বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের সূতিকাগার আওয়ামী লীগ।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০৪ জানুয়ারি, ২০১৪, ১০:৪১:০৯ রাত

আমরা আজ হাসিনা-খালেদার পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে হা পিত্যেশ করি। ইতিহাসের পাতা উল্টালে দেখবো রাজনীতিতে এই পারিবারিক ডাইনিষ্টির সূতিকাগার তথাকথিত গণতান্ত্রিক ঐতিহ্যের দল আওয়ামী লীগ।’৭০ এর শেষার্ধে বাকশালের ধ্বংসস্তূপ থেকে মুক্তিযোদ্ধা জিয়ার হাত ধরে নবজন্ম লাভ করে আওয়ামী লীগ। তৎকালীন ডাকসাইটে আওয়ামী নেতৃত্ব দল চালাতে ব্যর্থ হন। জড়িয়ে পড়েন অন্তর্কোন্দলে। এই সব নেতার মধ্যে আজকের ডঃ কামাল হোসেন, তোফায়েল আহমেদ সহ অনেকেই ছিলেন। ঐ দূরাবস্হা থেকে উত্তরণের জন্য তারা 'বঙ্গবন্ধু' কার্ড খেলায় নামেন এবং শেখ মুজিবের উত্তরাধিকারী তার কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আওয়ামী দলীয় রাজনীতিতে টেনে আনেন। তাদের এই ব্যর্থতা ও ভুল আজ মহিরুহে পরিনত হয়ে পরিবারতন্ত্রের প্রতিষ্ঠা দিয়েছে, যে পারিবারিক রাজনীতি সমগ্র বাংলাদেশকে গিলে খাচ্ছে। সেদিন যদি আওয়ামী দলীয় রাজনীতিতে শেখ হাসিনার এই ধরনের lateral entry না হত, তাহলে পরবর্তীতে বি এন পির রাজনীতিতে খালেদার অভ্যূদয় সম্ভবত হতো না। বাংলাদেশে গণতন্ত্রের জন্য ক্ষতিকর সব বিষয়েই আওয়ামী লীগ জড়িয়ে আছে। যার আরেকটি স্বাক্ষর দশম সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী তামাশা।

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File