জন্ম ৩০ জানুয়ারী ১৯৬৫ঃ কাতারের ওমর ফারুক চৌধুরী কিভাবে মুক্তিযোদ্ধা

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৮ আগস্ট, ২০১৬, ০২:১৬:৩৭ দুপুর



ফেইসবুকের বদৌলতে ভাইরাল হওয়া একটা খবরঃ আওয়ামীলীগের ২গ্রুপের সংঘর্ষে কাতারে শোক দিবসের অনুষ্ঠান পন্ড।

কিন্তু ঘটনার সূত্রপাত কিভাবে? কাতারের আওয়ামীলীগ বর্তমানে কমপক্ষে ৪ভাগে বিভক্ত। এর ১ভাগের মালিক ওমর ফারুক চৌধুরী আর অপর ভাগের মালিক শফিকুল ইসলাম প্রধান।

গত ১৫ আগষ্টের উল্লেখিত সভায় বক্তব্য রাখছিলেন শফিকুরল আলম প্রধান। তিনি নাম উল্লেখ না করে বলেনঃ এখানে অনেক ভূয়া মুক্তিযোদ্ধা আছে। যার জন্ম ৩০ জানুয়ারী ১৯৬৫ সালে। তিনি কিভাবে মুক্তিযোদ্ধা হন। তখন আওয়ামীলীগের ওমর ফারুক চৌধুরী মালিকাধীন গ্রুপের উপস্থিত লোকেরা নাম প্রাকশের পীড়াপীড়িতে শফিক সাহেব নাম উল্লেখ করেন যে, ঐ ভূয়া মুক্তিযোদ্ধা হচ্ছেনঃ ওমর ফারুক চৌধুরী। এর পরই ঘটেযায় কাতারের ইতিহাসের ন্যাক্কার জনক ঘটনা। ওমর ফারুক চৌধুরীর গ্রুপের নেতারা শফিকুল আলম প্রধানের উপর হামলা চালান-যা পরিমল দাসের ভিডিও থেকে ইতিমধ্যে দেশ জাতি জেনে নিয়েছে।

ঘটনা পুলিশ থানা পর্যন্ত গড়ায়। কমপক্ষে ৪জন গ্রেফতার হন। আর শফিকুল ইসলাম প্রধান বর্তমানে হসপিটালে আছেন। কিন্তু!!!

কিন্তু বিষয়টির সমাধানতো হলো না।

ওমর ফারুক চৌধুরী এখনো পরিষ্কার করেন নি তার অবস্থান বা বক্তব্য। কারণ ৩০ জানুয়ারী ১৯৬৫ সালে জন্ম হলে ১৯৭১ সালের ২৬ জানুয়ারী একজনের বয়স হয় ৬বছর ১মাস ২৭ দিন। সেই হিসাবে এতো কমবয়সে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নাই। কিনউত আমরা সবাই জানি তিনি মুক্তি যোদ্ধা।

এখন তাকে পরিস্কার করতে হবে যে, তিনি কিভাবে মুক্তিযোদ্ধা হলেন?

আমরা ওমর ফারুক চৌধুরীর প্রতি আহবান জানাবো, তিনি যেন সহসাই এ বিষয়টি পরিস্কার করে বক্তব্য প্রধান করেন। নতুবা কাতার প্রবাসী সহ সবাই ধরে নেবে যে, আসলেই তিনি একজন ভূয়া মুক্তিযোদ্ধা।

বিষয়: বিবিধ

১১১৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376438
১৮ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫৬
কুয়েত থেকে লিখেছেন : আওয়ামী অবৈধ মেশিনে ঢুকে সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আওয়ামীদের মুক্তিযোদ্ধা হতে বয়স লাগেনা। এই কুয়েতেও ৪ভাগে ভিভক্ত। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৬ রাত ০৮:৩৩
312139
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৬ রাত ০৩:০৪
312284
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك অনেক সুন্দর লেগেছে
376455
১৮ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৭৮ সালে জন্ম নিয়ে যদি ৭১ সাল এর ঘটনার প্রত্যক্ষ দর্শী সাক্ষি হওয়া যায় তবে মুক্তিযোদ্ধা হইতে দোষ কি????
২০ আগস্ট ২০১৬ রাত ০৮:৩৩
312140
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তাইতো। ধন্যবাদ
376647
২২ আগস্ট ২০১৬ রাত ০৮:০৭
মুসা বিন মোস্তফা লিখেছেন : http://www.projonmonewsbd.com/bangla/news/960যুদ্ধাপরাধীদের সম্পত্তি মুক্তিযোদ্ধাদের মধ্যে বণ্টন হব

এই খবরটা দেখেন । এজন্যেই হয়েছে মনে হয় :দ
376728
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৯:৪১
হতভাগা লিখেছেন : ২৮ তম বিসিএসের ভাইভা দিতে গিয়ে দেখেছি যে ১৯৭৮ সালে জন্ম , তারও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে ।

১৯৬৫ তো তার চেয়েও ১৩ বছর আগের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File