আলোকের ঝর্ণাধারা-৫

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৭ জুলাই, ২০১৫, ০৪:২০:৫৯ বিকাল

Praying

(১৪)

সোনা যদি থাকে কারো ভর্তি এক উপত্যাকা,

দুইটির জন্য তবে সে করবে আকাঙ্ক্ষা।

মাটি ছাড়া মুখ তার,

ভরেনা কিছুতে আর,

কবুল করেন আল্লাহ করলে তাওবা।

[বুখারী ও মুসলিম]

Praying

(১৫)

মুমীনের ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক হয়,

মুমীন ছাড়া আর কারো ব্যাপারেই এইরূপ নয়।

সব কাজই কল্যাণকর,

যখন করে আল্লাহ্‌র শোকর।

দুঃখ কিংবা শোকে সবরের পুরস্কার দেন প্রভু দয়াময়।

[ মুসলিম]

Praying

(১৬)

কেউ যদি আল্লাহ্‌র কাছে শাহাদাত চায়,

মারা যায় যদিও সে নিজ বিছানায়,

মর্যাদা শহীদের সমান,

দিয়ে দেন রহমান।

হাসিমুখে দুনিয়া থেকে নেয় সে বিদায়।

[ মুসলিম]

Praying

(১৭)

মৃত ব্যক্তিকে তিনটি জিনিস করে অনুসরণ,

পরিবার, আমল ও তার মাল-ধন।

ফিরে আসে দুটি হায়

একটাই রয়ে যায়।

শুধুমাত্র আমল থাকে হয়ে তার স্বজন।

[বুখারী ও মুসলিম]

বিষয়: বিবিধ

১৮০৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328986
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

বরাবরের মতই সুন্দর এবং অনন্য। ধন্যবাদ..
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৪
271332
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদPraying
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৫
271335
ফাতিমা মারিয়াম লিখেছেন :


রোজা রেখেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে,

অথবা অন্যায় বা মন্দ পথে চলে।

খারাপ কাজ হতে

বিরত থাকেনা যে,

তার পানাহার ত্যাগে আল্লাহর কোন দরকার নেই আসলে।

[বুখারী ও মুসলিম]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৬
271338
ফাতিমা মারিয়াম লিখেছেন :

তোমাদের কেউ যখন রোযা পালন করে,

রোযার কথা ভুলে কিছু খায় বা পান করে।

তবে পূর্ণ করবে সে,

সম্পূর্ণ দিনের রোযাকে।

আল্লাহই তাকে খাইয়েছেন এই কথাই যেন সে মনে করে।

[বুখারী ও মুসলিম]
328994
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৭
271340
ফাতিমা মারিয়াম লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৭
271341
ফাতিমা মারিয়াম লিখেছেন :


রমযানের শেষ দশকে জেগে সারারাত,

রাসুলﷺ করতেন ইবাদাত।

পরিবারের সকলকে

জাগিয়ে একসাথে

কোমর বেঁধে ইবাদাতে পার করতেন রাত।

[বুখারী ও মুসলিম]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৭
271342
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যে ব্যক্তি রামাদ্বান মাসে পূর্ণ ঈমান সহকারে,

সাওয়াবের আশায় রোযা পালন করে।

করেছে সে যত পাপ,

পেয়ে যাবে সব মাফ।

আগের সব গুনাহ দেয়া হবে ক্ষমা করে।

[বুখারি মুসলিম ]
329001
০৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হু শুধু আমলই থাকে কচুরিপানা ফুল আপু Sad Sad Sad
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৮
271343
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি কচুরিপানা ফুল!???Frustrated
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৮
271344
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় একটি রোযা রাখে,

এই একটি দিনের বিনীময় দেন আল্লাহ্‌পাক তাকে।

এই দিনের পুরস্কার,

দিবেন আল্লাহ্‌ তার।

সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন জাহান্নামের আগুনকে।

[বুখারি মুসলিম ]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৯
271345
ফাতিমা মারিয়াম লিখেছেন :


কেউ যদি ঈমান ও আত্ম-সমালোচনার সাথে,

রামাদান মাসের সবগুলো রোযা রাখে।

আল্লাহপাক

করবেন মাফ

পূর্ব জীবনের সমস্ত গুনাহ রাশি থেকে।

[বুখারী ও মুসলিম]
329006
০৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! সুন্দর লিখেছেন আপুনি !
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৯
271346
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদPraying
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৯
271347
ফাতিমা মারিয়াম লিখেছেন :


