তুমি ব্লগ

লিখেছেন লিখেছেন নতুন মস ১২ মার্চ, ২০১৪, ১০:১১:২৬ রাত

তুমি ব্লগ

স্বপ্নের...

একটা জগত আছে,

রংহীন...

সাদা-কালো ক্যানভাস।

কিন্তু এখানে

রং বেরঙ্গের

ঘুড়িরা উড়ে

আপন গতিতে

জলকণার মেঘদের

ফাঁক ফোকর দিয়ে।

যান...

এখানে টুক করে ইচ্ছে মত

রঙ্গ বেরঙ্গের ঘুড়ির

আলো রশ্মি

উঁকি দেয়

উড়ে বেড়ায়

প্রাণ থেকে প্রাণে

ইচ্ছে মত

স্বপ্ন আঁকাবুকি করি

সেই আলো দিয়ে।

স্বপ্নের স্বপ্নীল জগত হচ্ছে

এ ব্লগ জগত

যেখানে হাজার রঙ্গের জোনাকিরা

একত্রে থাকে

নেই হিংসা,

অহংকার,

পরনিন্দা,পরচর্চা

পরিস্কার পরিচ্ছন্ন অঙ্গন।

আলোক বাহক

জোনাকিরা

উড়া উড়ি করে বেড়ায়

ইচ্ছে মত

আর বিলিয়ে দেয়

আমাদের মাঝে

জ্ঞানের আলো

সেখানে পাই খুঁজে

নানান ছন্দ,

গল্প আর জীবনের অজস্র কথা।

কেউ পথ চলার পথে

একে দিচ্ছে সুত্র,

কেউবা দৃষ্টিভঙ্গীকে চমত্‍কার দর্শনে সাজিয়ে দিচ্ছে অজান্তে,

কেউ হতাশাকে গড়িয়ে দিচ্ছে আশার আলো,

কেউবা বিষণ্ন মনের শুকনো মরুর বুকে

সবুজ বীজ বুননে নিয়োজিত,

কেউ কেউ কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে,

থেমে নেই...

কাল আমি চলে যাব হয়ত তবুও থেমে থাকবে না

এই ভালবাসার ব্লগ জগত।

পরিচিত করে দিতে হবে জ্ঞানের বাহক

এ দলের সাথে

এই চমত্‍কার জগতটি

জীবনের সত্য আলোঘর।

আলোকিত জগতটিতে নতুন নতুন কুড়িদের আগমন ঘটুক

জেগে উঠুক

প্রাণে প্রাণে

দোলা দিক

পবিত্র প্রশান্তির

সকল সুন্দরের মাঝে বেড়ে ওঠুক

একটি আলোকিত সমাজ।

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191385
১২ মার্চ ২০১৪ রাত ১০:১৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
১২ মার্চ ২০১৪ রাত ১০:২৮
142319
নতুন মস লিখেছেন : সুন্দর ধন্যবাদ
191387
১২ মার্চ ২০১৪ রাত ১০:১৮
নীল জোছনা লিখেছেন : এটা কি পদ্য না গদ্য? কিছুই মালুম পেলুম না। তবে ভালো লেগেছে।
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৩
143068
নতুন মস লিখেছেন : মাঝে মাঝে ঠিক আমিও বুঝি না।
শুধুই অনুভূতি।
ধন্যবাদ
191414
১২ মার্চ ২০১৪ রাত ১১:০৮
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
143069
নতুন মস লিখেছেন : আপনাকে ধন্যবাদ
191490
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:৫১
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : তোমার আর আফ্রুর কবিতার আমি কিছুই বুঝি না। কিন্তু পড়তে ভালো লাগে তোমাদের এলোমেলো শব্দমালা। Love Struck
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০২
143070
নতুন মস লিখেছেন : আমিও বুঝি না:-)।
191832
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগল।
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
143072
নতুন মস লিখেছেন : ধন্যবাদ
191893
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : আলোকিত সমাজ গঠনের সুন্দর আহবান। ভালো লাগলো Rose Rose Good Luck
১৫ মার্চ ২০১৪ রাত ১২:০৩
143185
নতুন মস লিখেছেন : চিন্তার সাথে কর্মের মিল না থাকলে আলোকিত সমাজ গড়ার স্বপ্নটা দুঃস্বপ্ন হবে
191999
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:১৬
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
১৫ মার্চ ২০১৪ রাত ১২:০৬
143188
নতুন মস লিখেছেন : অন্নেক ধন্যবাদ।আপনার বিশ্ববিদ্যালয়টি মাঝ রাস্তায় আটকে আছে কবে থেকে যাত্রা শুরু হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File