এক ইসলামী চাঁদাতোলা ব্যরিষ্টারের গোপন কথা

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২২:৪৪ দুপুর

অনেক গুণ তাঁর। তিনি অনেক মেধাবী। যেমন তিনি পাইলট, শিক্ষক, ব্যরিষ্টার, শিল্পী, গায়ক, লেখক, সম্পাদক, পুলিশ আরো অনেক কিছু। কিন্তু বৃটেন ও ইউরোপের লোকেরা এখন তাকে চেনেন একজন জনপ্রিয় টিভি ফান্ডরেইজার ব্যরিষ্টার হিসাবে। অবশ্য, এ নিয়ে তাকে কেউ কেউ সমালোচনাও করেন।

তাঁর সাথে এক মসজিদের ফান্ড রেইজিং অনুষ্ঠানে যাই। তাঁর বক্তব্যের মাঝে তাঁর নিজের মনের গভীর থেকে একটা কথা বলে ফেলেন। কথাটা একটু গভীর মন দিয়ে শুনুনঃ

তিনি বলেন- দেখুন, আমরা যা করছি তা সব আল্লাহর কাছে রেজিস্ট্রি করা হয়ে যাচ্ছে। সে দিন মুক্তির জন্যে আমাদের অনেক আমল ও ত্যাগের দরকার।

আমার আমলও বেশী নয়, ত্যাগও বেশী নয়। কিন্তু আমি জানি- আমার অনুপ্রেরণায় আপনারা আল্লাহকে খুশী করার জন্যে যা দান করবেন- তা সবই আমার আমল নামায় লেখা হয়ে যাবে। এটাই আমার লোভ, এটাই আমার আশা এবং এটা আমার জন্যে অনেক পাওয়া ও বড় ভাগ্য। আলহামদুলিল্লাহ।

তাই, এটাকে তিনি তাঁর নেশা ও ছোট খাটো পেশা হিসাবে নিয়েছেন।

এবং তা শুনে আমার চোখের পানি আটকে রাখতে পারি নি।

বিষয়: সাহিত্য

২৫৫৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340631
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু অনেকে তো এটাকে ভিক্ষায় উৎসাহ বানিয়ে ফেলতে পারেন!! যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনি খরচ এর জন্য ফান্ড রেইজ করেন।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
282090
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমি নিশ্চিত এই লোক ফকির নন। তিনি অন্য পেশা বা আইন পেশায় থাকলে এর চেয়ে অনেকগুণ বেশী টাকা কামাতে পারতেন।
340635
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
282091
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
340650
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১২
জ্ঞানের কথা লিখেছেন : ভালোকাজ মানুষকে অগ্রে নিয়ে যায়। নিশ্চই ভালোকাজ মন্দকে মিটিয়ে দেয়। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে। নিয়ত ই প্রধান।

জাজাকাল্লাহু খায়র।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
282095
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : বরাবরই জ্ঞানের কথা বলেন আপনি- নিয়ত ই প্রধান।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৫
282136
জ্ঞানের কথা লিখেছেন : আমার আবার জ্ঞানের কথা! আমি মুরিদ মানুষ, পীরসাবি আমার সব। গল্পে গল্পে জ্ঞান বিলাই এই আরকি!
340670
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
282096
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : গ্যাঞ্জাম ছাড়াই মন্তব্য- জীবনে এই প্রথম নাকি? ভালো লাগলো আমারও।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৮
282110
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওস্তাদজীর যেভাবে ভাল লাগে সেভাবেই এবং সে পথেই চলার চেষ্টা করবো তাহলে!
340677
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমার আমলও বেশী নয়, ত্যাগও বেশী নয়। কিন্তু আমি জানি- আমার অনুপ্রেরণায় আপনারা আল্লাহকে খুশী করার জন্যে যা দান করবেন- তা সবই আমার আমল নামায় লেখা হয়ে যাবে। এটাই আমার লোভ, এটাই আমার আশা এবং এটা আমার জন্যে অনেক পাওয়া ও বড় ভাগ্য। আলহামদুলিল্লাহ।


এটা কিন্তু সত্যিই খুব লোভনীয়- যা নিজের সামর্থ্যকে হাজার লাখো গুণ বাড়িয়ে দেয়!!


অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৬
282109
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অনেক ধন্যবাদ
340680
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
আহমদ মুসা লিখেছেন : অধিকাংশ দেশের সামাজিক ও রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা ধর্মহীন সেকিউলার জাহেল মতাদর্শে দীক্ষিত হওয়ার কারণে নবীন প্রজন্মের মধ্য "নামে" মুসলমানের সংখ্যা অগনিত। কিন্তু "জানে" এবং "মানে" মুসলমানের সংখ্যা দিন দিন সীমিত হয়ে আসছে। নন প্রেক্টিসিং "নামে" মুসলমানের সংখ্যা বেশী হওয়ার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম জাতির প্রতিনিধিত্বশীল খেলোয়ার, তারকা, সমাজপতি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ইত্যাদি প্রত্যেক সেক্টরের প্রতিনিধিদের জীবন যাপনেও তার প্রভাব প্রতিফলিত হতে দেখা যায়। নাম পরিচয় গোপন রাখা আপনার প্রিয় ল’স্কলার ভদ্রলোক ফান্ড রেইজারের যে মহান দায়িত্ব কাধে নিয়েছেন তাতে “জানে” এবং “মানে” মুসলমানদের মধ্যে সুন্দর সমন্বয়ের পাশাপাশি নতুনভাবে “যারা কিছুই জানে না” তাদেরকেও ইসলামের সুহান ছায়াতলে সমবেত হওয়ার তথা সিরাতুল মোস্তাকিমের আলোকিত পথে পরিচালিত করতে সাহায্যে করবে নিশ্চয়ই। তিনি আলোকিত পথে ইউরোপের মানুষদেরকে নিয়ে আসার যে মশাল হাতে নিয়ে অগ্রসর হচ্ছেন সেই আলোতে নিজের পরিচ্চন্নতাও মানুষের কাছে পরিস্কার হয়ে যাওয়ার কারণে তাদের অন্তরের দোয়ার ভাগীদার হচ্ছেন।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৬
282108
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তিনি আলোকিত পথে ইউরোপের মানুষদেরকে নিয়ে আসার যে মশাল হাতে নিয়ে অগ্রসর হচ্ছেন সেই আলোতে নিজের পরিচ্চন্নতাও মানুষের কাছে পরিস্কার হয়ে যাওয়ার কারণে তাদের অন্তরের দোয়ার ভাগীদার হচ্ছেন।
340682
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : একটু খটকা লেগে গেল-ওনার কথায় অনুপ্রানিত হয়ে যারা দান করছেন তার সকল সওয়াব ওনার ঘরে যাবে, যারা দান করলেন তাদের কিছুই কি থাকবে না? আর যার কারণে তিনি অনুপ্রানিত হয়ে এ কাজ করছেন তার ভাগেও কি কিছু যাবে না?
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৬
282107
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তাদের একটুও কমবে না।
340697
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৬
সালসাবীল_২৫০০ লিখেছেন : তিনি পাইলট, শিক্ষক, ব্যরিষ্টার, শিল্পী, গায়ক, লেখক, সম্পাদক, পুলিশ আরো অনেক কিছু।
সব কিছুই বুঝলাম বাট পুলিশ কিভাবে?
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:২৫
282200
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : উনি একসময় পুলিশে চাকুরি করতেন।
340700
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
আবু জারীর লিখেছেন : ফান্ড রেইজিং এখন অনেকের কাছেই একটা ভালো ব্যবসা।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৪
282201
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তবে পরের পকেট থেকে পয়সা বের করা সহজ নয় কিন্তু।
১০
340742
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৬
মাজহারুল ইসলাম লিখেছেন : বেশ কিছু দিন আগে পত্রিকায় দেখলাম মসজিদ ফান্ডের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের গলাগুলি। এই হচ্ছে এই দেশের ফান্ডের অবস্থা। আমরা কবে জানি সঠিক পথের সন্ধান পাবো আল্লাহ ভালো জানে।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:২১
282451
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১১
340759
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার লেখার শিরোনাম দেখে মনে যা ভাবনা এসেছিল তা লেখাটি পড়ার পর দূর হয়ে গেলো।

আপনার লেখাটি ছোট্ট হলেও মেসেজ পাওয়া গেলো। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:২১
282452
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১২
340807
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:০৩
কাহাফ লিখেছেন : আল্লাহ আমাদের ভাল আমলগুলো কবুল করে ভুল-ভ্রান্তিগুলো মাফ করে দিন,আমিন!!
১৩
342019
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫১
আবু নাইম লিখেছেন : যাযাকাল্লাহু খাইর.......এ পাইলট, শিক্ষক, ব্যরিষ্টার, শিল্পী, গায়ক, লেখক, সম্পাদক, পুলিশ সম্পর্কে জানতে লোভ হচ্ছে...এত কিছু ছেড়ে কিভাবে এ পথে এলেন.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File