প্রশ্ন না বিষ্ময়!

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:১২:২৬ সকাল



কারে বলে স্বাধীনতা আমি তারে দেখিনা,

বিজয় কাহারে বলে, আমি তারে বুঝিনা৷

স্বাধীনতা মানে কি ঘুম হীন রাত্রী!

স্বাধীনতা মানে কি ও পারের যাত্রী!

স্বাধীনতা মানে কি অনিচ্ছা কারাবাস!

স্বাধীনতা মানে কি বস্তায় পোরা লাশ!

স্বাধীনতা মানে কি ক্ষমতার দর্শণ!

স্বাধীনত মানে কি বেহায়ার নর্তন!

স্বাধীনতা মানে কি নির্বাক জনগন!

স্বাধীনতা মানে কি গুম খুন ধর্ষণ!

স্বাধীনতা মানে কি রামদার লম্ফণ!

স্বাধীনতা মানে কি কোষাগার লুণ্ঠন!

স্বাধীনতা মানে কি স্রষ্টায় অস্বীকার!

স্বাধীনতা মানে কি অনাচার অবিচার!

এরই তরে হয় যদি বিজয়ের উল্লাস,

চাইনা সে স্বাধীনতা, চাইনা সে উচ্ছাস৷

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294796
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৩৩
কাহাফ লিখেছেন :
"এরই তরে হয় যদি বিজয়ের উল্লাস,
চাইনা সে স্বাধীনতা,চাইনা সে উচ্ছাস!"

১০০% সহমত পোষণ করছি এর সাথে!!!
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৭
238400
শেখের পোলা লিখেছেন : ভাল থাকুন৷ এ বিজয় চোরা মিথ্যাবাদীদের ধন্যবাদ৷
294802
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৩
Sada Kalo Mon লিখেছেন : চাইনা সে স্বাধীনতা, চাইনা সে উচ্ছাস৷

সেইরকম লিখেছেন....
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৭
238401
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে৷
294811
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১০
সত্য প্রিয় বাঙালী লিখেছেন : 'স্বাধীনতা' হচ্ছে একটা অস্ত্র, যা দিয়ে অনেক কিছু ধামা-চাপা দেয়া যায়, ক্ষমতার ব্যবহার করা যায়।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৮
238403
শেখের পোলা লিখেছেন : বড় বড় বুলি আওড়ানো যায়৷ ধন্যবাদ৷
294823
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose

এই স্বাধিনতাই যে এখন আমাদের গিলান হচ্ছে!!!
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৯
238404
শেখের পোলা লিখেছেন : কি আর করার৷ ভুলের খেসারত দিতেই হবে৷ ধন্যবাদ৷
294824
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২২
লজিকাল ভাইছা লিখেছেন : স্বাধীনতা, আজ একটা পন্য!! যাহা দিয়ে ব্যাবসা করে ক্ষমতায় যাওয়া যায়!! হায় আমার সাধের স্বাধীনতা !! কবে পাবো তোমার দেখা ।
অনেক ভালো লাগলো , ধন্যবাদ। Rose Rose Rose Rose
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১০
238405
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷
294840
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৬
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশ এখন ইয়াহিয়া, টিক্কা খাঁর মতোই হাসিনার অধীন হয়ে পড়েছে।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১২
238406
শেখের পোলা লিখেছেন : তার চেয়েও বেশী৷ তখন মত প্রকাশের সবাধীনতা ছিল, আর ছিল বলেই ৭ই মার্চের ভাষণ হয়েছে৷ আজ তাও নেই৷
294871
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর লিখেছেন। অনেক ভালো লাগলো। শুভেচ্ছা বিজয় দিবসের
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৪
238407
শেখের পোলা লিখেছেন : এ বিজয় আমার নয়৷ ইসলামের বিজয় হলেই হবে আমার বিজয়৷ ধন্যবাদ৷
294895
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
আফরা লিখেছেন : স্বাধীনতার বলতে এসব ই দেখছি তাই আমি ও স্বাধীনতা চাই না । অনেক অনেক সুন্দর হয়েছে চাচাজান ।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৬
238408
শেখের পোলা লিখেছেন : আল্লাহর আজাব থেকে যেদিন রেহাই পাব, সেদিনই হব স্বাধীন৷ মাম্মীজান ভালথাকো৷
295137
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০০
ফাতিমা মারিয়াম লিখেছেন : বরাবরের মত চমৎকার একটি কবিতার জন্য অনেক ধন্যবাদ জানবেন বড়ভাই।
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৭
238740
শেখের পোলা লিখেছেন : ছোটআপুকে ধন্যবাদ, পড়ার জন্য৷
১০
295322
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৪
ভিশু লিখেছেন : দারুণ শক্তিশালী ও বলিষ্ঠ কবিতা।
ভালো লাগ্লো... Good Luck
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৪
238817
শেখের পোলা লিখেছেন : লজ্জ্বা দিলেন ভাই, বলিষ্ঠ লেখা যারা লেখেন তাদের পাশদিয়ে হাঁটার যোগ্যতাও নেই৷ ধন্যবাদ আপ্নাকে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File