কোন ব্যক্তি যদি এই রামাদান মাসে,

অধীনস্থদের উপর থেকে কাজ কমায় সাওয়াবের আশে।

নিশ্চয়ই আল্লাহপাক,

তাকে দেবেন সাওয়াব।

জাহান্নামের আযাব থেকে নিস্তার পাবে সে।

[বায়হাক্বী]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২০
271348
ফাতিমা মারিয়াম লিখেছেন :


জান্নাতে দরজা আছে আটটি,

রাইয়ান হল এর মধ্যে একটি।

একমাত্র রোজাদার

অন্য কেউ নয় আর

প্রবেশ করবে দিয়ে এই দরজাটি।



[বুখারী ও মুসলিম]
329013
০৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : আগের মতই সুন্দর৷ সামনে চলুন,আলোকের ঝর্ণাধারা উঁচিয়ে তুলুন৷ ধন্যবাদ৷
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২০
271349
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২১
271350
ফাতিমা মারিয়াম লিখেছেন :


রমযান মাসে পাও যদি কোন রোজাদার,

তৃপ্তি সহকারে তাকে করাও পানাহার।

পান করাবেন আল্লাহ্‌ তোমাকে

হাউজে কাউসার থেকে।

জান্নাতে প্রবেশ পর্যন্ত তুমি তৃষ্ণার্ত হবেনা আর।

[বায়হাক্বী]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২১
271351
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যখন আসে রমযান মাস একটি বছর পরে,

জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় রহমতের তরে।

জাহান্নামের দরজাগুলি,

বন্ধ হয় সবগুলি।

আর শয়তানকে রাখা হয় শিকল বন্দি করে।

[বুখারি মুসলিম ]
329015
০৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
বাজলবী লিখেছেন : জাযাকাল্লাহ খাইর।
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২২
271352
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২২
271353
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যখন তোমাদের কেউ রোযা পালন করে,

অশ্লীল কথা কিংবা ঝগড়া যেন না করে।

যদি কেউ তার প্রতি

দেয় গালি বা করে ঝগড়া ঝাটি।

'আমি রোজাদার' বলে যায় যেন সে সরে।

[বুখারি মুসলিম ]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২২
271354
ফাতিমা মারিয়াম লিখেছেন :


কোন রোজাদারকে যে করায় ইফতার,

সাওয়াব পাবে সে যেমন পাবে ঐ রোজাদার।

আল্লাহ হবেন খুশী,

দেবেন আরও বেশি,

একটুও কমবেনা ঐ রোজাদারের পুরস্কার।

[বায়হাক্বী]
329018
০৭ জুলাই ২০১৫ রাত ০৮:০২
ফখরুল লিখেছেন : জাযাকাল্লাহ খাইর।
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৩
271356
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৪
271357
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যদি কোন ব্যক্তি এই রমজান মাসে,

আল্লাহ্‌র আরও নৈকট্য লাভের আশে,

একটি নফল কাজ

করে নেয় সে আজ।

ফরজের সমান সাওয়াব পাবে সে।

[বায়হাক্বী]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৫
271358
ফাতিমা মারিয়াম লিখেছেন :


রোজা রেখেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে,

অথবা অন্যায় বা মন্দ পথে চলে।

খারাপ কাজ হতে

বিরত থাকেনা যে,

তার পানাহার ত্যাগে আল্লাহর কোন দরকার নেই আসলে।

[বুখারী ও মুসলিম]
329024
০৭ জুলাই ২০১৫ রাত ০৮:৪৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৫
271359
ফাতিমা মারিয়াম লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৬
271360
ফাতিমা মারিয়াম লিখেছেন :


তোমাদের কেউ যখন রোযা পালন করে,

রোযার কথা ভুলে কিছু খায় বা পান করে।

তবে পূর্ণ করবে সে,

সম্পূর্ণ দিনের রোযাকে।

আল্লাহই তাকে খাইয়েছেন এই কথাই যেন সে মনে করে।

[বুখারী ও মুসলিম]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৬
271361
ফাতিমা মারিয়াম লিখেছেন :


