বিস্ময়কর জানাজা...

লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩১ অক্টোবর, ২০১৪, ০৬:১৪:৫৮ সকাল

জানাজা

বিধাতা তোমার একি পরিহাস,

লেখা কি হবে কোন ইতিহাস,

যে বিস্ময় দেখালে তুমি আজ,

লাঘব করিতে চেতনা জ্বালা,

দুয়ারে তাহার ঝুলালো তালা,

মাথায় পরাল ঘৃনার তাজ৷

শত অনাচার নীরবে সহিয়া,

তোমারই সকাশে বিচার চাহিয়া,

তোমারই আলয়ে গেলেন চলি,

লক্ষ জনতা স্মরণে যাহার,

অশ্রু মুছিল কফিনে তাহার৷

নাজাত মাঙ্গিলো দু হাত তুলি৷

কিছুই তোমার অজানা নয়,

অন্তরে লয়ে তোমারই ভয়,

মিথ্যার সাথে করেনি আপোষ৷

তোমার বিধান তোমার ধরায়,

তোমার বাণী প্রচার করায়,

জনতার আদালতে হল বড় দোষ৷

আপিল করিনু তোমার আদালতে,

বিচার করিও কাল কেয়ামতে৷

অপরাধী যেন পায় তার সাজা৷

গোলামে তোমার শহীদ মানিও,

শহীদের সাথে জান্নাত দিও৷

দিও মিথ্যাবাদীরে নরকের মজা৷

টরোন্ট/২৬/১০/’১৪

(মরহুম গোলাম আজম স্মরণে)

বিষয়: সাহিত্য

১১১৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279890
৩১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৩
কাহাফ লিখেছেন :
মরহুম গোলাম আজম সাহেবের জান্নাতে উচ্চ মাকাম নসীব হোক-করুণাময় আল্লাহর কাছে এই ই দোয়া!
কাব্যিকতায় মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে! অনেক ধন্যবাদ আপনাকে.......
৩১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪৬
223551
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ১নং এর ধন্যবাদ৷
279914
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৯
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
223709
শেখের পোলা লিখেছেন : আপনার ভালবাসায় প্রীত হহলাম৷ ধন্যবাদ৷
279946
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। জাজাকাল্লাহ খায়রান ধন্যবাদ আপনাকে
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
223710
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম৷
279963
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৬
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার শব্দ জ্বালা মানুষকে বেশী আঘাত করে। তাই আমি কবিতা বেশী পছন্দ করি। ধন্যবাদ আপনার অনুভূতি পুর্ন কবিতার জন্য।
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
223711
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে সহমত৷ মন্তব্যের জন্য ধন্যবাদ৷ আপনার মত করে পারিনা৷
279975
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : শয়তানের মৃত্যুর খবর শুনলে, মানুষ ত খুশিই হব।
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
223712
শেখের পোলা লিখেছেন : আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম৷ যে দিন শয়তান মরবে৷
279977
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
আফরা লিখেছেন : আল্লাহ উনার ভুল ত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাত দান করুন । আমীন ।
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
223713
শেখের পোলা লিখেছেন : আমিন!
279993
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো পিলাচ
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
223714
শেখের পোলা লিখেছেন : পিলাসিত ধন্যবাদ নিন৷
280025
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৯
ইঁচড়ে পাকা লিখেছেন : লেখাটা ভালো লেগেছে... Happy আপনাকে ধন্যবাদ। Happy
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২১
223715
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম৷ ধন্যবাদ রেখে গেলাম৷
280072
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
এই মানুষ দেখেই তাদের সবারই মাথা খারাপ হয়ে গিয়েছে।
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৯
223732
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ ভাল লাগায় প্রীত হলাম৷
১০
280075
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৮
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ ভাল লাগায় প্রীত হলাম৷
১১
280136
০১ নভেম্বর ২০১৪ রাত ০৪:৩৩
অয়ন খান লিখেছেন : মুনতাসির মামুন বলেছেন - বাংলাদেশের জনসংখ্যা দশ কোটি। বাকী সাত কোটি কোথায়? ও, তারা তো স্বাধীনতা বিরোধী, নাহয় রাজাকার। বিশ্বায়নের যুগে আমরা কিরকম ন্যারো ন্যাশনালিসম শুরু করলাম। মনে হচ্ছে, দেশপ্রেমিক হবার একমাত্র শর্ত ইসলাম থেকে দূরে থাকা, বা মুজিব সাহেবকে খলিফা মানা।
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৮
223802
শেখের পোলা লিখেছেন : ওটা আজও নফল আছে অদূর ভবিষ্যতে ফরজ করা হবে৷ বাবা বলে কথা। আমার কবিতা পড়ে থাকলে ধন্যবাদ৷
১২
280146
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪৬
জোনাকি লিখেছেন : আমীন। সুন্দর!মাশাআল্লাহ।
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
223803
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File