স্বাধীনতা তুমি কবে আসবে

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৬ মার্চ, ২০১৩, ০৬:০৮:৪৫ সন্ধ্যা

স্বাধীনতা তুমি আসবে বলে সারা বাংলায়

বর্ষার মতো সাজ-সাজ রব পড়েছিল,

জলোচ্ছ্বাসের দশ নম্বর বিপদ সংকেতে

আঁতকে উঠার মতো

রাত জাগা পাখির ন্যায় জেগেছিল

সারা গ্রাম, মহল্লা, শহর-বন্দর।

স্বাধীনতা তুমি কবে আসবে ?

স্বাধীনতা তুমি আসবে বলে

কবি শামসুর রহমানের

হরিদাসী লাল পেড়ে শাড়ী পরে

আজও বসে আছে।

বিশাল সাগরের ন্যায় স্বাধীনতা নিয়ে

পতি ঘরে ফিরবে আজ, কাল কিংবা পরশু।

স্বাধীনতা তুমি কবে আসবে ?

স্বাধীনতা তুমি আসবে বলে

রাজাকাররা জোট বাঁধলো

পথের পাশের কাঁশফুল সরালো হায়নার দল

মাথার সিঁথির মতো পথে নামলো

ছয় ফুট লাল কুত্তার বাচ্চা।

যত্র তত্র খই ফুটালো গোলা বারুদের

টা টা গুম টা টা গুম।

মাতম তুললো গ্রামের পথ প্রান্তর

রক্ষা পেল না মসদিজ মন্দির,

শহীদ মিনার, জাতীয় পতাকা

তবুও তোমার দেখা মিলেনি

স্বাধীনতা তুমি কবে আসবে ?

স্বাধীনতা তুমি আসবে বলে

এই তো সেইদিন, রাজপথ রঞ্জিত করলো

অকুতভয় সৈনিক নূর হোসেন

তোমাকে পাওয়ার আশায়,বাংলার দামাল ছেলেরা

আজও প্রাণ দিচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া।

নিখিলের ছেলে, সেই কবে থেকে এক জোড়া

কবুতর নিয়ে বসে আছে,

তোমায় ছুঁয়ে দেখে মুক্ত বিহঙ্গে উড়াবে তার

কবুতর জোড়া।

স্বাধীনতা তুমি কবে আসবে ?

স্বাধীনতা তুমি আসবে বলে

কথা ছিল রেডিও,টেলিভিশনে

স্বায়িত্ব শাসন দেওয়া হবে।

নাটকের সেন্সরসীপ বাতিল করা হবে

পাড়ার ছেলেরা নাটকের রিহার্শেল দিচ্ছে

রাজাকার সংলাপ নাভি শ্বাস ছেড়ে বলবে

সংশয়ে আজও কাঁপে;

ডুগি-তবলা, হারমণি, দোতরা।

স্বাধীনতা তুমি কবে আসবে ?

স্বাধীনতা তুমি আসবে বলে

সংবাদ পত্র অবাধ হবে

কলামিষ্টরা প্রতিবাদে জাগবে।

প্রচার মাধ্যমের হাত, পা, চোখ খুলে দেওয়া হবে

অন্যায়ের খড়গ-কিপান জমিন থেকে তুলে দেওয়া হবে।

স্বাধীনতা তুমি কবে আসবে ?

#

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File