রমযানের শেষ দশকে জেগে সারারাত,

রাসুলﷺ করতেন ইবাদাত।

পরিবারের সকলকে

জাগিয়ে একসাথে

কোমর বেঁধে ইবাদাতে পার করতেন রাত।

[বুখারী ও মুসলিম]
329027
০৭ জুলাই ২০১৫ রাত ০৯:০০
ছালসাবিল লিখেছেন : শেখের পোলা লিখেছেন : আগের মতই সুন্দর৷ সামনে চলুন,আলোকের ঝর্ণাধারা উঁচিয়ে তুলুন৷ ধন্যবাদ৷

আমি লিখেছি: অননেনেনেনেক দারুন হয়েছে। আমিও নিয়ত করে রয়েছি। আল্লাহ যেন আমাকে শহীদ হবার তাওফিক দেন আপপপি। ইনশা আল্লাহ তা কবুল হবেই। Day Dreaming Day Dreaming জদিও আমি সাধারণ ভাবে মৃত্যু বরণ করি Love Struck Love Struck
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩২
271364
ফাতিমা মারিয়াম লিখেছেন : আগেই বলেছিলাম-'কপিপেষ্টকে না বলুন'Smug

পরের অংশে আমীনPraying
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩২
271365
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যে ব্যক্তি রামাদ্বান মাসে পূর্ণ ঈমান সহকারে,

সাওয়াবের আশায় রোযা পালন করে।

করেছে সে যত পাপ,

পেয়ে যাবে সব মাফ।

আগের সব গুনাহ দেয়া হবে ক্ষমা করে।

[বুখারি মুসলিম ]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
271366
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় একটি রোযা রাখে,

এই একটি দিনের বিনীময় দেন আল্লাহ্‌পাক তাকে।

এই দিনের পুরস্কার,

দিবেন আল্লাহ্‌ তার।

সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন জাহান্নামের আগুনকে।

[বুখারি মুসলিম ]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৫
271372
ছালসাবিল লিখেছেন : Waiting কপি পেসট চলবেই চলবে Waiting phbbbbt Tongue Smug
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৪০
271382
ফাতিমা মারিয়াম লিখেছেন : phbbbbt Frustrated Waiting
১০
329060
০৮ জুলাই ২০১৫ রাত ০২:০৬
দ্য স্লেভ লিখেছেন : কেউ যদি আল্লাহ্‌র কাছে শাহাদাত চায়,

মারা যায় যদিও সে নিজ বিছানায়,

মর্যাদা শহীদের সমান,

দিয়ে দেন রহমান।

হাসিমুখে দুনিয়া থেকে নেয় সে বিদায়


ইয়া আল্লাহ কবুল করুন ! আর এই বোনকেও...

আপনাকে গতকাল রান্না করা চিংড়ী মাছ ভুনার শুভেচ্ছা.....
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
271367
ফাতিমা মারিয়াম লিখেছেন : চিংড়ী মাছ ভুনার শুভেচ্ছাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
271368
ফাতিমা মারিয়াম লিখেছেন :


কেউ যদি ঈমান ও আত্ম-সমালোচনার সাথে,

রামাদান মাসের সবগুলো রোযা রাখে।

আল্লাহপাক

করবেন মাফ

পূর্ব জীবনের সমস্ত গুনাহ রাশি থেকে।

[বুখারী ও মুসলিম]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৪
271369
ফাতিমা মারিয়াম লিখেছেন :


কোন ব্যক্তি যদি এই রামাদান মাসে,

অধীনস্থদের উপর থেকে কাজ কমায় সাওয়াবের আশে।

নিশ্চয়ই আল্লাহপাক,

তাকে দেবেন সাওয়াব।

জাহান্নামের আযাব থেকে নিস্তার পাবে সে।

[বায়হাক্বী]
১১
329069
০৮ জুলাই ২০১৫ রাত ০৪:৫০
জ্ঞানের কথা লিখেছেন : মাশাআল্লাহ! অনেক সুন্দর ছন্দ। ভালো হয়েছে। জাজাকিল্লাহ!
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৫
271370
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি কবে থেকে লেখা শুরু করবেন?
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৫
271371
ফাতিমা মারিয়াম লিখেছেন :


