দস্যি দিনের কথা

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৫:৫১ রাত



(শৈশব স্মৃতি)

মনে পড়ে আজ পুরনো সেদিন

ছিল কতো মধুমাখা,

প্রেম-বিরহের হাজারো স্মৃতি

হৃদয় পটেতে আঁকা।

Kiss

শান্ত সকালে মক্তবে গিয়ে

আমপারা হতো পড়া,

ক্বারী করে টেনে পড়তে হতো

হুজুর ছিল যে কড়া।

মক্তব শেষে পান্তা ভরিয়ে

ইশকুলে যেতাম ছুটি,

স্কুল শেষে বাড়ি ফিরতাম

হই-হুল্লোড় লুটি।

Kiss

মনে পড়ে সেই দামাল দুপুর

ডুব সাতারের খেলা,

ডুব দিয়ে যেতাম অনেক দূরে

কেউবা ভাসাতো ভেলা।

গাছের ছাঁয়ায় ঘুমিয়ে যেতাম

বিছিয়ে শীতল পাটি,

মধুর মমতা মাখানো যেন

আমার গাঁয়ের মাটি।

Kiss

দস্যি বিকেলে জমতো ভীষণ

ক্রিকেট-কাবাডি খেলা,

ফুটবল নিয়ে মারামারি কতো

শেষ হয়ে যেতো বেলা।

কেউবা উড়াতো দূরের আকাশে

রঙিণ ফানুস ঘুড়ি,

মনে হতো যেন নীল ছুঁয়ে দিবে

মেঘের চাদর ফুঁড়ি।

Kiss

সন্ধ্যা হলেই চেরাগ জ্বালিয়ে

বই নিয়ে হতো পড়া,

রবি-নজরুল-জসীম কবির

কতো যে মজার ছড়া।

রাতের উঠোনে কিচ্ছা হতো

টুনার বউ যে টুনি,

চুপটি করে থাকতো সবাই

মন দিয়ে যেতো শুনি।

Kiss

রাত ফুরিয়ে দিন কেটে যেতো

জনে জনে কতো মায়া,

সেই দিন আজ মনে পড়ে খুব

হৃদয়েতে ফেলে ছায়া।

০৮/০৯.০২.২০১৫

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১০৫১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304485
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৪
246294
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : খুশি লাগলো ধন্যবাদ Good Luck Good Luck
304492
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৫
লজিকাল ভাইছা লিখেছেন : ৩য় এবং ৪থ চত্রক অনেক অনেক ভাল লেগেছ,২০ বছর পেছনে ফিরে গেলাম কিচুক্ষনের জন্য। অনেক দিনপরে আসলেন,কেমন আছেন??
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
246295
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বিশ বছর পিছনে চলে গেছেন! আপনি তো আমার চেয়ে বুড়ো! যাক আপনাকে পিছনে নিতে পেরে খুশি লাগছে, অনেক ধন্যবাদ। ভালো থাকিয়েন কারণ আবার হারিয়ে যাবো...
304498
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। দারুণ ভালো লাগলো।
মাঝে মাঝে হারিয়ে যান কেন? ভালো আছেন তো ভাইয়া?
চমৎকার স্মৃতিচারণের জন্য বারাকাল্লাহু ফিক।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০২
246435
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম, ‘আমার ভীষণ ইচ্ছে করে হারিয়ে যেতে দূরে’ তাই হারিয়ে যাই। লুকোচুরি আমার ভীষণ পছন্দ কেন জানি না। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck
304510
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি আর বলব!!!
আমি এখন ফিরে যেতে চাই
ইযে দওলত ভি লেলো,শহরত ভি লেলো

মুঝকো লওটা দোন বছপন কা শাওন
উ কাগজ কি কাশতি উ বারিশ কা পানি।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
246436
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাংলা না বললে আমি কিছুই বুঝতে পারবো না। প্লিজ বাংলায় বলেননা
১৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৪
246510
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিয়ে নাও এই সম্পদ,নিয়ে নাও এই খ্যাতি
ফিরিয়ে দাও শৈশবের শ্রাবন
সেই কাগজের নেীকেী,সেই বৃস্টির পানি।
304532
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৩৭
আফরা লিখেছেন : আমি বড় হতে চাই না কিন্তু শৈশবে ও ফিরে যে তে চাই ঠিক এখন যেরকম সেরকমই থাকতে চাই ।

কবিতা আপনি ভাল লিখেন এটা আর কি বলব.।
ধন্যবাদ ছোটদা ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
246440
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার কবিতা বারাবরই খারাপ! কূশপুতুল ভালো কবিতা লিখে, আমি তার ভীষণ না হলেও মোটামুটি ভক্ত। ধন্যবাদ বুবু, অনেক দিন পর ছোটদা শোনতে ভালো লাগছে
304544
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৭
কাহাফ লিখেছেন :
কবিদের এই একটা দোষ- ছন্দময়তার মায়াজালে যেতে না চাইলেই তাদের উদ্দিষ্ট বিষয়ে টেনেই নিবে!ব্যতিক্রম আপনিও নন!
কি দরকার ছিল এতো নান্দিক ভাবে ফেলে আসা মধুর শৈশবে নিয়ে যাওয়ার? যা অসম্ভব তা মনেই করতে চাইনা!ভূলে যেতে চাই!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১০
246441
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভুলে না গিয়ে মাঝে মাঝে মনে করে কল্পনায় হারিয়ে যেতে চাই, আপনিও তাই করেন। অনেক ধন্যবাদ আপনাকে
304582
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
হতভাগা লিখেছেন : ছন্দে ছন্দে ছোট বেলার দৈনন্দিন রুটিন বণনা করা খুবই পছন্দ হয়েছে ।

আপনারা কি প্রথমেই সরাসরি আমপারা পড়েছেন ? আমরা প্রথমে কাইদা > আমপারা > ক্বুরআন শরীফ পড়েছি ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১১
246442
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমপারা পরিচিত বেশি তাই বললাম, আর শৈশবে আমরাই বেশি পড়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে
305172
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
পুস্পগন্ধা লিখেছেন :
সিরাজ ভাই, অসাধারণ হয়েছে, মনে হচ্ছে যেনো আমার মনের কথা গুলি ই লিখেছেন ছন্দের তালে তালে। কিছুক্ষনের জন্যে ফিরে গেলাম আমার ছোটবেলায়......।

ধন্যবাদ আপনাকে অসাধারণ ভালো লাগার কিছু অনুভুতির কথা মনে করিয়ে দেয়ার জন্য Good Luck

২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০১
247047
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে, আমার কবিতা পড়ে হারিয়ে যাওয়ার জন্য!Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File