আমরা নাফরমান

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০১:৪৪ রাত



আমরা প্রতিনিয়ত অভিযোগ করি। আমাদের অভিযোগের শেষ নেই। আমরা পরশ্রীকাতর। অন্যের ভাল দেখে ভেতরে এক ধরনের অসহ্য অনুভূতি হয় আমাদের। আমরা আমাদের অভাব অভিযোগ নিয়ে ভাবি যদিও আল্লাহ আমাদের অনেককিছু দিয়েছেন। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিনা।

এই লোকটিকে দেখুন,তার অবস্থার সাথে নিচেদের অবস্থা মিলিয়ে দেখুন। বলুন,আলহামদুলিল্লাহ এবং সেইসব মানুষদের জন্যে আজই আমাদের সাথ্যানুযায়ী কাজ করা উচিত। যে সমাজ ব্যবস্থা সকলের সুবিধার শিক্ষা দেয় তা প্রতিষ্ঠার জন্যে কাজ করা উচিৎ।

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178737
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৭
শিকারিমন লিখেছেন : খুব সুন্দর করে বলে দিলেন , আমরা আসলে কি ?
178740
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৪
ওরিয়ন ১ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে ও আমার পরিবারকে অনেক অনেক ভালো রেখেছেন।
178741
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৩
শহীদ ভাই লিখেছেন : আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ্ সুবহানুওয়াতালা আমার মত নাফরমান বান্দাকে অনেক অনেক ভালো রেখেছেন।
178748
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৪
রাবেয়া রোশনি লিখেছেন : আসলে আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী সাধযমত কড়া উচিৎ এই মানুষগুলোর জন্য । আপনাকে অনেক ধন্যবাদ ।
178769
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : " আমি তোমাকে যা রিজিক দিয়েছি তাথেকে খরচ কর"৷ আল্লাহর এ আদেশ আমাদের চোখে পড়েনা তাই লোকটির ঐ অবস্থা৷ ওর খাতায় নম্বর উঠবে আর আমাদের নামবে৷ ধন্যবাদ৷ আসুন আমরা সবাই আত্মিয় প্রতিবেশীর সাথে আপন ভাগ্য শেয়ার করি৷ বলুন;সুখ যদি পাই বখরা দেব, দুঃখটুকু আমার থাক৷
178784
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
178837
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
ইমরান ভাই লিখেছেন : আলহামদুলিল্লাহ। আমি যথাসাধ্য চেস্টা করি এরখম মানুষ কে সাহায্য করতে কিন্তু একাই কতোটুকু করা সম্ভব?

তাই, ব্লোগাররা সবাই মিলে কি কোন একটা অলাভজনক কিছু করা যায় কিনা এসকল মানুষগুলোর সাহাযার্থে একটু সবারি ভাবা উচিৎ বলে মনে হচ্ছে।
178872
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩১
হতভাগা লিখেছেন : এরকম মানুষ আমাদের দেশেও হাজার হাজার আছে ।

কিন্তু সবাই মুখে এদের জন্য নীতি কথা বললেও কাজের সময় নিজের পাততাড়ি গুটায় ।
178875
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৫
আহমদ মুসা লিখেছেন : আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে, আমাকে তিনি কর্মক্ষম করে দুনিয়াতে থাকতে দিয়েছেন। আমাদের সবার উচিত নিজের থেকে অর্থনৈকিভাবে উন্নত জীবনমানে এগিয়ে আছে এমন লোকদের প্রতি লক্ষ্য করে নিজের জন্য আফসোস না করা। বরং নিজের চেয়েও যারা অর্থনৈতিকভাবে অধিক সমস্যায় দিনাতিপাত করছেন তাদের থেকে শিক্ষা নেয়া। মহান আল্লাহ তো চাইলে আমাকে তাদের চেয়েও আরো খারাপ অবস্থায় রাখতে পারতেন! সূতরাং ধনী-গরীব সর্বাবস্থায় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত।
শহীদ ভাই লিখেছেন- আমার মত নাফরমান বান্দাকে অনেক ভাল রেখেছেন। অথচ বর্তমান আমি যে অবস্থায় আছি সে অবস্থায় থাকার জন্য যতটুকু আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা দরকার ছিল তার লক্ষ্য ভাগের এক ভাগও আদায় করছি না!!! এর পরেও আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হচ্ছি না!
তাই তো মহান আল্লাহ পরম দয়ালু, অধিক ধর্যশীল এবং ক্ষমতাবান।
১০
178979
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আল হামদু লিল্লাহ।
১১
179168
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৩
আলোর আভা লিখেছেন : আল হামদু লিল্লাহ।
১২
179654
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০০
আইমান হামিদ লিখেছেন : আসলেই
১৩
179822
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : আলহামদুলিল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File