''মানবতা যেখানে অসহায়''

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৮:৩২ রাত

মানবতা উঠে গেছে

বদলে দিয়েছে সব,

কেউ কারো নয় আজ!

বিপন্ন আজ মানবতা মহা বিপন্ন !

নেই কোনো নিয়মনীতি

নেই কোনো ভয়,

যে যার যার মতো জীবন করে রয় ।

নেই শালীনতা নেই কোনো লজ্জার ভয়

শুধু চলছে বেহায়াপনা আর অশ্লীলতার জয় !

মিথ্যার ছড়াছড়ি সত্য নিয়ে লুকোচুরি

হাহাকার যেনো চারিদিক

একশ্রেনী লুটে খাচ্ছে একশ্রেনী শোষিত

শ্রমিক মালিক ব্যবধানটা বাড়ছে দিনতো

কোটিপতি ভরে গেছে সমাজটা

একশ্রেনী ভেট ভরে খেতে পায়না দিনটা

কতো মানুষ ফেলে দেয় অন্য

ভিক্ষারীরা লুটে নেয় সেই সব পণ্য

জীবন জীবিকার যুদ্ধে ঘুরে ফিরছে মানুষ

কেউ পায় না অন্য,

কেউ আবার পেয়ে সব ধন্য

দূর্নীতির কাছে মানবতা অসহায় !

ত্রাস আর ধর্ষণে ভরে গেছে দেশটা

পথে পথে পরে রয় মৃত মানুষ !

বুলেটের আঘাতে উড়ে যায় সব

এতো মানবতা নয় এতো হিংস্রতা

এতো সভ্যতা নয় এতো রাক্ষসতা?

গিলে গিলে খাচ্ছে ওরা মানবতা

অসভ্যতায় ছেয়ে গেছে দেশটা !

......এম.এ.মামুন......

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179077
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মানবতা আজ ক্ষমতাবানদের ইচ্ছের হাত পাখা
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
132092
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সহমত
179086
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : যারা মুসলিম তাদের মানবাধিকার থাকতে নাই।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
132093
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
179094
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর কবিতা Happy Praying
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
132094
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ আপু ভালো থাকুন শুভকামনা রইলো ।
179146
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
নীল জোছনা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৫৮
132627
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
181394
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার কবিতা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৮
135210
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ আপু । শুভকামনা রইলো ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File