সবাই যদি এমন হতো দেশটা কতো সুন্দর হতো !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৮ আগস্ট, ২০১৫, ০৪:১০:৪৩ রাত

সচিবের গাড়ির কনস্টেবলও সচিব!

বিকেল সাড়ে ৩টা। নীলক্ষেত কাঁটাবন চৌরাস্তার মোড়ে প্রচণ্ড যানজট। যানজট সাম

লাতে মরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছিলেন একজন ট্রাফিক সার্জেন্ট ও জনা দুয়েক ট্রাফিক কনস্টেবল। সিগন্যালের সবুজ বাতি জ্বলে ওঠার আগেই বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশার এগিয়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে সার্জেন্টকে হাতে মোটা লাঠি নিয়ে ছুটোছুটি করতে দেখা গেল। নীলক্ষেত মোড় থেকে আসা গাড়িগুলো তখন সোজা উত্তর দিকে হাতিরপুল ও পূর্ব দিকে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিল।

এমন সময় পশ্চিমদিক থেকে রাস্তার উল্টোপথে দ্রুতবেগে কাঁটাবন মোড়ের দিকে ধেয়ে আসলো একটি দামি পাজেরো গাড়ি। গাড়ির সামনের আসনে গাড়িচালক ও তার সাথে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্য।

ট্রাফিক আইন ভঙ্গ করতে দেখে সেদিকে ছুটে গেলেন পুলিশ সার্জেন্ট অপূর্ব। হাত দিয়ে ইশারা করে থামার নির্দেশ দিলেন। পুলিশ কনস্টেবল কিছুটা মেজাজ দেখিয়ে হাত দিয়ে সামনে থেকে সরে যাওয়ার ভঙ্গিতে বললেন, সচিব স্যারের গাড়ি, সরে দাঁড়ান, তাড়া আছে, যেতে হবে।

এর পরের দৃশ্য হিন্দি ছায়াছবি ‘নায়ক’কে হার মানায়। একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে সেই ছবির নায়ক অনীল কাপুরকে যেমন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় দেখা গিয়েছে সেই ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল ট্রাফিক সার্জেন্ট অপূর্বকে।

হুঙ্কার ছেড়ে ধমকে উঠে ড্রাইভারকে লক্ষ্য করে বললেন, গাড়ি পেছনে নিন। যে দিক থেকে এসেছেন সে দিক ফেরত যান। সারাদিন রাস্তায় রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজে যানজট নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তারপরও বদনাম হয়। আর আপনাদের মতো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উল্টোপথে এসে যানজট আরো বাড়ান। নিজেদের ভাবেন কী?

এ সময় সার্জেন্ট বলেন, গাড়ির কাঁচ নামান, দেখি কোন স্যার আছেন। এ কথায় গাড়িচালককে কিছুটা ইতস্তত হতে দেখা গেলে জোরে ধমক দিয়ে জানালার কাঁচ খুলে দেখতে পান ভেতরে কেউ নেই। পুলিশ ও গাড়িচালক সার্জেন্টের সঙ্গে তর্কাতর্কি শুরু করলে সার্জেন্ট অপূর্ব ট্রাফিকের যুগ্ম কমিশনার বনজ কুমার মজুমদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে সচিবের পুলিশ ও গাড়িচালকের ট্রাফিক আইন ভঙ্গ করার বিষয়টি অবহিত করেন।

এ সময় উপস্থিত জনতা ট্রাফিক সার্জেন্টের পক্ষে অবস্থান নিলে অবস্থা বেগতিক দেখে সচিবের গাড়িচালক ও পুলিশ কনস্টেবল বাটা সিগন্যালের দিকে দ্রুত চলে যান। উপস্থিত জনতা তাকে সাহসী ভূমিকার জন্য অভিনন্দন জানাতে থাকেন।

সার্জেন্ট অপূর্ব বলেন, চাকরির পরোয়া করি না। যানজট নিয়ন্ত্রণে সারাদিন পরিশ্রম করি। আইন ভঙ্গ যেই করুক তার বিরুদ্ধে সোচ্চার হই।

যুগ্ম কমিশনারের নির্দেশে গাড়ির নম্বরপ্লেট, গাড়িচালক ও পুলিশ কনস্টেবলের ফটোগ্রাফ তুলে রেখেছি। সচিব গাড়িতে না থাকলেও পুলিশ কনস্টেবলও সচিব হয়ে যান খেদোক্তি করতে করতে প্রস্থান করেন অপূর্ব।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336550
১৮ আগস্ট ২০১৫ রাত ০৪:২৪
রক্তলাল লিখেছেন : আমাদের দেশে সেই ছেলে হবে কবে!
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৫:০৮
278391
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আমরা তো সেই দিনের অপেক্ষায় যেদিন প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব্যের প্রতি সচেতন থাকবেন ।
336553
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৯
স্বপন২ লিখেছেন : সাধারনত এই রকম ঘটনা আমেরিকায় বা
উন্নত দেশে ঘটে।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৪
278459
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সব পুলিশ অফিসার ও কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে আমাদের দেশ উন্নত দেশগুলোর মতোই হতো । আমরা শুধু এসব কারনগুলোর জন্যে উন্নত দেশরে মতো হতে পারিনি । মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
336556
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৭:৩০
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : সবাই যদি এমন হত। কতই না ভাল হত!!"
১৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৩
278460
মামুন আব্দুল্লাহ লিখেছেন : কবে সবাই ভালো হবে আমাদের দেশে ? সত্যিই অনেক ভালো হতো । অনেক অনেক ধন্যবাদ । ফরিদুল ইসলাম ভাই । ভালো থাকুন । শুভ কামনা রইলো ।
336558
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৭
হতভাগা লিখেছেন :
নামটি ছিল তার অপূর্ব
কথা আর কাজেও সে অপূর্ব
সব কিছু মিলিয়ে বাবা মার কাছে এই
অপূর্বই ছিল গর্ব


কিন্তু বাছাধন, তোমাকে তো কালই ওরা নইক্ষাংছড়িতে টেনেসফার করে দেবে ।
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:০৪
278491
মামুন আব্দুল্লাহ লিখেছেন : খুব সুন্দর কথা বলেছেন । অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৬
278493
হতভাগা লিখেছেন : গানটি হানিফ সংকেতের কাছ থেকে ধার নেওয়া
336559
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : দারোগার নায়ের মাঝি কিনা৷ অপূর্বকে ধন্যবাদ আর আপনাকেও৷
২১ আগস্ট ২০১৫ রাত ০১:০৭
278896
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।
336609
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঘটনাটি জানানোর জন্য ধন্যবাদ

"অপূর্ব"রা এখনো শেষ হয়ে যায়নি, আল্লাহতায়ালা যুগে যুগে ওদের দিয়ে আলো ছড়ান বলেই আমরা আঁধারেও আলোর আশা ছাড়িনা!
২১ আগস্ট ২০১৫ রাত ০১:১০
278900
মামুন আব্দুল্লাহ লিখেছেন : পৃথিবীতে এখনো অপূর্বদের অনেক মানুষ আছে যারা তাদের দায়িত্ব পালনে কখনো বিন্দুমাত্র অবহেলা করে না । অনেক ধন্যবাদ ।
336620
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫১
জ্ঞানের কথা লিখেছেন : সাহসী! তারিফ পাবার যোগ্য। অনেক উপযুক্ত কাজ করেছে।

-তবে সে রাজাকার কেননা সে ---
336996
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : এমন যদি হত, আমার দেশের শাষক হত আবু বকরের মত, হত উমারেরই মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File