যেসব কারনে জামায়াতের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে এবং বাড়তেই থাকবে...

লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১২:২৪ রাত

১। যুদ্ধাপরাধের অভিযোগের নামে ভুয়া নাটক সাজিয়ে জামায়াত নেতাদেরকে হত্যার অপচেষ্টা এবং একজনকে রাষ্ট্রীয়ভাবে খুন অথচ যার মাগফিরাতের জন্য পৃথিবীর প্রায় সব দেশেই গায়েবানা জানাজা হয়।

২। ইসলাম, ইসলামী মুল্যবোধ এবং ইসলামী নেতৃত্বের উপর চরম আঘাত বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় ও বিশ্ববিখ্যাত আলেমদের উপর চরম জুলুম নির্যাতন এবং অন্যায়ভাবে ফাঁসির রায় ঘোষনা।

৩। শত শত জামায়াত শিবিরের নেতা কর্মীদেরকে নির্বিচারে হত্যা ও গুম এবং ৪০ হাজারেরও অধিক জামায়াত শিবিরের নেতা কর্মীদের জেলখানায় বা থানায় নিষ্ঠুরভাবে নৃশংস নির্যাতন।

৪। পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের হামলা-নির্যাতন চালিয়ে তার দায় জামায়াতের উপর চাপানোর অপচেষ্টা।

৫। বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ ও ভারতীয় আগ্রাসন চরমভাবে বৃদ্ধি পাওয়া এবং আওয়ামীলীগ কতৃক ভারতকে বিনাশুল্কে করিডোর প্রদান, বন্দর ব্যবহারের সুযোগ, আইটি খাতকে ভারতের হাতে তুলে দেওয়া, ভারতে গোপনে গ্যাস পাচার, ভারতের সহযোগীতায় ৫৭ জন আর্মি অফিসার হত্যা, ভারতের সাথে গোপন চুক্তি সহ আরো অনেক।

৬। ভারতের প্রত্যক্ষ সহযোগীতায় নাস্তিকদেরকে ব্যবহার করে শাহবাগ নাটকের মাধ্যমে জাতিকে বিভক্ত ও বিভ্রান্ত করার অপচেষ্টা।

৭। ছাত্রলীগ-যুবলীগের দ্বারা দেশের সর্বত্র খুন, সন্ত্রাস ও রাহাযানি তথা সন্ত্রাসের রাজত্ব কায়েম এবং আওয়ামী নেতাদের দ্বারা রাষ্ট্রীয় সম্পদের চরম লুটপাট পাশাপাশি দেশের বিচার বিভাগকে ধ্বংস করা।

৮। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিনত করার হীন অপচেষ্টা।

৯। বিনাকারনে সত্যনিষ্ঠ ও ইসলামপন্থী মিডিয়াগুলোকে বন্ধ করে ভারতীয় মদদপুষ্ট মিডিয়ার মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার ও চরম তথ্য সন্ত্রাস তথা মিডিয়া সন্ত্রাস চালানো এবং একশ্রেনীর বুদ্ধিজীবির জামায়াত-শিবিরের বিরুদ্ধে চরম বিষোদাগার ও নির্লজ্জ মিথ্যাচার চালানো।

১০। শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে দেশের সকল কিছু থেকে প্রকৃত ইসলামকে দুরীকরনের হীনচেষ্টা এবং তদস্থলে ভ্রান্ত ও বেদায়তী পন্থাকে সঠিক ইসলাম বলে প্রতিষ্ঠা করার অপচেষ্টা।

উপরোক্ত কাজগুলো যত বেশি বেশি হবে জামায়াতের জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে।

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180329
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অত্যন্ত যুক্তিযুক্ত কারন আপনি চিহ্নিত করেছেন, অনেক ধন্যবাদ
180331
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
জেদ্দাবাসী লিখেছেন : বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তাঁরই উপর ভরসা করি। সত্ত্বরই তোমরা জানতে পারবে, কে প্রকাশ্য পথ-ভ্রষ্টতায় আছে।

সূরা মুলক ২৯

অনেক ধন্যবাদ


180358
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
এম এ আলীম লিখেছেন : লেখাগুলো বক্স আকারে কেন আসছে
180367
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২০
অজানা পথিক লিখেছেন : বেশ যৌক্তিক কিছু পয়েন্ট এসেছে
180407
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
নাবীল লিখেছেন : সত্য কে কখনোই মিথ্যা দিয়ে ঢাকা যায়না,মিথ্যা বাধিরা যতই লাফালাফি করুক।
180448
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
মাটিরলাঠি লিখেছেন :
ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
180456
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File