বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী হিসাবে দুই চেচনিয় ভাই?

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২০ এপ্রিল, ২০১৩, ১০:০১:২২ রাত

বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী হিসাবে দুই চেচনিয় ভাইকে আমেরিকার পুলিশ চিহ্নিত করছে। রাতের অন্ধকারের এক অভিযানে বড় ভাই পুলিশের ভাষ্য মতে গোলাগুলি ও বিস্ফোরণে নিহত হয়। আমাদের দেশের RAB এর ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত হওয়ার মতই। অপর ভাই পুলিশী অভিযানকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। পরদিন টিভিতে তাকে ধরার জন্য পুলিশের আড়ম্বরপূর্ণ তৎপরতার লাইভ শো দেখছিলাম আর ভাবছিলাম কি করে এই সন্ত্রাসী দুই ভাই এত বছর আমেরিকায় বসবাস করে আসছে ! মনে হচ্ছিল পলাতক ভাইটি সশস্ত্র ও বিস্ফোরকে সজ্জিত সন্ত্রাসী। পুলিশের সাথে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা। কিন্তু দিন শেষে যখন দেখলাম রক্তাক্ত, মৃত্যুমুখী, প্রায় বাচ্চা একটি ছেলে বিশ্বের পরাক্রমশালী বাহিনীর অভিযানের মুখে ভীত-সন্ত্রস্ত হয়ে নৌকার ভিতর লুকিয়ে আছে, তখন বলতে ইচ্ছা করলো ধিক আমেরিকা, কোথায় তোমাদের মানবাধিকার ? কোথায় আইনের শাসন, বিচার ব্যবস্হা ? ভিডিও ফুটেজে ব্যাগ ঝোলানো আর দশটা তরুণের মত এদের পদচারণ ছাড়া তো কিছুই দেখলাম না।এটা কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না ? জানি না এসব নাটকের উৎস কোথায়, কিভাবে এবং কেন ?

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File