জান্নাতে দরজা আছে আটটি,

রাইয়ান হল এর মধ্যে একটি।

একমাত্র রোজাদার

অন্য কেউ নয় আর

প্রবেশ করবে দিয়ে এই দরজাটি।



[বুখারী ও মুসলিম]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৫
271374
ফাতিমা মারিয়াম লিখেছেন :


রমযান মাসে পাও যদি কোন রোজাদার,

তৃপ্তি সহকারে তাকে করাও পানাহার।

পান করাবেন আল্লাহ্‌ তোমাকে

হাউজে কাউসার থেকে।

জান্নাতে প্রবেশ পর্যন্ত তুমি তৃষ্ণার্ত হবেনা আর।

[বায়হাক্বী]
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৮
271381
জ্ঞানের কথা লিখেছেন : বড়ই কঠিন প্রশ্ন করেছেন, কি উত্তর দিবো ভাবছি, ভেবে উত্তর দিই প্লিজ।
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৪২
271383
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভাবতে থাকুন এবং লেখা শুরু করুনWaiting
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৪৭
271385
জ্ঞানের কথা লিখেছেন : এরখম করে লিখলে কি চলবে? এক্সাম্পল দিচ্ছি আপনি একটু ভেরিফাই করে দিন।

রুপার পাত্রে যে করবে পান
তার উদর ভরবে জাহান্নাম।

(বুখারী মুসলিম)

স্বর্ণ হলো নারির জন্য,
হারাম হলো পুরুষের জন্য,

(বুখারী মুসলিম)

লোকের মুখে শোনা যায়,
সফরে বের হলে স্বর্ণ পড়া যায়,
মরে গেলে সফরে,
কাফনের টাকা মেলে।

আসলে কিন্তু তা ঠিক নয়,
রসুল (সা) এর আদেশ অমান্য হয়,
মরে যাবে যেখানে,
মুসলিমরা মাটি দিবে সেখানে।
মরার ভয়ে স্বর্ণ দরকার নাই,
রসুল (সা) এর আদেশ মানাই উচিত ভাই।

(সামাজিক ব্যাধির কাব্য)
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫১
271387
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্‌! চমৎকারApplause
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫৪
271391
জ্ঞানের কথা লিখেছেন : শুকরান! শুকরান!
১২
329081
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:১৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ খুবই ভালো লেগেছে।
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৬
271375
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু .....ধন্যবাদ
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৮
271379
ফাতিমা মারিয়াম লিখেছেন :



যখন আসে রমযান মাস একটি বছর পরে,

জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় রহমতের তরে।

জাহান্নামের দরজাগুলি,

বন্ধ হয় সবগুলি।

আর শয়তানকে রাখা হয় শিকল বন্দি করে।

[বুখারি মুসলিম
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৮
271380
ফাতিমা মারিয়াম লিখেছেন :


যখন তোমাদের কেউ রোযা পালন করে,

অশ্লীল কথা কিংবা ঝগড়া যেন না করে।

যদি কেউ তার প্রতি

দেয় গালি বা করে ঝগড়া ঝাটি।

'আমি রোজাদার' বলে যায় যেন সে সরে।

[বুখারি মুসলিম ]
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৮
271437
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অতীত স্বরন করিয়ে দিলেন মনে হয়!!
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৮
271439
ফাতিমা মারিয়াম লিখেছেন : না; আপনি ভুল বুঝেছেন। আমি কোন অতীত স্মরণ করানোর জন্য এভাবে লিখিনি। সবার মন্তব্যের জবাবেই এভাবে হাদিসের কবিতা গুলো দিয়েছি। কেউ বিরূপ মনোভাব পোষণ করেন নি। আপনি কেন করলেন তা বুঝলাম না।
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪২
271448
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরি..... ফেসবুকে কয়দিন আগে একটি বিতর্কেে জড়িয়ে পড়েছিলাম!!! https://m.facebook.com/photo.php?fbid=707083522734963&id=100002999668667&set=a.106696966106958.13171.100002999668667&source=56&ref=bookmarks
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৩
271449
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরি..... ফেসবুকে কয়দিন আগে একটি বিতর্কেে জড়িয়ে পড়েছিলাম!!! https://m.facebook.com/photo.php?fbid=707083522734963&id=100002999668667&set=a.106696966106958.13171.100002999668667&source=56&ref=bookmarks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File