০টাকা করে দিতে হবে।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৭
243402
দ্য স্লেভ লিখেছেন : হুমম সবকিছু বাড়তি...
300817
১৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু............ শ্রদ্ধেয় ভাইয়া। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৯
243403
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। দোয়া চাই। আল্লাহ যেন সকল সময়ে শান্তিতে রাখেন। আল্লাহ যেন ক্ষমা করেন। আর সিঙ্গেল লাইফ যেন শিঘ্রই ....ইয়ে হয়ে যায়....Happy Happy
300831
১৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : খালি খেয়ে খাওয়ার গল্প করলে হবেনা, খাওয়াতে হবে।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৯
243404
দ্য স্লেভ লিখেছেন : সে তো কবেই প্লান করেছি। আমার এক রুম খালি আছে্ আসেন...
300838
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৯
আকবার১ লিখেছেন : আপনার লেখা থেকে।
দুইটা লাউ রান্না করে অর্ধেকের বেশী ভাতের সাথে খেয়ে ফেললাম। বুঝা গেল, আপনার লাউ খুব ছোট।
ভারতীয় ষ্টোরের কথা বলছেন, ওরা মুচির চেয়েও খারাপ।
আমিও বড় সাইজের আনার কিনেছিলাম। এবার আনার
বেশী পাওয়া যাচ্ছে।





২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫১
243405
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহাহা....যা বলেছেন...ভাই মুচিরা কি খুব খারাপ ??? এবার আনার অনেক সস্তা। আর লাউ ছোট ছিল। ২টা ২ বা আড়াই পাউন্ড
300913
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৮
হতভাগা লিখেছেন : বাইরে বসে দেশের অশান্তিতে খারাপ লাগছে বলে কি হবে ! সবাইকে দেখি তারেকের রোগে পাইছে ।

দেশের জন্য যদি সত্যি কিছু করতে চান তাহলে বাইরে না থেকে দেশে চলে আসেন ।

কিন্তু , চলে যদি আসেন তাহলে বিদেশের কি হবে ?
২১ জানুয়ারি ২০১৫ রাত ০২:২৮
243510
দ্য স্লেভ লিখেছেন : আমার কাছে তারেক,জয় উভয়ই সমান। সমালোচনা করতে আমি ভয় পাইনা। তবে দেশে থাকিনি আমার অর্থনৈতিক কারনে। এখান থেকে যদি কিছু মানুষকে সহযোগীতা করতে পারি,সেটা খারাপ না।
301007
২০ জানুয়ারি ২০১৫ রাত ১০:০১
শেখের পোলা লিখেছেন : একটা এতারা দোতারা বানিয়ে রেখেন৷ সব খেয়ে শেষ করে দিয়েননা৷
২১ জানুয়ারি ২০১৫ রাত ০২:২৯
243511
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor তা মন্দ না....
১০
301274
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনি একটা লাউখোর। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৫
243811
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
301667
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : ক্যাপটেন হ্যাডকের পূর্বপুরুষ হয়ে যাচ্ছেন তো। Thinking Thinking Thinking রোজনামচা তো নিয়মিতই হচ্ছে দেখছি। পার্থক্য হলো স্যার ফ্রান্সিস হ্যাডকের সময়ে ব্লগ ছিলনা আর স্যার দ্য স্লেভের সময়ে ব্লগ আছে। Eat Eat
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০২:০৫
244104
দ্য স্লেভ লিখেছেন : প্রত্যেকদিন তো লিখিনা। সেদিন রান্না চাপিয়ে অনেকক্ষন পর খবর নিতে এসে দেখলাম চুলা জ্বালাতে ভুলে গেছি.....এই ঘটনা তো জানানো হয়নি। আজ রসগোল্লা বানাবো,সেটাও তো লিখিনি...Smug Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File