ধর্মীয় প্রার্থনা কেন্দ্রঃ

লিখেছেন লিখেছেন আস্তিক ব্লগার ১৫ অক্টোবর, ২০১৪, ০৬:৫৪:০২ সকাল

ধর্মীয় প্রার্থনা কেন্দ্রঃ

*************************************************

সেদিন বেশী দূরে নয়, যেদিন দেখা যাবে পাঠ্যপুস্তকে লেখা থাকবে

প্রার্থনা কেন্দ্রঃ

মুসলমান >>>> মসজিদ

হিন্দু >>> মন্দির

খৃষ্টান >>> গীর্জা

বৌদ্ধ >>> প্যাগোডা

ইহুদী >>> সিনাগোগ আর...... সেক্যুলার >>> শহীদ মিনার

তখন যাদের মধ্যে সামান্য ধর্মীয় অনুভূতি আছে তারা তাদের বংশধরদেরকে

বলে যাবে আমার লাশ আর যেখানেই নেয়া হোক শহীদ মিনারে যেন নেয়া না হয়।

তখন শহীদ মিনার পবিত্র হবে তসলিমা নাসরিন, লতিফ সিদ্দীকি, আগাচৌ, জাফর ষাড় দের মতো নষ্টদের দেহে। পিয়াস করিমের ন্যায় পবিত্র দেহের দ্বারা নয়।

আমরা ভুলে যায় বিখ্যাত মানুষের গুনে স্থান বিখ্যাত হয়ে উঠে। বিখ্যাত স্থানের গুনে মানুষ বিখ্যাত হয়না।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274531
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০৫
কাহাফ লিখেছেন : অবস্হা দৃষ্টে তাই মনে হচ্ছে......।
অনেক ধন্যবাদ অনুভূতি কে ধাক্কা দেয়ায়।
^Happy^ ^Happy^ ^Happy^
(২বার গয়ে গেছে পোস্টা টা, এডিট করে দিলে ভালো হয়।)
274582
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
274602
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শহিদ মিনারের সাথে দুর্গা মন্ডপ এর পার্থক্য আছে কি??
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
218622
egypt12 লিখেছেন : নেই দুটোই বেদী বলে ডাকা হয়
291938
০৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৮
আস্তিক ব্লগার লিখেছেন : @কাহাফ ধন্যবাদ, এডিট করে একবার করলাম। সময়ের অভাবে ব্লগে আসা হয়না। এজন্য দেরী হওয়ায় আন্তরিকভাবে দূঃখিত। সেই সাথে সবাইকে ধন্যবাদ আমার লেখা পড়া ও কমেন্টস এর জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File