আল্লামা শফির কথিত বক্তব্য নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকশ নেই. হেফাজতের নিয়ন্ত্রিত মাদ্রাসা গুলোতে এম এ ক্লাশ পযন্ত মহিলারা লেখা পডা করেন , শিক্ষকতা করেন ও অন্যান্য কাজ করেন ক্লাস ফোর নয়

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৯ জুলাই, ২০১৩, ০৫:০৪:১৯ সকাল

আল্লামা শফির কথিত বক্তব্য নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকশ নেই. হেফাজতের নিয়ন্ত্রিত মাদ্রাসা গুলোতে এম এ ক্লাশ পযন্ত মহিলারা লেখা পডা করেন , শিক্ষকতা করেন ও অন্যান্য কাজ করেন ক্লাস ফোর নয় , বরং আওয়ামী লীগের সাথে ৫০ সিট দিয়ে সমযোতায় এসে নিবাচন করার প্রস্তাব দেয়ার র রাজী না হওয়ায় ,এই সমঝোতায় না আসার কারনে এই আওয়ামী গুন্ডারাই হুজুরের বক্তব্যকে ডিজিটেল কারসূপীর মাধ্যমে কন্ঠ পরিবতন রে করে ,, তেতুল তত্ব ক্লাস ফোর পযন্ত পডা ইত্যাদি যোগ করে , এ মহান ব্যক্তিকে বিতকিত করার জন্যই এ প্রয়াস ,,

আর

প্রধান মন্ত্রি যেটা বলছেন মহিলারা গামেন্টে কাজ করতে পাবেনা ,

এটা কোন দিন সম্ভব না , এ দেশের ক্ষমতায় যে বা যরাই আসুক না কেন কোন দিন সম্ভব না , আর হেফাজত বা জমাত তো মেয়েদের কাজের পক্ষে , কোন দিন তারা এ কথা বলেছে?//// যে মহিলারা কাজ করতে পারবেনা.

শুধু মাত্র রাজনৈতিক পায়দা লুটার জন্য প্রধান মন্ত্রির এ বক্তব্য.

এর বিচার আগামী নিবাচন সহ অন্যান্য সময় ও এ দেশের ইসলামী জনতা ব্লেটের মাধ্যমে দিবে যেমন দিয়েছে পর পর ৫টি সিটি নিবাচনে.

বিষয়: বিবিধ

১৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File