ইরানের 'গ্রিফিন' ফেরত দিয়েছে আমেরিকা, শিল্প-সংস্কৃতি রক্ষায় কতটা যত্নশীল বুঝিয়ে দিল ইসলামী প্রজাতন্ত্র ইরান

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৪ অক্টোবর, ২০১৩, ১০:৩১:১৭ রাত



দেখতে মূর্তির মত। আসলে এটি হচ্ছে ইরানীয় সভ্যতার এক নিদর্শন- এটি একটি কাপ বিশেষ। এতদিন ছিল আমেরিকার কাছে। কিন্তু এবারে যখন রুহানি রুহানি নিউইয়র্ক গেলেন, নিয়ে ফিরলেন 'গ্রিফিন'। এটি ২৭০০ বছরের পুরনো ইরানী শিল্পকর্ম। গ্রিফিনটি ফেরত দেয়ায় সন্তোষ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, "১৯৭৪ সাল থেকে ‘গ্রিফিন’টি ইরানে ফেরত আনার জন্য ব্যাপক চেষ্টা হয়েছে। এটি ইরানি জাতির প্রতি আমেরিকার উপহার। গ্রিফিন হচ্ছে ইরানি জাতির প্রাচীন সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতির পরিচায়ক।"

এ ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে বলে আমি মনে করি। এদেশে অনেক ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ আছেন যারা এদেশের শিল্প-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা খুবই খারাপ দৃষ্টিতে এসকল জিনিস দেখে থাকে। তবে এটা ঠিক বলে আমি মনে করি না। অবশ্যই জাতীয় শিল্প-সংস্কৃতি রক্ষায় আমাদের কাজ করতে হবে। তা না হলে একদিন পশ্চিমার গহ্বরে নিপতিত হওয়া ছাড়া উপায় থাকবে না। অতীতকে আঁকড়ে ধরে রাখতে হয় বর্তমানে চলতে। অতীতকে অস্বীকার করলে বর্তমানের অস্তিত্ব থাকে না। তাই তার ভবিষ্যতও থাকে না।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File