বিন্দু থেকে সিন্ধু

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০১ নভেম্বর, ২০১৫, ০৮:০৬:৩২ রাত

১১. তোমার মহান প্রেম ক্ষুদ্রত্বকে ছুঁয়ে যায়

আমার কণিকা প্রেম বৃহত্তরকে খুঁজে ফিরে

বলতে পার ?

কতটা বড়ত্ব? কারটা?

আমি বৃহত্তরের নেশায় নত জানু হই

তুমি চেয়ে চেয়ে শুধু দেখ এ ক্ষুদ্রকে

আমি প্রেমের নেশায় মত্ত থাকি

তুমি যে আমার হৃদয় তন্ত্রিতে বাসা বাঁধ

আমার আমিত্ব তখন প্রাধান্য পায়

এ আমিকে বাদ দিয়ে তোমার অস্তিত্ব কেবল শূণ্যতা।

১২. তুমি তোমার সৃষ্টির সব কিছু খুঁতহীন তৈরি কর

আমি তোমার সৃষ্টিকে দেখে দেখে শিখি

তোমার আকাঙ্খা নেই

যেহেতু তোমার সব জানা প্রতিচ্ছবি

নাগালের সংস্পর্শে....

আমার অজানা তোমার সৃজন

আমি নিজেই নিজকে চিনিনি

তোমাকে চেনার বাসনায় মত্ত

তবে জেনে রেখ একদিন নিশ্চয়

বিশালতার মণিকোঠার তোমার ঠিকানা খুঁজে পাব।

১৩. আমি তোমার আগুনে খাঁটি হই

খাঁটি হতে শিখে গেছি...

যেম্নি সোনা খাঁটি হয় পুড়ে পুড়ে

জেনে রেখো...

তাতে আগুনের মহাত্ব বাড়ে না

বাড়ে স্বর্ণের উজ্জ্বলতার।

১৪. আমাকে পোড়াতে তোমার এতটা ভাল লাগে

জানি পরমাত্বাকে শোধন ক্রিয়া

এ সব শুধুই ....

তোমার নূরের পেলবতা

সহ্য ক্ষমতা ধারণ হজমের জন্য।

১৫. আমি নিজেকে হারিয়ে ফেলেছি নিজের কাছে

আমার হাত, পা, মাথা, জীবন-যাপন

অজানা পথঘাট মান সম্ভ্রম সব কিছু......

আমার যে কিছু নেই

কোথাও কিছু ছিল না

এসকল তোমার পরম সৃজন

তোমার সকল কিছু ।

বিষয়: সাহিত্য

১৩৮২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348152
০২ নভেম্বর ২০১৫ রাত ০২:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : Give Up Give Up Give Up Hot Hot Hot x_
Talk to the hand
Praying
০২ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫২
289093
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। সংকেতিক অনুভূতির মাধ্যমে মন্তব্য করেছেন। কিছুটা না বুঝলেও খুব ভাল লাগলো। আপনার সুন্দর জীবন কামনা করি। ভাল থাকুন।
০২ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৫
289095
সাদিয়া মুকিম লিখেছেন : আসলে কবিতা পড়ে মনে হচ্ছে আপনার অনুভূতি প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে! আপনার লিখা অব্যাহত থাকুক! Praying
348178
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : খুবই ভালো লাগলোগো কবি খুবই.... Thumbs Up Thumbs Up Thumbs Up Rose পিলাচ পিলাচ পিলাচ
০২ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৪
289094
মোঃজুলফিকার আলী লিখেছেন : হ্যা আব্দুল মান্নান মুন্সী ভাই। অনেক অনেক ধন্যবাদ। অনেক উৎসাহ উদ্দীপনাপূর্ণ মন্তব্য হৃদয় তন্ত্রীতে ঝংকার তুললো। কি বলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো ভেবে পাচ্ছি না। ভাল থাকুন।
348269
০২ নভেম্বর ২০১৫ রাত ১০:১৮
আব্দুল গাফফার লিখেছেন : চমৎকার আবেদন , চলুক ভাইয়া Applause Good Luck Good Luck
০৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
289169
মোঃজুলফিকার আলী লিখেছেন : ধন্যবাদ গাফ্ফার ভাই। আপনার চমৎকার অনভূতিতে চমৎকৃত হচ্ছি। মন্তব্য করে স্মরণ করে যাবার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File