বিন্দু থেকে সিন্ধু

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১০ নভেম্বর, ২০১৫, ০৬:৫০:০৭ সন্ধ্যা

১৯। যখন ফুলগুলো ফোটে

আকাশ হাসিতে মেতে ওঠে

পৃথিবীর সকল সৌন্দর্য বুকের ভেতর বাজে

মনে হয় তুমিই ওসব.... মেতে ওঠো ধ্বনির নিখাদে

ক্ষমা কর হে আল্লাহ

ওগুলোকে গ্রহন বর্জনে তোমাকেই তাই।

২০। তুমি সব কিছু পার আর কর... হও বললে হয়ে যায়

আমার এ আরাধনা সে আওয়াজ তুলে ধরে..

সত্যি আমি তরী বাইছি সমুদ্রের লোনা জলে

পালে দিতে পার এতটুকু প্রেমবাতাস

দেখ, পেয়ে যাব তোমার ঠিকানা।

(এ নায়ের পাটাতন বড় নড়বড়ে)

তুমি যখন তোমার কথাগুলো বল

আত্মা তখন পালিয়ে খুঁজে ফেরে মোহ

পৃথিবীর যাবতীয় অলীক রোশনাই

আমি প্রশান্তির পায়রা দেখি গেঁথে বলাকার মালা

ভেতরের ময়না লুকিয়ে লুকিয়ে কাঁদে

যেই বুলি প্রতিদিন আওড়াতে হয়

যেই পদক্ষেপ গুণক হিসেবে চলা

ব্রেনের থলিতে জমা পরিকল্পনার এসএমএস

এ সব তো তুমিই পাঠাও তুমি কর

সুন্দরে সাজিয়ে বানিয়েছ এ দেহ পিঞ্জর

তোমার স্পর্শক তোমার নিঃশ্বাসে আশ

স্মরণ করিয়ে দেয় জন্ম মৃত্যুর স্মারক

তৃপ্ত আমি.... অন্তরালে তুমি

প্রিয় দেখ, কতটুকু ভালবাসার সূধার টান ?

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349272
১০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : চমৎকার!
১০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
289890
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য অনেক ধন্যবাদ।
349287
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
290159
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File