রেলমন্ত্রীর বিয়ে ও আমাদের মিডিয়া !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০১ নভেম্বর, ২০১৪, ০৪:১০:৫১ রাত

প্রসংগ টা আসতোনা বিয়ে একজন পুরুষ করতেই পারে!আবার যদি হয় প্রথম তাহলে এখানে দুষের কিছু নেই;বরং এটা আনন্দের কথা খুশির সংবাদ;কিন্তু প্রশ্ন হলো এতো দিন বিয়ে না করে যৌবন কৈশোর পৌঢ় পার করে বৃদ্ধ বয়সে এসে বিয়ে করছে এতে আমরাও তাকে সাধুবাদ জানাই ;কিন্তু আজ যদি এই বয়সে একজন দাড়ি ও টুপিওয়ালা ইসলামিক রাজনৈতিক লোক বিয়েটা করতেন তাহলে আমাদের মিডিয়াগুলো কিভাবে কাভারেজ করতেন ? অথচ রেলমন্ত্রীর বিয়েটা মিডিয়া ও সরকার কতো সুন্দর করে কাভারেজ করলো ! আমাদের সমাজ আজ দাড়ি টুপি ওয়ালা বা ইসলামিক লোক বা ইসলামী রাজনীতি করলেই তাকে কটাক্ষ বা ব্যাংগ করতে দ্বিধাবোধ করেনা অথচ রেলমন্ত্রী ৬৮ বছর বয়সে বিয়ে করেও সবার কাছে থেকে সেলুট পাচ্ছে ! আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত ? কবে হবে আমাদের মানসিকতার পরির্বতন ?

.........এম.এ.মামুন ..........

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280164
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৭
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৪২
224025
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ পড়ার জন্যে । ভালো থাকুন ।
280531
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
আফরা লিখেছেন : আজ যদি এই বয়সে একজন দাড়ি ও টুপিওয়ালা ইসলামিক রাজনৈতিক লোক বিয়েটা করতেন তাহলে আমাদের মিডিয়াগুলো কিভাবে কাভারেজ করতেন ?

আগে এরকম কেউ বিয়ে করুক তার পর মিডিয়াগুলো কিভাবে কাভারেজ দেয় দেখব । তারপর কিছু বলব এখন না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File