আমার জীবনের স্মৃতিময় দিন গুলি.....। পর্ব------১/

লিখেছেন লিখেছেন টবমন ২১ মার্চ, ২০১৪, ০১:৪২:২৪ রাত

ছোট বেলায়, কায়দা নিয়ে রবি জেগে উঠার সাথে সাথে গ্রামের ছেলে মেয়েরা, মাদ্রাসায় যেতে হয়নি, এমন কেউ আছে বলে আমার মনে হয়না, অবশ্য শহর অনচলের কথা আমি জানিনা, ওদের অবস্থাও কি আমাদের মত ছিল কি-না, সে যাই হউক, আমি সহ আমাদের সে কালে, গ্রামের ছেলে মেয়েদের মাদ্রাসায় যাওয়ার স্মৃতি গুলির কথা বলছি, ততকালিন আমাদের গ্রামখানা জনাকৃর্ন্য অল্প সংক্ষক লোকেদের বসবাস ছিল, বাড়ীঘরও তেমন ছিলনা, মাঠে,ঘাটে,পথে, পান্তরে, শুধু ছিল আম- কাঠালের বাগান, আর আঁখ ক্ষেতের অরণ্য, ছিলনা এখনকার মত, এখানে- সেখানে, কর্মহীন মানুষের আড্ডা দেয়ার মত, দোকানপাট কিংবা চায়ের স্টল, তখনকার মানুষজন কঠিন পরিশ্রমি,আর্দশ্যবান ছিল যে, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরও, নিয়মিত নামাজ, রোজা, পালন করা থেকে বিরত থাকত না, মোট কথা, যথা সময়ে, যাথা কর্মই ছিল শিক্ষা, বন্ধুরা, আজ আমার মাথাটা প্রচন্ড ধরেছে, সে জন্য এ পর্যন্ত শেষ করলাম------------------>>> চলবে ।

বিষয়: সাহিত্য

১৩১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195571
২১ মার্চ ২০১৪ রাত ০১:৫১
বুঝিনা লিখেছেন : চলুক.
195625
২১ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৪
দ্য স্লেভ লিখেছেন : তিন লাইন লিখেই ক্ষ্যান্ত দিলেন ???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File