বিকৃত মানসিকতার জিঞ্জিরে ..

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৩ এপ্রিল, ২০১৫, ০৭:২৬:৪৬ সকাল

বধ্যভূমি কি অতীত?

আমি নাগপাশে আবদ্ধ বধ্যভূমি দেখি হায়নারুপী নরপশুর সম্মিলনে।

ঐ মাটি-দাবড়ানো ডাকাতদের (দ্বারা) হত্যাজগ্গের আনন্দে,

চেতনার মালা পরা

বিকৃত মানসিকতার জিঞ্জিরে।

বধ্যভূমি বর্তমান।

এটি কোন স্থান নয়।

এটি ওই নরপশুদের স্বপ্ন,

তাদের চিত্কার,

মাংসাশী আর্তনাদ,

৪৪ বছর ধরে এরা রক্তাত্ত করেছে আকাশ, বাতাস, মাটি,

ঝরিয়ে যাচ্ছে মায়ের কান্না।

এই নরপশুরা মেশিনগানে সজ্জিত,

চেতনার বড়ি-বুদ,

মনুষত্ব-মাড়িয়ে রক্তম্ম্ত্ত।

এদের সম্মিলন দুর্গন্ধ ছড়ায় - ৪৪ বছরের লাশের দুর্গন্ধ

মাটি তা সইতে পারেনা, তাই উগড়ে দেয় এদের হত্যাযগ্গ।

কোটি কোটি শোষিত চোখ অসহায় হয়ে দেখে

জীবন্ত বধ্যভূমিতে -

বিকৃত নরপশুদের উম্মত্ত আনন্দ

মানবতার রক্ত্পানে

এই বাংলায়

৪৪ বছর ধরে।



বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314583
১৩ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
314606
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File