- কার ছড়া/ শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৯:০১:২৬ সকাল

ক- এর সাথে খোকন সোনা

যেই জুড়ে দেয় আ- কার,

কা কা করে ডাক দিয়ে সে

বসলো মাথায় কাকার।

হ্রস্ব ই- কার বিকার চোখে

দাঁড়ায় কাকের পাশে,

ফাঁক বুঝে কাক কাকি হয়েই

মিটমিটিয়ে হাসে।

দীর্ঘ ঈ- কার স্বীকার করেই

কাকের কাছে গেলে,

নীল আকাশে যায় উড়ে কাক

কাকির পোশাক ফেলে।

বিষয়: সাহিত্য

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File