ভিরুতার আড়ালে

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২০ জুন, ২০১৫, ০৫:০৬:৪২ বিকাল

আমি জানি তোমার চাওয়া, আমি জানি তোমার উচ্ছলতা,

আমি জানি এই আলো-ছায়ার লুকোচুরি শেষে আসবে ভোর,

জানি দিগবলয়ের অপারের রক্তিমতা মিশে যাবে দিবাকরে।

শুধু জানি না ঐ ভোর কত দুর।

ভাবছ, কেন তোমার মত করে ভাবিনা!

কেন এই ভিরুতা! কেন এই দুরে এড়িয়ে চলা, কেন পিরিয়ে দেওয়া!


জানিনা, চন্দ্রগ্রহন দেখেছ কি?!

হেঁটেছ কি অমবশ্যায় একলা,

নিস্তব্দ অরণ্যে খুঁজেছ কি পথের দিশা।

নোনাজলধারা ভেসেছিলে কি ছোট্ট ভেরায়।

জান কি? চোখের সামনে দেখা এই আকাশ কত দুরে।

পাহারের ঐ স্তম্ব কত উঁচু। নদীর ওপাড় কত দীর্ঘ।


এমনটা ভেবনা আমার হৃদয় নেই অথবা সেটা রোবটিক যন্ত্র!

না, আমিও কল্পনা করি, ঘোরে-বেঘোরে স্বপ্ন দেখি। স্বপ্ন ছুতে পথ চলি।

দেখ, দৃষ্টি বন্ধ করে। ভাব, এই পথ কত বন্ধুর! কত অন্ধকার!

এই রজনী পার হবার বল আছে কি তোমার?

বিষয়: সাহিত্য

১১৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326920
২০ জুন ২০১৫ রাত ০৮:০৩
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
২২ জুন ২০১৫ দুপুর ০৩:০৯
269344
মোঃ আবদুর রহিম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
326997
২১ জুন ২০১৫ দুপুর ০৩:৩৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২২ জুন ২০১৫ দুপুর ০৩:১০
269345
মোঃ আবদুর রহিম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File